আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও Rituparno Ghosh in conversation with Aparna Sen ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    Rituparno Ghosh in conversation with Aparna Sen


    Rituparno Ghosh in conversation with Aparna Sen who is an Indian filmmaker, screenwriter and actress who is known for her work in Bengali cinema. A leading actress of the late 1960s and 1970s she has received eight BFJA Awards, five for best actress, two for best supporting actress and one for lifetime achievement. She is the winner of nine National Film Awards and nine international film festival awards for her direction in films. She was awarded the Padma Shri, the fourth highest civilian award, by the government of India in 1987.


    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    2 comments:

    1. শিপ্রা বসুNovember 30, 2019 at 3:18 PM

      অপর্ণা সেন আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। তার সম্পর্কে অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো।

      ReplyDelete
    2. রিনা রায়November 30, 2019 at 3:34 PM

      ঋতুপর্ণ ঘোষ ও অপর্ণা সেন আমার খুব প্রিয়।এই সাক্ষাৎকারে অপর্ণা ও কল্যাণ রায় সম্পর্কে অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো। এই জন্যই আলোকরেখা আমাদের ভালো লাগে। এখানে সব কিছু প্রকাশিত হয়। শুধু সাহিত্যই নয় সংস্কৃতি সব জানতে পৰ যায়। অনেক ধন্যবাদ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ