আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সেই ছুটুবেলাতে আমাদে পাহাড়কোলে জোড়ে -দেব্ব্রত সিংহ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সেই ছুটুবেলাতে আমাদে পাহাড়কোলে জোড়ে -দেব্ব্রত সিংহ



    সেই ছুটুবেলাতে আমাদে পাহাড়কোলে জোড়ে
    যদি  পেরাতে যাইয়ে
    এক আষাঢ় মাসের হড়কা বাণে
    আমি আর আমার ভাই
    ভাস্যে গেছলম  বানের তোড়ে
    ভাইটি গেল ডুবে আমি উঠলুম বাঁচে-
    পাড়ার লোকে বললেক
    বিট্যিছিলার জীবন
    বেটাছ্যেলা হতক্
    তাহলে কি বাঁচতেক।
    আমার মরণ নাই
    সেই কথাটাই আজ তুমায় লুতুন  করে বলতে চাই
    বেশিদিনের কথা লয়
    আমাদের বাঘমুন্ডি পাহাড়ী জিব ছুটাই
    লাল ধুলা উড়াই
    যেদিন আইল্যে তুমরা
    পাহাড়কোলে জোড়ে চড়ুইভাতি করতে আল্যে
    সিদিনটা মনে আছে তুমার
    দিনটি ছিল খরবার
    মাসটি ছিল মধুমাস
    টাঁরে  টাঁরে  ভাঙা ডহরে
    পলাশবনে আগুনলাগা মধুমাস।

    আমার মরণ নাই
    তুমি বলেছিলে তুমার সাথে দেখা হবেক বলে
    মরণ নাই আমার
    তুমি রাজপুত্তর
    কত লেখাপড়া জানা মানুষ তুমি
    বি এ, এম এ পাশ
    হাই স্কুলের মাস্টর
    আমি
    আমি আর কে
    কাঠকুড়ানি
    কি সুন্দর গায়ের রং তুমার
    একেবারে চাঁপা ফুলের পারা
    আমি
    আমি একবারি কালো
    আঁকড় ফলের পারা মিশমিশে কালো
    তবে সবাই বলে কালো হলে  হবে কী
    আমার গড়ন খুবই ভালো
    টানা টানা চোখ বাঁশির মত নাক
    ছিপছিপে চেহারা
    বাঘমুন্ডির হাটের হলুদরাঙা শাড়ি পড়ে দাঁড়ালে
    খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে
    আমাকে নাকি দেখায় দারুন
    একেবারি  মনভুলানি
    একেবারি  মনকাড়ানি
    বাপ্ আমার বাবু ঘরে মুনিশ খাটা খেত মজুর
    এমনিতে তার সবই ভালো
    শুধু দোষের মধ্যে দোষ
    সে একজনা নেশাভাঙ করা মানুষ
    দিন ফুরালেই সনঝাঁ  হল্যেই
    তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাঁটি
    ঘরদুয়ার, ছেল্যাপেলা ,লেখাপড়া ---

    চলবে-------



     http://www.alokrekha.com

    2 comments:

    1. দারুন দারুন এবং দারুন. আমি বাংলাদেশের মেয়ে তাই 'বানভাসি' কবিতা কম পড়েছি আর অনেক শব্দ হয়তো বুঝিনা. তুবুও বানভাসি কবিতায় যে মাটির টান সেটা খুব ভালো লাগে. আঞ্চলিক কবিতা প্রতিষ্ঠার যে লড়াই অনেক কবিরা করছেন তাদের মধ্যে দেবব্রত সিংহ অন্যতম. শহুরে কবিতা আর আঞ্চলিক কবিতার মধ্যে আমার কাছে কোনো দ্বন্দ্ব নেই. নতুন করে অনেক কিছুই আমার মতো কম পড়া মানুষদের ভালো লাগে যা থেকে বোঝা যায় যে কোনো কবিতা পাঠকের মন ছুতে পারে. কবিকে অনেক শ্রদ্ধা আর নতুন বছরের শুভেচ্ছা. অনেক ভালো থাকবেন কবি, আমি জানি আপনি আপনার কলম ছাড়বেন না.

      ReplyDelete
    2. আমার মরণ নাই
      তুমি বলেছিলে তুমার সাথে দেখা হবেক বলে / মরণ নাই আমার
      তুমি রাজপুত্তর ...... বাঘমুন্ডির হাটের হলুদরাঙা শাড়ি পড়ে দাঁড়ালে /খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে/আমাকে নাকি দেখায় দারুন/একেবারি মনভুলানি/একেবারি মনকাড়ানি .... God bless the poet !!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ