আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও #গেছে_যে_দিন------------ শামিমা আফরোজ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    #গেছে_যে_দিন------------ শামিমা আফরোজ



    #গেছে_যে_দিন
    শামিমা আফরোজ 

    একটা সময় ছিল, দেখা না হলেও
    রোজ কথা হতো দু'জনার
    প্রযুক্তি তখনও এমন করে বন্দী হয়নি 
    আমাদের হাতের মুঠোয়
    তবু কথা হতো 
    ইচ্ছে হলেই তুমি ইথারে ভাসিয়ে দিতে
    না বলা কথাদের চিরকুট
    পথ ঘাট চিনে তারা ঠিকঠাক পৌঁছে যেতো  
    এই আমার কাছেই।
    একই শহরের আপন বাতাস দু'জনকেই
    ছুঁয়ে যেতো তখনও, এখনও ছোঁয় 
    শুধু সেই আকুলতা ঢাকা পড়ে গেছে
    অভিমানী দেয়ালের আড়ে
    প্রতিদিন কতো অযাচিত আবেগ এসে
    লুটোপুটি খায় ডিজিটাল ডাকবাক্স জুড়ে
    শুধু খুব করে বলতে চাওয়া
    তোমার আমার কথারা
    আঙুলের ডগা অব্দি এসেও
    বোবাকান্না হয়ে ফিরে যায় অবশেষে !

    আচ্ছা, পৃথিবীটা তো গোল !
    প্রতিদিন কতো কাজেই তো ফিরি 
    শহরের প্রান্ত থেকে প্রান্তে 
    কোনোদিন তোমার আমার পথ দু'খানা
    এসে দাঁড়ায় না কেন মুখোমুখি?
    কিংবা ধরো,
    কোনো একদিন যদি হুট করে উঠে বসি 
    রেলগাড়ির কোনো ব্যস্ত কামরায় 
    হবে কি হঠাৎ দেখা আমাদেরও ?
    যদিও বা হয় বলবে তো সত্যি করে
    "আমাদের গেছে যে দিন 
      একেবারেই কি গেছে

      কিছুই কী নেই বাকি?"

     http://www.alokrekha.com

    5 comments:

    1. জাহানারা ছবিDecember 21, 2019 at 4:50 PM

      শামিমা আফরোজের "গেছে_যে_দিন " সোজা সাপ্টা প্রেমের কবিতা। পড়ে ভালো লাগলো।দুজনের জন্য যে আকুলতা। এটাই কনিটাকে অনন্যতা দান করেছে ,শুভ কামনা কবি।

      ReplyDelete
    2. শামীম রেজাDecember 21, 2019 at 4:57 PM

      শামিমা আফরোজের "গেছে_যে_দিন " প্রেমের কবিতা পড়ে ভালো লাগলো। বিশেষ করে আচ্ছা, পৃথিবীটা তো গোল !
      প্রতিদিন কতো কাজেই তো ফিরি
      শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে
      কোনোদিন তোমার আমার পথ দু'খানা
      এসে দাঁড়ায় না কেন মুখোমুখি? এই পংতিগুলো বড় ভালো।

      ReplyDelete
    3. মিতা রোমানDecember 21, 2019 at 5:05 PM

      শামিমা আফরোজের "গেছে_যে_দিন " সুন্দর প্রেমের কবিতা। পড়ে ভালো লাগলো। একসময় ছিল দুজনের কথা হত দুজনের সংবাদ পৌঁছে যেত আপন ঠিকানায়। এখন কবির আহাজারি তাকে দেখার এই আহাজারি কবিতাকে অনন্য করে তুলেছে। খুব ভালো। শুভ কামনা কবি ভালো থাকবেন।

      ReplyDelete
    4. মোহন রায়হানDecember 21, 2019 at 5:32 PM

      শামিমা আফরোজের "গেছে_যে_দিন " সুন্দর প্রেমের কবিতা। পৃথিবীটা তো গোল !প্রতিদিন কতো কাজেই তো ফেরে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কোনদিন দুজনার পথ মুখোমুখি এসে দাঁড়াতো। কিংবা ধরো,
      কোনো একদিন যদি হুট করে উঠে বসি রেলগাড়ির কোনো ব্যস্ত কামরায় হবে কি হঠাৎ দেখা তাদের। এই কামনা করি আমরাও পাঠক হিসাবে।অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    5. শামীমার 'গেছে যে দিন' খুব ভালো লাগলো. একই শহরের আপন বাতাস ছুঁয়ে যেত, ছুঁয়ে যায় এখনো .... আর রবিঠাকুর দিয়ে কবির ভাবনার সমাপ্তি ! কবির কথার সাথে অন্য কবির ভাবনার fusion পাঠকের মনে রেখে যায় ভালো লাগার অনুরণন. ভালো থাকবেন কবি.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ