এক টুকরো ভালোবাসা যদি দাও !
- সুনিকেত চৌধুরী।
আমায় এক টুকরো ভালোবাসা যদি দাও
আমাকে তোমার চোখের ঝিলিকে
রাখ যদি প্রতিদিন
আমার হাত ধরে আলতো করে
পার হও যদি দরোজার চৌকাঠ
জড়ো করে সকালের শিশির
মুছিয়ে দাও যদি আমার ঘুম ভাঙা মুখ
বিকেলের তন্দ্রা ভেঙে দেখি যদি
চেয়ে আছো তুমি আমার দিকে অপলক
আকাশ ভেঙে পড়া বাদল দিনে
একসাথে খিচুড়ি খাবার প্রতিশ্রুতি
যদি দাও
বাজি রাখবো জীবন আমার বারবার
চেয়ে নেব বহুজন্ম
আসবো ফিরে জন্ম-জন্মান্তরে
শুধু তোমারি হয়ে!http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী'র এক টুকরো ভালোবাসা যদি দাও !কবিতায় কবি মাধুকরী হয়েছেন। ভালোবাসার জন্য দিতে পারেন জন্ম জন্মান্তর। খুব সুন্দর কবিতা হৃদয়ে দোলা দেয়। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও !কবিতা ভালোবাসার এক অনন্য প্রকাশ। এক টুকরো ভালোবাসার বিনিময় কবি যে তার জীবনের সবটুকু দিতে পারেন তা অংকিত হয়েছে অনবদ্য ভাবে। শুধু এই জীবনী নয় দিতে পারেন আজন্ম। খুব ভালো লাগলো কবি।
ReplyDeleteপ্রেমের কবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও ! একটা মিষ্টি প্রেমের কবিতা। ভালোবাসার অনুপম প্রকাশ। এক টুকরো ভালোবাসা বিনিময় আজন্মের ভালোবাসা। অনেক বড় পাওয়া। জীবন বাজি রেখে বারবার চেয়ে নেবেন বহুজন্ম - ফিরে আসবে জন্ম-জন্মান্তরে শুধু তোমারি হয়ে!দরুন অভিব্যক্তি। শুভ কামনা।
ReplyDeleteআমার প্রেমের কবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও ! মিষ্টি প্রেমের কবিতা। আমার কবি সুনিকেত এমন করে প্রেম চাইতে হবে কেন। কবির ইশারায় তাবৎ জগতের প্রেমের জোয়ার বাঁধ ভেবেগে তার পায়ে উছলে পড়বে।কবি পৃথীর সব চাওয়া পাওয়ার বিনিময় আপনাকে জন্ম জন্ম ধরে পেতে চাই। অনেক অনেক ভালোবাসা। এক টুকরো নয়।
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। " এক টুকরো ভালোবাসা যদি দাও !-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর প্রেমের অনুচিন্তন ,ভাব ,আশাবাদ ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট ভালবাসার কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও ! অনিন্দ্য এক কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। এই প্রেমের কবিতাটা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । দারুন অনবদ্য মিষ্টি প্রেমের কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল! ।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও ! দারুন অনবদ্য মিষ্টি প্রেমের কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!প্রেমের আবাহন! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল! ।
ReplyDelete