বাংলা সাহিত্য-সংস্কৃতি-রাজনীতির যে সর্বোচ্চ নক্ষত্রগুলোকে আমরা দূর থেকে দেখি তাঁদের অনেকের ঘনিষ্ঠ সান্নিধ্যে হাইপার অ্যাক্টিভ কৈশোর যৌবন কাটিয়ে আমাদের প্রিয় ৮৯ বছরের কামাল ভাই আজ টরোন্টোর বৃদ্ধাশ্রমে। তাঁর ৬৩ বছরের ভ্যালেন্টাইন গত ১৫ই ডিসেম্বর দুনিয়া ছেড়ে গেছেন। সাথীহারা এখন তাঁর প্রতিটি মুহূর্ত কি হাহাকারে কাটে তা কি আমরা কল্পনা করতে পারব? স্ত্রীর স্মরণে এটা তিনি লিখে ফোনে যেভাবে বলে গেছেন আমি সেভাবে টাইপ করেছি।
হাসান মাহমুদ
**********************************************
**********************************************
বারে বারে কে যেন ডাকে আমারে?
নবু,
আমার নিরন্তর উপাসনা নিমগ্ন ভালোবাসার উৎস তো তুমি।
আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, চেতনার গহীন অন্তরে তুমি সদা বহমান।
তোমায় হারিয়ে আজ নিঃস্ব একা আতুর এক দিকশূন্য রিক্ত অন্ধ বাউল আমি।
আমার অন্নদাত্রী অন্নপূর্ণা তুমি, মায়ায় মমতায় সেবায় ভরাট ঘরের ঘরণী,
আমার গৃহলক্ষ্মী আবার কি তোমার মতো কল্যাণী সজনীকে কোনও জন্মে পাবো নবু ?
তোমার জন্ম এক নবান্নের মাসে, তোমার মর্মান্তিক বিদায়ও ওই মাসেই।
আজ এই প্রানোছ্বল ভ্যালেন্টাইন দিবসে তোমার অন্তিম অশ্রুঝরা অভিন্ন হৃদয়ের
পবিত্র ইচ্ছাটিকে জীবনভর বুকে জড়িয়ে রাখবো।
তোমারই - কামাল আহমেদ
ভোর ৪টা, ভ্যালেন্টাইন দিবস ১৪ই ফেব্রুয়ারী ২০২০
আজ এই প্রানোছ্বল ভ্যালেন্টাইন দিবসে তোমার অন্তিম অশ্রুঝরা অভিন্ন হৃদয়ের
পবিত্র ইচ্ছাটিকে জীবনভর বুকে জড়িয়ে রাখবো।
তোমারই - কামাল আহমেদ
ভোর ৪টা, ভ্যালেন্টাইন দিবস ১৪ই ফেব্রুয়ারী ২০২০
http://www.alokrekha.com
অপূর্ব ,আজ ভালবাসার আরেক রুপ দেখলাম। ভাষা হারিয়ে ফেলেছি বিমুগ্ধ চিত্তে কেবল পরে যাচ্ছি আর চোখের পাতা ভিজে যাচ্ছে ।
ReplyDeleteসখি ভালবাসা কারে কয় ? আমরা প্রায় জিজ্ঞেস করি। ৮৯ বছরে ৬৩ বছরের ভ্যালেন্টাইন পৃথিবী থেকে অন্য কোনখানে আছেন।আজ তাকে মনে করে এই যে শব্দ গুলো বুকের ভেতর থেকে আসছে -এটাই ভালোবাসা।
ReplyDeleteখুব ভাললাগল
ReplyDeleteআমার বোঝাবার ভাষা নাই
এই প্রেম অনন্ত প্রেম
অনেক অনেক ধন্যবাদ.
ReplyDelete