আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আমার_কম্পাস_চাই ------------ তৌহিদা হানফি মাহমুদ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আমার_কম্পাস_চাই ------------ তৌহিদা হানফি মাহমুদ



    আমার_কম্পাস_চাই
    তৌহিদা হানফি মাহমুদ

    দিকভ্রান্ত মানুষ- আমি
    এমন একজনকে খুঁজছি
    যাকে আমার ইচ্ছে মত
    ভালবাসবো ।
    ফাগুনী পূর্ণিমা রাতে নিরাপদে পালিয়ে যাবো
    অথবা ফিরবো-
    আমি এমন একজনকে খুঁজছি
    খুন করে এসে যাকে বলতে পারবো
    আমি অপরাধী-
    আমাকে সুধরে দাও
    সুযোগ দাও শাস্তি দাও।

    আমি এমন একজনকে খুঁজছি
    যে আমার সব অভিমান নিজের মত
    করে বুঝবে
    আমার না বলা কষ্টগুলো তার ছোঁয়ায়
    প্রজাপতি হবে।

    আমি এমন একজনকে খুঁজছি
    যে আমার সকল কাঁধের বোঝা
    দূরে অজানায় ফেলে আসবে
    মন পালকে ভেসে বেড়াবে

    আমি এমন একজনকে চাইছি
    যে আমার ‘তুমি’ হবে;
    চুপিসারে আদরে রাঙাবে
    ঘুম ভাঙাবে-
    তুমি হবে? আমার একজন
    তুমি রবে সকল কাজে
    আমার ধ্বনি তোমার হৃদয়ে বাজে।

    আমি তোমাকে খুঁজছি
    যার অস্তিত্ব আমাকে শক্তি দিয়ে
    বেঁচে থাকতে শেখায়
    যে আছে আমার হিয়ার মাঝে
    আমাকে পথ দেখায়।

    মন, তোমায় চাইছি
    প্রতিক্ষণ প্রতিবিম্ব হয়ে-
    থাকবে কি আমার চারপাশে।
    নিখুঁত ‘কম্পাস’ হয়ে।

    তৌহিদা হানফি মাহমুদ
    ১২/০৩/২০২০
    টরোন্ট


    http://www.alokrekha.com

    9 comments:

    1. তৌহিদা হানফি মাহমুদ এর "আমার কম্পাস চাই" কবিতা পড়ে পুরুষ পাঠকদের মনে একটা ভাবনার উদয় হওয়া নিতান্ত স্বাভাবিক, আমরাও তো সেটাই চাই! কিন্তু আমি ভাবছি বর্তমানের নারী স্বাধীনতার পটভূমিতে স্বনির্ভর নারীরা এটা কিভাবে নেবেন। কবিতার বিষয় নিয়ে মন্তব্য।

      কবিতা নিয়ে বলতে গেলে, বিষয়ের বর্ণনায় উপমার ব্যবহার স্বতঃস্ফূর্ত ও কোমল। কবিতা পড়তে গিয়ে গড়গড়িয়ে এগিয়ে যাওয়া যায়। পড়তে ভালো লাগে। শুধু এই কোমলতা আর রোমান্টিকতার মাঝে মানুষ খুন করার উপমাটা কবিতার যে আবহ সেটার ছন্দ পতন বলে মনে হয়েছে। এটা অবশ্যই আমার ব্যক্তিগত বিশেষণ। আশাকরি কবি এটাকে মুক্ত মনে গ্রহণ করবেন। অপরাধ হলে দয়া করে ক্ষমা করবেন!

      ReplyDelete
    2. মোনা খানMarch 15, 2020 at 6:26 PM

      তৌহিদা হানফি মাহমুদ তার কবিতা " আমার_কম্পাস_চাই " -এ এমন একজনের খুঁজে করছেন যাকে আপন করে ভাবা যায়।খুব ভালো লাগলো।

      ReplyDelete
    3. অজিত গুহMarch 15, 2020 at 6:43 PM

      কবি তৌহিদা হানফি মাহমুদ-এর আমার_কম্পাস_চাই " কবিতায় আমি এমন একজনকে খুঁজছি
      যে আমার সব অভিমান নিজের মত
      করে বুঝবে
      আমার না বলা কষ্টগুলো তার ছোঁয়ায়
      প্রজাপতি হবে।এক অনবদ্য প্রকাশ। যদি এমন কাউকে পাওয়া যায় সার্থকতা জীবনে। খুব দারুন কবিতা। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    4. মিতা রহমানMarch 15, 2020 at 6:54 PM

      কবি তৌহিদা হানফি মাহমুদ-এর আমার_কম্পাস_চাই "অপূর্ব কবিতা ! প্রশংসাবাদী কবিতা ! সুন্দর ! একটা চমৎকার কবিতা ।যেমন জীবনের ভাবনা ও তার প্রতিফলন -অনিন্দ্য এক কবিতা। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    5. সমীরণ সেনMarch 15, 2020 at 7:07 PM

      আমি আলোকরেখার একজন নিয়মিত পাঠক। প্রতিটি প্রকাশিত পোস্ট পড়ি। সব সময় মন্তব্য করা হু না। কিন্তু কবি তৌহিদা হানফি মাহমুদের" আমার _কম্পাস_চাই " অপূর্ব কবিতা ! কবির যে চাওয়া এমন একজন প্রয়োজন যে জীবনের সব কালক্রমে অর্থাৎ আশা নিরাশায় সুখে দুঃখে মানে অভিমানে এমনকি খুন করে এসেও তার কাছে আসা যায় বলা যায় পথ দেখতে কম্পাসের মত. কি অনবদ্য প্রকাশ। খুব ভালো লাগলো।

      ReplyDelete
    6. শফিক রায়হানMarch 15, 2020 at 8:24 PM

      কবি তৌহিদা হানফি মাহমুদের " আমার _কম্পাস_চাই " অপরূপ কবিতা ! খুব ভাল লাগলো। জীবন চলার পথে আমাদের একটা কম্পাসের ভীষণ প্রয়োজন ,কবি তা অনন্যরূপে এই কবিতায় অংকিত করেছেন। অনেক অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    7. কবিতার বিচারে এটি খুব নিম্ন মানের কবিতা
      আসলে আদৌ কবিতা হয়েছে কিনা সেটাই ভাবা দরকার
      আমরা আলোকরেখার কাছে আরো সম্ব্রিদ্ধ কবিতা চাই
      সম্পাদককে কবিতা নির্বাচনে অনেক সচেতন হতে হবে

      ReplyDelete
      Replies
      1. জনাব/জনাবা/শ্রীমান/শ্রীমতি Anonymous,

        আপনার কাছে সবিনয় প্রার্থনা, আপনি আমাদেরকে "কবিতার সংজ্ঞা"টা দিয়ে যদি বাধিত করতেন! তাহলে আমরা যারা কবিতা লিখার চেষ্টা করি অ - নে - ক উপকৃত হতাম! আর 'আলোকরেখা'র সম্পাদক সেই মানদন্ড ব্যবহার করে কবিতা নির্বাচনে তাঁর সচেতনতা বৃদ্ধি করতেন!

        Delete
      2. নানা জন কবিতার নানা সংগা দিয়েছেন তাই আমি সে প্রসঙ্গে যাবোনা
        সব উত্তীর্ণ শিল্পকর্মের কিছু কাঠামো থাকে কিছু কৌশল থাকে
        যাই হোক ভাই আপনি অনেক পন্ডিত ব্যাক্তি আপনি নিজেই জানেন একটি উত্তীর্ণ কবিতার মাপকাঠি
        আমি আপনাকে আর কী বোঝাবো
        আমার মতামত আমি দিয়েছি
        আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে

        Delete

    অনেক অনেক ধন্যবাদ