কথা দিলাম !
- আশরাফ আলী
কথা দিলামঃ
কথা রাখবো !
কথা রাখবো !
কথা দিলামঃ
গুনে গুনে শোধ দেব
তোমার চোখে চোখ না রাখার ঋণ
আমাদের ছোট্টমনির সাথে না দেয়া সময়ের যত ঋণ
ব্যস্ততার অজুহাতে মায়ের খোঁজ না নেয়ার ঋণ
জরুরী মিটিং এ ব্যস্ত বলে ঘরে ফেরা দেরী করার ঋণ
আজ নয় কাল বলে পুরোনো যত চিঠি না পড়ার ঋণ
পাশের বাড়ীর মিঠু কাকার খবর না নেয়ার ঋণ
ওবাড়ীর মালতীর মায়ের শ্রাদ্ধে যাবার সময় না করার ঋণ
আমাদের বড় ছেলেটার বিমর্ষতার কারণ না খোঁজার ঋণ
সবকিছু শোধ দেবো
কাল বৈশাখীর এই ঝড়টা কেটে গেলেই শোধ দেবো
কথা দিলাম !
আর সারা শরীরে মাখবো মায়ের আঁচলের সুবাস
কথা দিলাম!
http://www.alokrekha.com
অ সা ধা র ণ!!অসম্ভব রকমের সুন্দর একটা কবিতা!আমরা যেন শেষ অব্দি কথা রাখতে পারি। অনেক শুভকামনা কবির জন্য।
ReplyDelete'কাল বৈশাখীর এই ঝড়টা কেটে গেলেই শোধ দেবো'-- কবির এই বার্তা precisely আজকের এই বিপন্ন সময়ের কথা বলে গেলো যখন পৃথিবী যেন থমকে গেছে একটা গুমোট কাল বৈশাখীর ঝড়ে। কবি খুব সুন্দর করে বলেছেন আমরা আমাদের সবকিছু থমকে দিয়েছি কিন্তু অপেক্ষায় আছি কখন এই ঝড় শেষ হবে আর কখন আমরা আমাদের সব না শোধ করা ঋণগুলো শোধ করতে পারবো। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েই আমাদের মনে পড়ে যায় সবচাইতে প্রিয় জিনিসগুলো-- 'মায়ের আঁচল', সন্তানের ভালোবাসা, প্রিয় মানুষের মুখ- আর এই কথাগুলো কবি আলী আশরাফ আমাদের আবারো মনে করিয়ে দিলেন সেজন্য তাকে অনেক ধন্যবাদ। কবি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
ReplyDeleteআমরা এক মহা বিশ্ব যুদ্ধ দিয়ে যাচ্ছি। এই কবিতা সময় সময়োপযোগী লেখা। আসলেও আমাদের অনেক ঋণ আছে। আশা করবো কবির ভাষায় সব ঋণ শোধ দেব সময় এলে কথা দিলাম। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।
ReplyDelete