একা তুমি, জন্মক্ষণে কাটা হল নাড়ি
জনতোড়ে একদিন ভেসে গেলে তুমি
ভেঙে গেল লৌহদ্বার তুমুল বাতাসে
মাতৃনাভিস্পর্শ থেকে পালালে পথিক?
প্রেম? না কি প্রেমহীন ডোর এঁটে নেবে?
সব কিছু ভুল হল নোয়ার ভেলায়
একা তুমি, গৃহহীন ফের পথে পথে
হন্তারক পুত্র তুমি একা, অদ্রিপথে
মাতৃনাভিগন্ধে ফেরো অ্যাম্ফিথিয়েটরে
একা তুমি, মাতৃশয্যা ফুলশয্যা হলো
পরিবারতান্ত্রিকতা বেনোজলে মেশে
বন্ধুসারি দীর্ঘ হোক স্বর্ণদীপ লেখা
অপরূপ একাকীত্বে, হে অন্ধ মানুষ
http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







This comment has been removed by the author.
ReplyDeleteএকা তুমি অসাধারণ জীবন দর্শন ফুটে উঠেছে
ReplyDeleteখুব ভালো লেগেছে
অল্প কথায় অনেক কিছু বলা
অকাট্য সত্য
অভিনন্দন কবি