আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও একটি ভাঙা রেকর্ডের কান্না --------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    একটি ভাঙা রেকর্ডের কান্না --------- মেহরাব রহমান




    একটি ভাঙা রেকর্ডের কান্না

    মেহরাব রহমান

     

    তাপ বিকিরণ থেকে উৎপন্ন উত্তাপ ...

    কয়লার চুল্লি খুঁড়ে

    কে আজ

    ছাই লেপে দিলো

    আমার সমস্ত আকাশ জুড়ে ?

    অভিমানে গোমড়া মুখ

    গড়িয়ে পড়ে কান্নাজল

    এখানে  তুষার বৃষ্টি 

    হীমজলে ভেসে যাচ্ছে নাগরিক

    ভরাযৌবন-মেয়ে নাগরিকা

     

    সাগরিকা ? ধুয়ে মুছে গেছে কবে

    এখন বাতিল চেপ্টার

    তথাপি নেটিভ ইংরেজিতে

    গল্পদিদি এখনো

    মুছে যাওয়া গল্প শোনায়

    ক্ষতিকি

    পেশাদারি কিছু ডলার কিংবা পাউন্ড

    টঙ্কার ঝুলিতে এসে যায়

    দৈবাৎ কিছু খুচরো এওয়ার্ড

    বিদেশ-বিভূঁইয়ে ...

    একটু নামকামএই আরকি ...

     

    কবির মাথা নষ্ট হয়েছে নিশ্চয়ই

    এই কথাগুলো বৃষ্টির সাথে যায়না

    দুঃখিত পাঠক সমাজ

    ক্ষমা চাই

    আমি কবিতার ক্যানভাসে ভুল করে

    অপ্রাসঙ্গিক কিছু ছাপচিত্র এঁকে ফেলেছি

    ডলার শপের সস্তা এক্রিলিক পেইন্টে 

    কী আর করা

    আমাদের এক চিন্তার ঘরে

    ভিন্নচিন্তার ঘুনপোকার

    অনাধিকার চর্চা

     

    যাক ফিরে আসা যাক

    বৃষ্টির পংক্তিমালায়

    আজ পরবাস প্রবাসে

    হীম থেকে হীম হয়ে যাওয়া

    শীত বৃষ্টি নেমেছে

    জনপদ জল থৈ থৈ

    শহরের প্রধান সড়ক

    বাঙলো-বাড়ির ছাদ

    তুষারের পদচিহ্ন ধরে রেখেছে বুকে

    আমার চোখ

    ডুকরে কেঁদে ওঠে  থেকে থেকে

    লোনাজলে কপোল ভিজেছে 

     

    আর ঐখানে বাংলায়

    বর্ষা-জল পড়েপাতা নড়ে ...

    আমার ফেলে আসা

    শৈশব

    কৈশোর

    যৌবন

    ভিজে বৃষ্টি-জলে

     

    আর এইখানে ফেলে আসা

    কবেকার  শ্রাবন ধারার অবগাহনে

    জাবর কাটতে কাটতে

    আমি কাঁদি

    একাএকা

    নিঃশব্দ নীরবে

     

    এখন বার্ধক্য

    এখন  ক্ষয়িষ্ণু সময় 

    তাপ বিকিরণ থেকে উৎপন্ন উত্তাপ ...

    কয়লার চুল্লি খুঁড়ে

    কে আজ

    ছাই লেপে দিলো

    আমার সমস্ত আকাশ জুড়ে ?

    একটি গ্রামোফন যন্ত্র

    ক্রমশ: হারিয়ে যাচ্ছে

    বুকে ব্যাথা বাজে

    শুনি একটি সভ্যতার বিলুপ্তি-ধ্বনি

    বাতিল চেপ্টার

    বৃষ্টি প্রহরে কড়ই ভাজা খেতে খেতে

    ধোঁয়া ওঠানোঘনো মালাইয়ের চায়ে

    ঠোঁট ভেজাতে ভেজাতে

    গল্পদিদির কাছ থেকে

    নেটিভ ইংরেজিতে গল্প শুনি

    শুনি একটি ভাঙা রেকর্ডের কান্না 

     http://www.alokrekha.com

    11 comments:

    1. দীপঙ্কর দত্তMarch 10, 2021 at 4:33 PM

      একটি ভাঙা রেকর্ডের কান্না উচ্চ মার্গীয় কবিতা। কবি মেহরাব রহমান মনের তুলিতে ইচ্ছেমত রঙের আঁচড় কেটেছেন। দীর্ঘ কবিতা। অথচ পড়তে কোথাও বিচ্যুতি ঘটেনি। খুব ভালো লাগলো। শুভ কামনা কবি।

      ReplyDelete
      Replies
      1. অশেষ কৃতজ্ঞতা দাদা

        Delete
      2. দীপঙ্কর দত্তMarch 10, 2021 at 5:51 PM

        মেহরাব রহমানের কবিতায় মন্তব্য করতে খুব ভালো লাগে। উনি আমাদের লেখাকে মান্যতা দান করেন ও তার উত্তর দেন। এতো বড় কবি তিনি তাও আমার মত সাধারণ পাঠককে ধন্যবাদ জ্ঞেপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা

        Delete
    2. কবীর রায়হানMarch 10, 2021 at 5:42 PM

      কবি মেহরাব রহমান-এর একটি ভাঙা রেকর্ডের কান্না নিরীক্ষা ধর্মী দীর্ঘ কবিতা। পড়তে খুব ভালো লাগলো। কখনো অভিমানে অভিমানে গোমড়া মুখ আবার সাগরিকার অথবা গল্প দিদির কল্প কাহিনী শোনা কবিতাকে অন্য মাত্রা দান করেছে। অনেক অনেক ধন্যবাদ এমন একখানি কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকবেন কবি।

      ReplyDelete
      Replies
      1. চমৎকার মন্তব্যর জন্য অশেষ কৃতজ্ঞতা

        Delete
    3. শফিক রায়হানMarch 10, 2021 at 7:00 PM

      মেহরাব রহমানের "একটি ভাঙা রেকর্ডের কান্না" আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি । ভালো থাকবেন।

      ReplyDelete
    4. মিতা রহমানMarch 10, 2021 at 10:10 PM

      মেহরাব রহমানের "একটি ভাঙা রেকর্ডের কান্না" অনিন্দ্য এক খানা কবিতা।খুব ভালো লাগলো। ভালো থাকবেন কবি।

      ReplyDelete
    5. কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ