আগাছা
হাফিজ ইফতেখার
এই বাগানে ফুলের চেয়ে আগাছা বেশি
তাই কি আগাছা সব ফেলে দিতে হবে ?
কেন পাবে না ওরা এই বাগানে
বেঁচে থাকার সম অধিকার
ঠিক যেন সমাজের মতো
নামি দামি সমাদৃত যারা ,
যত সেবা আর যত্ন
শুধু যেন তাদেরই জন্য 
আসে পাশের বস্তি যত
সব যেন আগাছার মত। 
উপড়ে ফেলার অপেক্ষায়
তাই ইচ্ছে হয় আজ
করি আগাছার বাগান 
তার মাঝে ঝাঁকে ঝাঁকে গোত্রহীন  বনফুল। 
নাইবা রইলো সেথায় গোলাপ,জবা, হাস্নাহেনা
অথবা আরো যত সমাদৃত ফুল

 





 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 






 
 
 
 
 
 
আগাছা কবিতায় কবি হাফিজ ইফতেখার সাবলীল সরল ভাষায় জীবনের বাস্তবতা কে তুলে ধরেছেন। আমাদের সমাজেও যারা নাম গোত্রহীন তারা নিকৃষ্ট অপাংতেয়। এই কবিতায় তাই ফুটে উঠেছে। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteএত সাধারণ কোথায় যে অসাধারণ এক বিষয় উপস্থাপন করা যায় কবি হাফিজ ইফতেখারের আগাছা কবিতা তার প্রমান। জীবন ও জীবনধারার প্রতিচ্ছবি। খুব ভালো লাগলো কবিতাখানি। ভালো থাকবেন।
ReplyDeleteকবি হাফিজ ইফতেখারের আগাছা কবিতাটা পড়ে খুব ভালো লাগলো।
ReplyDelete