আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু *** মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু *** মেহরাব রহমান



    অনুর ভিতর পরমাণু
    মেহরাব রহমান
    কাব্যগ্রন্থ : নীল বিষ নীল অজগর 

    হেমন্তের নবীন কুয়াশা মাড়িয়ে হাঁটি
    অচেনা বৈদেশ মাটি I
    হঠাৎ চমকে উঠি
    ভোরের কাক ডাকে ;
    কা-কা-কা কা-কা-কা
    সানি ধাপা মাগা রেসা
    বিষাদ কণ্ঠস্বর অনেকটা খাদে ;
    বুকের কিনারে জাগে ভূমিকম্প-বিস্ময় ;
    ঝোড়ো হাওয়া বয় ; আগ্নেয়গিরি-কম্পন I
    বিমূর্ত কালো কাকটা মূর্ত হয় মুহূর্তে
    কা-কা-কা কা-কা-কা l
    উড়ে যায় এক গাছ থেকে অন্য গাছে 
    পরদেশ থেকে
    যাপিত জীবনের জাহাজ ভিড়ে
    স্বদেশের বন্দরে l
    আহা সেই শীতের সকাল,
    ভোরের আনন্দকাক আমার পরম বন্ধু
    আমার শৈশব, কৈশোর. যৌবন
    সেই নন্দিত হাওয়া উড়ে উজানে l
    সোনারং ধুলো উড়ে ;
    তরুণ ঢাকার বুকের
    উপর দিয়ে দৌড়ে চলে ঘোড়ার গাড়ি l
    ঘোড়ার খুরের শব্দ
    খটাং খটাং খট 
    খটাং খটাং খট 
    আজও যেকোনও নিভৃত সন্ধ্যায়
    কিংবা একান্ত দিবালোকে  
    রোমাঞ্চ জাগায় অন্তর্মহলে l
    নগরায়ন, বিশ্বায়ন কেড়ে নিয়ে গেছে সব
    ঘষা কাচের ওপারে; দূরে বহু দূরে l
    আমাদের পায়ে পায়ে বেড়ি l
    শৃঙ্খলিত সবাই নিয়মের,
    ধর্মীয় অনুশাসনের কাছে l
    কতবার কারাগার ভেঙে
    উড়তে চেয়েছি মুক্ত আকাশে ;
    ডানা ভেঙে বারবার পড়ে গেছি ভূমিতে I
    একদিন নিশ্চয়ই ভরা পূর্ণিমায়
    নীলজোসনায় নীলাভ রাত্রিতে
    অথবা উজ্জ্বল সূর্যদিনে
    রূপবতী রুপালি আলোর ঝর্ণায়
    ফিরে যাবো নতজানু হয়ে
    চির চেনা উৎসে আমার ;
    শূন্যে-শূন্যে-শূন্যে-মহাশূন্যে I


     http://www.alokrekha.com

    4 comments:

    1. রেহান সোবহানDecember 22, 2022 at 5:47 PM

      কবি মেহবার রহমানের কবিতা সব সময় ভিন্ন ধর্মী। অনুর ভিতর পরমাণু কবিতা পরে খুব ভালো লাগলো। বিদেশ ও দেশের যে চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    2. মিতা চৌধুরীDecember 22, 2022 at 5:50 PM

      কবি মেহবার রহমানের অনুর ভিতর পরমাণু কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    3. মোহন সিরাজীDecember 22, 2022 at 6:01 PM

      কবি মেহবার রহমানের "অনুর ভিতর পরমাণু " পড়ে খুব ভালো লাগলো।অনন্য উপমা ও শব্দের প্রয়োগ কবিতাকে ভিন্ন মাত্রা দান করেছে। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    4. মিতা কাদেরDecember 22, 2022 at 6:21 PM

      কবি মেহবার রহমানের "অনুর ভিতর পরমাণু " পড়ে খুব ভালো লাগলো।যাপিত জীবনের চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়।অনন্য উপমা ও উপযুক্ত শব্দাবলী কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ