আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবিতা কন্যা]---------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবিতা কন্যা]---------- মেহরাব রহমান




    নুতন কবিতা
    নুতন ধারা

    ১ ডিসেম্বর, ২২০২ ইং
    টরন্টো

    কবিতা কন্যা
    মেহরাব রহমান 

    জমকালো ঝর্ণা ধারা…
    আজ  শ্রাবণের প্লাবনে 
    পরিপূর্ণ আকাশ 
    এ তাঁর প্রকাশের স্বাধীনতা 
    অপূর্ব নীলিমায় আঁকা 
    প্রতিদিনের সূর্য-চেতনা
    বিস্ময়কর রচনা 
    ভালোবাসা উন্মাদ
    উত্তাল সমুদ্দুর 
    উগ্র উনুন জ্বলে
                            উষ্ণ অবতলে 
    নবনিতার নাসিকা-অগ্র কাঁপে
    অদ্ভুত নির্বাচিত আদর ঝাঁপে 
    নাসারন্ধ্র ফুলে ফুলে উঠে
    দুলে উঠে বন্ধ ঘরে
                                অন্ধ আবেগ
    উত্তেজনা …
    উত্তপ্ত আগুন অনুরাগ
    উত্তেজিত দিগম্বর নাক ফুল
    যেন উড়ন্ত-দুরন্ত
    বৈশাখী আমের মুকুল 
    দুর্ধর্ষ-দুষ্টু হাওয়া
    বসন্ত ব্যাকুল চাওয়া
    জাগে জাগে
    জৈবিক যৌবনীক আশা এবং 
                                         অব্যর্থ ভালোবাসা
    দেহতত্বের পাতা উল্টাতে উল্টাতে
    বাউল উত্তরীয় হাওয়া
    চাওয়া না চাওয়ার ঠিক মধ্যিখানে 
    এক মূর্খ বাউন্ডুলে 
    বৈরাগী ক্রমে ক্রমে রূপান্তরিত 
    তলোস্তয়ের "যুদ্ধ ও শান্তি" 
    দীর্ঘ উপন্যাসে 
    উচ্চমার্গীয় সাধনায় 

    বোঝোনা হে বোকাসোকা
    ভোলাভালা…  ভোলানাথ
    জনগণ জনতা
    এই ভুবনের বাসিন্দা 
    এইযে মৃত্তিকার 
    ধুলোবালি কাঁদামাটি মাখা
    ভেজা ভেজা জীবন 
    এ আসলে পরম উপাসনা 
    যখন এইসব প্রশান্ত
    প্রানবন্ত মনে হয়
    মনে হয় যৌক্তিক আনন্দ-উৎপাদক 
    তখনইকি বাঁধনহীন
    আলুথালু  বক্ষবন্ধনী 
    অথবা পাতলুন পায়জামায় 
    পরম প্রার্থনার অহিংস
    আগ্রাসন চিহ্ন আঁকা হয়
    এভাবেই হয়তো জয়জয়কার
    ভালোবাসার জয় 
    তখন পুরুষের
    পৌরষ কাঁপে অন্ধ বিশ্বাসে 
    লজ্জাহীন ঝড়ে 
    জ্বলন্ত উনুনে পুড়তে পুড়তে
    পুড়তে পুড়তে 
    টগবগে ফুটন্ত অক্ষয়
    জলের অবক্ষয়
    দৈনিকে সংবাদ রটে 
    এরকম ঘটনার মত
    অঘটন কিছু কিছু ঘটে
    স্রোতের বিপরীতে স্রোত
    উজানে- ভাটির টান
    দুজনা দুজনাকে
    টানে গোপন  নির্জন বিসর্জনে 
    বীভৎস আনন্দ ঝড়
    বয়ে যায় বৈভব দেহ ও মনে
    বলোতো তা না হলে
    কী করে হবে অব্যয় 
     অক্ষয় বিমূর্ত প্রেম? 
    তারপর ঝোলানো হবে
    আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে 
    বহু মূল্যবান বাঁধানো ফ্রেম 

    এই সবের কোনো ব্যাখ্যা নাই
    ব্যাবচ্ছেদ নাই
    বিশ্লেষণ করা বৃথা 
    চাই চাই
    শুধু চাই তাই 
    জাগুক হঠাৎ বিস্ফোরণ
    অরণ্য রোমন্থন 
    অতঃপর 
    কাঁটাছেঁড়া লাশের মত
    মুখ গুঁজে পড়ে থাক মর্গে
    সূর্য-সূচনা
    উগ্র উনুন
    দিগম্বর নাক ফুল
    আমের মুকুল
    উন্মাদনার উত্তাল সমুদ্দুর 
            জৈবিক আশা নিরাশা
                       এবং 
              অব্যর্থ ভালোবাসা


     http://www.alokrekha.com

    11 comments:

    1. সুদীপ্ত ব্যানার্জিJanuary 14, 2023 at 6:24 PM

      কবিতা কন্যা পড়ে খুবই ভালো লাগলো। মেহরাব রহমান প্রেমের চিত্র অঙ্কন করেছে তা প্রশংসনীয়। অনেক অনেক শুভ কামনা।

      ReplyDelete
    2. মোহন সিরাজীJanuary 14, 2023 at 6:32 PM

      কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো। বরাবরের মত অনন্য উপমা ও শব্দের প্রয়োগ কবিতাকে ভিন্ন মাত্রা দান করেছে। বিমূর্ত প্রেম মূর্ত হয়ে ধরা দিয়েছে তাঁর কবিতায়। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    3. মিতা কাদেরJanuary 14, 2023 at 6:36 PM

      কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো।প্রেমের যে চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়।অনন্য উপমা ও উপযুক্ত শব্দাবলী কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। অনেক অনেক শুভ কামনা।

      ReplyDelete
    4. কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো।প্রেমের যে চিত্র তুলে ধরেছেন তা প্রশংসনীয়।অনন্য উপমা ও উপযুক্ত শব্দাবলী কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। বরাবরের মত অনন্য উপমা ও শব্দের প্রয়োগ কবিতাকে ভিন্ন মাত্রা দান করেছে। বিমূর্ত প্রেম মূর্ত হয়ে ধরা দিয়েছে তাঁর কবিতায়। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    5. মিতালী মুখার্জিJanuary 14, 2023 at 9:05 PM

      কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো। জমকালো ঝর্ণা ধারা…শ্রাবণের প্লাবনে পরিপূর্ণ আকাশ অপূর্ব নীলিমায় আঁকা প্রতিদিনের সূর্য-চেতনা ভালোবাসা উন্মাদ উত্তাল সমুদ্দুর সব মিলিয়ে বিস্ময়কর রচনা।অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    6. কবি মেহরাব রহমানের যত কবিতা পড়েছি এই কবিতা সব থেকে ভালো লেগেছে। কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" এ প্রেমের যে আবেগ এই কবিতায় প্রতিফলিত হয়েছে তা সত্যিই অনবদ্য। উচ্চ মার্গীয় প্রেম যেখানে নবনিতার নাসিকা-অগ্র কাঁপে উগ্র উনুন জ্বলে নাসারন্ধ্র ফুলে ফুলে উঠে যেমন বাস্তব তেমনি দেহতত্বের বাউল উত্তরীয় হাওয়া উঠে এসেছে। অপূর্ব এক লেখা কবিতা। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    7. কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো। কবি নিরীক্ষাধর্মী লেখা লেখেন। তাঁর লেখার বড় ভক্ত আমি। শব্দের জাদুতে তাঁর লেখা অনবদ্য হয়ে ওঠে। এই কবিতায় তিঁনি যে উপমা ব্যবহার করেছেন তা অপূর্ব এক খানি রচনায় এসে দাঁড়িয়েছে। প্রমিত শব্দের প্রয়োগে প্রেমের যে অপরূপ রূপ তুলে ধরেছেন তা অনন্য। ভালো থাকবেন। আরো ভালো লিখুন। অনেক অনেক শুভ কামনা।

      ReplyDelete
    8. ওসমান সাদিকJanuary 15, 2023 at 2:50 PM

      কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" পড়ে খুব ভালো লাগলো। আমি কবির একজন বড় ভক্ত। ওনার লেখার মধ্যে আধুনিকতা পাওয়া যায় -অনেক পরীক্ষা নিরীক্ষা করে লেখেন তা কবিতার মধ্যে ফুটে ওঠে। নিয়ম সাদৃশ্য লেখা তার। শব্দে ও কথায় ছন্দবদ্ধ কবিতা তার। খুব ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর।

      ReplyDelete
    9. মেহরান সোবহানJanuary 15, 2023 at 3:13 PM

      কবি মেহবার রহমানের "কবিতা কন্যা" খুব ভালো লাগলো। আমি তার কবিতার ভক্ত। প্রেমের কবিতা ,মিলনের কবিতা যে মার্জিত ও উচ্চ মার্গীয় ভাবে লেখা যায় তার কবিতাই প্রমান পাওয়া যায়। স্থুল শব্দের প্রয়োগেই প্রেমের কবিতা লেখা আজকাল একটা ফ্যাশন। কিন্তু কবি মেহরাব রহমানের কবিতা সেই থেকে অনেক উচ্চতর। যারা মনে করেন কতগুলো স্থুল ও অশ্লীল শব্দে আধুনিক কবিতা হয় তাদের কবি মেহরাব রহমানের কবিতা বেশি করে পড়া উচিত। আলোকরেখাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকবেন কবি। শুভ কামনা।

      ReplyDelete
    10. আমি কবি মেহরাব রহমানের একজন ভক্ত ! তাঁর কবিতায় আমি একজন সতত প্রবাহমান নদীতে নৌকা ভাসানো মাঝিকে দেখি! যিনি জীবনের নদীতে নৌকা বাইতে বাইতে চরম সততায় শুদ্ধ ব্যঞ্জনায় বর্ণনা করে চলেন নদীর ওপর-নীচ আর এর দু-তীরের ভাঙা-গড়ার উপখ্যান! তাঁর কবিতায় কবি মেহরাব রহমান উন্মোচিত করেন নিজেকে নির্ভেজাল! আর এই সবকিছু তিনি করেন অত্যন্ত মুন্সীয়ানার সাথে! তাঁর শব্দ চয়ন ও বাক্য বিন্যাস এবং বিষয় বর্ণনায় একটা ছন্দ সব কবিতায় যেন মেরুদন্ড হিসেবে কাজ করে।  আর এর ফলে কবিতার বাঙময়তা পায় ঋজুতা!

      কবি মেহরাব রহমানের এবারের কবিতা "কবিতা কন্যা" আমার কাছে তাঁর এযাবৎকাল যাপিত জীবনের নির্যাস বলে প্রতীয়মান হয়েছে ! কবিতাটি পড়ার সময় আমি যে ছবিটা দেখেছি সেটা হোলো, কবি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাঁর নিজের সবকিছু নিরিখ করছেন আর অবলীলায় উদ্বাহু বলে যাচ্ছেন স-ব গোপন অর্জন ! !

      ReplyDelete
    11. আশরাফ আপনার মন্তব্য আমার প্রবীণ কবিতা বৃক্ষকে ভীষণভাবে আনন্দলিত করে
      অতুলনীয় ব্যাবচ্ছেদ
      দারুন বলেছেন " সবকিছু তিনি করেন অত্যন্ত মুন্সীয়ানার সাথে! "
      আমি একজন নিবেদিতপ্রাণ কবিতা শ্রমিক
      বর্গা চাষার উপযুক্ত মূল্যায়ন করেছেন
      অশেষ কৃতজ্ঞতা
      পুরো মন্তব্য আর একটি নুতন কবিতা

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ