আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আয়নায় হিরণ্ময়ী মুখ ---মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আয়নায় হিরণ্ময়ী মুখ ---মেহরাব রহমান



    আয়নায় হিরণ্ময়ী মুখ 

    মেহরাব রহমান

      যে

    ঐখানে 

    চোখ 

    পরিশ্রান্তপ্রশান্তসুন্দর

     ঐখানে এই মেঘ 

    মাতাল-মুগ্ধ-ঝড়

    দামামা বাজে

    ঢোল বাজে

    বাজে টাক -ডুম টাক -ডুম 

    ঢোল বাজে

    দূর বালুচর

    ঢাকের শব্দ 

    দগ্ধ বেলাভূম

    রুদ্ধ দুয়ারবন্ধ হৃদয়  …

    অলস প্রেম 

    মাঝে মাঝে পাথর জীবন 

    তবে এইমাত্র মুক্ত আমি

    উড়ন্তছুটন্ত বালিহাঁস

     

    জেগেছে অরণ্য-উন্মাদ 

    বন্য ভালবাসা 

    লোকে মন্দ বলে বলুক

    গালি দেয় দিক

    দিকভ্রষ্ট নই

    নই আমি ক্ষুব্ধ 

    সাগর তীরে দাঁড়িয়ে

    চোখ রাখি বায়োস্কোপে  :

    অনুপ্রবেশ ঘটে 

    পর্দায় ভাসে 

    অভিনব এক চিত্রকল্পঃ 

     

    নীল বাঁকা জল

    খেলা করে 

    পূর্ণচাঁদ রাত

    রং তামাশার খেলা

    নদীর জল বাঁক 

    ফেরাতে ফেরাতেই 

    নানা রং 

    জল তরঙ্গ

    অলৌকিক উচ্ছাস 

    বিচিত্র ঢঙের খেলা

    খেলার ছলে খেলতেই রংবাজসৌখিনসমুজ্জ্বলসমুদ্র বন্দর

     

    যে 

    ঐখানে

    চোখ 

    দর্পণে বিম্বিত

    পোড়ায়জ্বালায় খুব …  

    উহখুব পোড়ায় 

     কে জানে ? কাহার চাহনি

    কোন নিষিদ্ধ নির্বাক কাহিনী

    তবে কি আমি যার দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম

    এই সেই মেয়ে

    হৃদযমুনায় খরস্রোতা ধেয়ে চলে সে 

    তাইকি এইখানে ভিনগোলার্ধে আমি এতটা তৃষ্ণার্ত

    আমার দুর্ধর্ষ  দুষ্টু চোখ এতটা চন্দ্রভুক ?

      

    জেনে রাখো ইতিহাস

    আর কেউ নই আমি 

    জানি আমি আর জানে অন্তর্যামী 

    যাত্রাপালার ক্ষুধার্ত এক  অধিকারি 

    অসম্ভব তৃষ্ণা নিয়ে এক  অরণ্যচারী

    যেন ঘুমের ঘোরে 

    ঐশিক সপ্ন ভাণ্ডার চাওয়া 

     

    এখানে দাঁড়িয়ে এইমাত্র শুনছি

    কোন দূর নগরে  বাজে 

    নুপুর নিক্কন

    রিনিঝিনি রিনিঝিনি  

    ঝন্  ঝন্  ঝন্ চমকিত গুঞ্জন 

    ঢিপ্  ঢিপ্ ঢিপ্

    ঝিক্ ঝিক্ ঝিক্

    নৃত্যের তালে তালে চলমান

    ভ্রাম্যমাণ হৃদপিন্ড 

    নিলয় গভিরে 

    অহর্নিশি নিশিডাক

    ডাক দেয়আয় আয় আয় 

     

    চেনা পথ তবুও হারাই পথ

    দেখি  আগুন উৎসব 

    পূর্ণিমায় আলোর ঝরনার কলরব 

    যদিও আজন্ম মাতাল আমি 

    ভুলেও কখনো অমাবশ্যার 

    তরল গরল অন্ধকার পান করি না 

    শ্রাবণে প্লাবনে  চন্দ্রমল্লিকা শিকার করি 

    দিবস-রজনী সোনার হরিণীর পেছনে ছুটি 

    সব বাধা বিঘ্ন টুটি 

    চেপে ধরি লাল মরগের ঝুঁটি 

    জানি একদিন সময় আসবেই হাতের মুঠোয় 

     

    দুর দ্রাঘিমা থেকে ভেসে আসা ফজরের আযানের ধ্বনি 

    রাগ সিন্ধু ভৈরবী শুনি 

    মধুর মিনতি মনমন্দিরেবাজে কাঁসর ঘণ্টা 

    এই শুনে শুনে অংকের সংখ্যাতত্ত গুনে গুনে 

    কবিতার তাঁতি নিরাভরন স্বপ্নজাল বুনি 

    সোনার তন্তুতে কবিতার বয়ন যন্ত্রে 

    তাঁত বুনতে বুনতেই কখন যেন

    নিজেকে হারাই

    অজানা দ্বীপের বালুহীন বালুচরে 

    বিজ্ঞানমনস্ক পার্থিব জগতের

    এক অবাক পুরুষ

    পৌরষের পরিপূর্ণ দর্পণে দেখি

    এক রহস্য-রূপঙ্কর নারী 

     

    হে মোহময় মায়াবতী রমণীকুল 

     নমস্য তোমরা

     ক্ষমা করো যদি হয় ভুল 

    তোমাদের ক্লান্তশান্ত

    অবগুন্ঠনে ঢাকা মুখ …   খুব ভালোবাসি

    যাবার আগে কাঁধের

    বিমুর্ত ঝোলায় ঝুলিয়েছি 

    বিম্বিতো আয়নার হিরন্ময়ী ঐসব মুখ

    এবং 

    নির্বাক নীলজলতৃষ্ণাগুঞ্জননুপুর-নিক্কনঅবগুণ্ঠন

    ইত্তাকার শব্দাবলি 

    আমি বিস্ময়ের মত 

    দুরারোগ্য ব্যাধি আক্রান্ত 

    অদ্ভুত এক প্রাণী

    মেঘের ভেলায় বিছানা পেতেছি

    স্বপ্ন খচিত চাদরে শুয়ে

    ভেসে চলেছি অনন্ত লোকের অন্তহীন 

    নির্বাচিত গন্তব্যের

    শেষ ঠিকানায় 


    http://www.alokrekha.com

    6 comments:

    1. মোহন সিরাজীAugust 26, 2023 at 3:32 PM

      কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ একটি ভিন্ন ধর্মী কবিতা।গতানুগতিক ধারাকে ভেঙে নতুন এক সৃষ্ট কবিতা। আমি বরাবরই কবির ভক্ত। আলোকরেখায় প্রকাশিত কোন লেখাই আমার বাদ যায়নি। দেরীতে হলেও এমন একখানি অনবদ্য কবিতা প্রকাশের জন্য আলোকরেখাকে ধন্যবাদ। কবিকে অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    2. ড: অজিত গুহAugust 26, 2023 at 5:59 PM

      কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ অনন্য কবিতা। কবি তাঁর কবিতায় যে আবহ সৃষ্টি করেছেন তা প্রশংসনীয়। এখানে প্রেম ও পূজার যে সংমিশ্রণ ঘটেছে তা সত্যিই উপভোগ্য। আমি আগেও লিখেছি যে কবি মেহরাব রহমান কবিতা নিরীক্ষাধর্মী।তিনি কবিতা নিয়ে খেলা করেন যা এক বিমূর্ত রূপধারণ করে। তিনি আমার খুব পছন্দের কবি। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    3. রায়হান সোবহানAugust 27, 2023 at 1:03 AM

      কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ অনন্য কবিতা। কবি তাঁর কবিতায় বুনন করেছেন এক অনবদ্য বিষয়। "মেঘ মাতাল-মুগ্ধ-ঝড় ঢোল বাজে দামামা বাজে দূর বালুচর রুদ্ধ দুয়ার …বন্ধ হৃদয় মাঝে মাঝে পাথর জীবন তবে এইমাত্র মুক্ত আমি " এখানেই কবির সার্থকতা। নিরীক্ষাধর্মী কবিতা কিন্তু জীবনের কাছাকাছি। খুব ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন কবি। আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিন।

      ReplyDelete
    4. মিতালি মুখার্জিAugust 27, 2023 at 1:24 AM

      কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ অনন্য কবিতা। কবি তাঁর কবিতায় তিনি একজন তাঁতি। তার কথা মালা আর অধ্যাত্ববাদ মানব প্রেম দিয়ে রচনা করেছেন কবিতা খানি। খুব ভালো লেগেছে। শুভ কামনা।

      ReplyDelete
    5. বীরেন গোস্বামীAugust 27, 2023 at 2:39 PM

      কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ অনবদ্য এক কবিতা।খুব ভালো লাগলো। আবহ ,প্রকৃতি। ঈশ্বর কবিতার তাঁতী ,প্রেমের ,যাপিত জীবন ,মানব প্রেম ,অধ্যাত্ব প্রেমের, খন্ড খন্ড চিত্র , প্রেমের উপমা ,মানব প্রেমে ঈশ্বরের ডাক সকল কিছু কবি অত্যন্ত মুন্সিয়ানার সাথে অংকিত করেছেন। খুব সুন্দর -খুব সুন্দর। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    6. কবি মেহরাব রহমানের আয়নায় হিরণ্ময়ী মুখ অনবদ্য একখানি কবিতা পড়ে খুব ভালো লাগলো। মানব জীবনের সবকিছু তুলে ধরেছেন কবি। পূজা ও প্রেম মিলে একাকার হয়েছে যা কবির পারদর্শিতা প্রমান করে। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ