আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও পাঠকদের বিশেষ অনুরোধে কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা প্রকাশ করা হলো। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    পাঠকদের বিশেষ অনুরোধে কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা প্রকাশ করা হলো।

     দু'হাজার চব্বিশ এবং অতঃপর!
    - সুনিকেত চৌধুরী 
     
    রেখেছি প্রস্তুত করে 
    খাতা-কালি-কলম
    একটা নতুন (কিংবা পুরানো) প্রেমের কাহিনী 
    রচনা করবোই এবার! 
    উজ্জীবিত আনন্দে 
    শর্তহীন আকাঙ্খায় 
    মেলে ধরা পেখমের ভারশূন্যতায়  
    অতলান্ত নীলে হয়ে যাবো লীন!
    দু'হাজার চব্বিশ এবং অতঃপর!

    এই এখন! 
    - সুনিকেত চৌধুরী 

    আমার বিমোহিত অস্তিত্বে তোমাকে ধারণ করে 
    দিগন্তে লীন হয়ে যাওয়ার মত সহজ কাজটা ছেড়ে  
    কেন আমি নেবো কটাক্ষ তোমার? 
    তড়িৎ গতিতে অস্তিত্ত্বহীন হবার সাধনায় মগ্ন যত ঋষি-মুনি 
    তাঁদের আখড়ায় গিয়ে রুদ্রাক্ষের মালা দিয়েছি গলায় তাই! 
    আকাঙ্খার চিতাভস্ম গায়ে মেখে অনির্বান অপেক্ষায় 
    অনন্ত বর্তমান আমার নিবাস এখন - এই এখন!

    http://www.alokrekha.com

    6 comments:

    1. কাজী শহীদFebruary 24, 2024 at 7:00 PM

      আলোকরেখার সানজিদা রুমিকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা অনেক বড় প্রাপ্তি।কবিতা পরে যার পর নেই ভালো লাগলো। বরাবরের মতই তার কলমে শব্দগুলো কবিতায় রূপ নিয়েছে। মনের কথা বলে। খুব সুন্দর। ভালো থাকবেন কবি। শুভেচ্ছা নিরন্তর।

      ReplyDelete
    2. মিতালি মুখার্জিFebruary 24, 2024 at 7:07 PM

      আলোকরেখাকে অনেক ধন্যবাদ। আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা পেয়ে অত্যন্ত আনন্দিত। বার বার পড়ছি তবুও মন ভোরে না। একই কবির দুটি কবিতা ভিন্ন মাত্রার। অনন্য।

      ReplyDelete
    3. অনেক ধন্যবাদ আলোকরেখাকে। প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা পেয়ে বিশেষ ভাবে প্রীত । বার বার পড়ছি খুব ভালো লাগছে। কবি তার কবিতায় অনুভতি নিয়ে খেলা করেন এই দুটি কবিতাও তার ব্যতিক্রম নয়। একটি আশা ব্যঞ্জক তো অপরটি অভিমান মিশ্রিত। এখানেই কবির সার্থকতা। ভালো থাকবেন শুভ কামনা কবি।

      ReplyDelete
    4. অসীম সাহাFebruary 24, 2024 at 7:56 PM

      প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা পেয়ে আনন্দিত আমি আর আলোকরেখার পাঠকেরা । কবি সুনিকেতের কবিতা ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে তার উপস্থাপনা। অনেক কঠিন শব্দ ব্যবহার করে মুন্সিয়ানা ঝাড়ার চেষ্টা করেন না। আটপৌরে ভাষায় তিনি কবিতা লেখেন এবং কবিতার সাথে তিনি যথার্থ সুবিচার করেন। এখানেই কবির সার্থকতা। শুভ কামনা কবি। অনেক ধন্যবাদ আলোকরেখা।

      ReplyDelete
    5. মোহন সিরাজীFebruary 24, 2024 at 8:05 PM

      প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা পেয়ে আমি পরিতুষ্ট। কবি পাঠকের যেন মননের আরশি। তাঁর প্রতিটি কবিতা মনের কথা বলে। আমি কবি অসীম সাহার সাথে একাত্মতা পোষণ করে বলছি অনেক শক্ত শক্ত শব্দ দিয়ে ভালো কবিতা হয় না। কবিতায় পাঠকের ভালো লাগা ও অনুবদ্ধতার বিষয় খুব প্রয়োজনীয়। এই দুটি কবিতায় তা প্রত্যক্ষ করতে পারি। অনেক অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
    6. দেবব্রত গোস্বামীFebruary 24, 2024 at 8:26 PM

      প্রিয় কবি সুনিকেত চৌধুরীর যুগল কবিতা প্রকাশ আলোকরেখার অত্যন্ত ভালো একটা প্রয়াস। আলোকরেখাকে যেমন আমরা ভালোবাসি তেমনি ভালোবাসি কবি সুনিকেতের কবিতা। "দু'হাজার চব্বিশ এবং অতঃপর!" কবিতায় কবি যে প্রেমের কবিতা রচনার যে প্রত্যয় গ্রহণ করেছেন তা আশাবাদ ব্যক্ত করে। উজ্জীবিত আনন্দে শর্তহীন আকাঙ্খায় মেলে ধরেছেন আমাদের হৃদয়ের কথা। তেমনি "এই এখন!" কবিতায় ব্যক্ত হয়েছে অভিমানের সুর। কেন ই বা আমরা নেব কটাক্ষের সুর। তাইতো মুনি ঋষির আকাঙ্খার চিতাভস্ম গায়ে মেখে অনির্বান অপেক্ষায় অনন্ত বর্তমান আমার নিবাস এখন - এই এখন! কথা গুলো উঠে এসেছে। খুব ভালো লাগলো। আরো এইরকম ভালো ভালো কবিতা পাবার আশা নিয়ে কবি কে জানাই শুভেচ্ছা।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ