আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও ঈশাত আরা মেরুনার কবিতা---- আশরাফ আলী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    ঈশাত আরা মেরুনার কবিতা---- আশরাফ আলী




    http://www.alokrekha.com

    7 comments:

    1. রত্নাবলী দত্তJanuary 12, 2026 at 3:36 PM

      এই কবিতাটি যেন শব্দের ভেতর দিয়ে আত্মার দীর্ঘশ্বাস। প্রতিটি পঙ্‌ক্তিতে লুকিয়ে আছে না-বলা কত শত অনুভূতি, যা শুনতে শুনতে নিজের জীবনের ছায়া খুঁজে পাই। কবিতা এখানে কেবল শিল্প নয়, এক নিঃশব্দ আত্মকথন। আবৃতিকারের কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ সময়ের বুক চিরে উঠে আসে। মনে হয়, এই কবিতা কোনো একজন মানুষের নয়। এ যেন আমাদের সবার জমে থাকা ব্যথার সম্মিলিত ভাষা।ভিডিওটি দেখে মনে হলো, কবিতা এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ের গভীরে। আধুনিক জীবনের ক্লান্তি, অব্যক্ত কষ্ট আর নীরব আর্তনাদ। সবকিছুই এই কবিতায় গভীর মমতায় ধরা দিয়েছে।

      ReplyDelete
    2. মিতালী মুখোপাধ্যায়January 12, 2026 at 3:41 PM

      এটি শুধু কবিতা আবৃত্তি নয়, এটি এক ধরনের আত্মার আরাধনা। কণ্ঠের ওঠানামা, বিরতি আর উচ্চারণ সব মিলিয়ে কবিতাটি হয়ে উঠেছে জীবনের এক গভীর প্রতিচ্ছবি।এই কবিতার সৌন্দর্য তার সরলতায়, আর শক্তি তার সত্যতায়। কোনো অতিরিক্ত অলংকার ছাড়াই কবি এমনভাবে অনুভূতির পরতে পরতে হাত রেখেছেন যে, শ্রোতা হিসেবে আমরা নীরবে কেঁপে উঠি। শব্দগুলো যেন কাগজে লেখা নয়, হৃদয় থেকে রক্ত হয়ে ঝরে পড়া অনুভূতি। এই কবিতা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করে। নিজের ভেতরের কথাগুলো শুনতে। খুব ভাল লাগলো ।

      ReplyDelete
    3. ঈশাত আরা মেরুনার কবিতায় শব্দ শুধু অর্থ বহন করে না, বহন করে দীর্ঘদিন জমে থাকা মানুষের ব্যথা। আর সেই কবিতাকে যখন আবৃত্তিকার কণ্ঠে শুনি, তখন মনে হয়। এই কণ্ঠ আমারই না-বলা কথাগুলোকে উচ্চারণ করছে। কবি ও আবৃত্তিকার মিলনে কবিতাটি হয়ে উঠেছে এক গভীর আত্মস্বীকার। এই জন্য আলোকরেখাকে এত ভাল লাগে। শুধু কবিতা বা সাহিত্য নয় ।এরকম অনবদ্য বিষয় পাই ।

      ReplyDelete
    4. ইশতিয়াক আহমেদJanuary 12, 2026 at 3:54 PM

      ঈশাত আরা মেরুনার লেখায় যে নীরব আর্তনাদ, আবৃত্তিকার তা কণ্ঠের ভাঁজে ভাঁজে এমন মমতায় তুলে ধরেছেন যে, শুনতে শুনতে বুক ভারী হয়ে আসে। এটি কেবল কবিতা শোনা নয়। এ যেন নিজের ভেতরের কষ্টকে চিনে নেওয়ার মুহূর্ত। এই কবিতাটি প্রমাণ করে, ঈশাত আরা মেরুনা শব্দ দিয়ে শুধু লিখেন না, তিনি অনুভূতি নির্মাণ করেন। আর আবৃত্তিকার সেই নির্মিত অনুভূতিকে এমন সংবেদনশীলভাবে জীবন্ত করেছেন যে, কবিতা আর কাগজে বন্দী থাকে না। হৃদয়ে জায়গা করে নেয়।

      ReplyDelete
    5. মেসবাহ খালিদJanuary 12, 2026 at 4:00 PM

      কবি ঈশাত আরা মেরুনার শব্দগুলো যেন নীরব কান্না, আর আবৃত্তিকার কণ্ঠ সেই কান্নার অনুরণন। কোথাও অতিরিক্ত নাটকীয়তা নেই, তবু প্রতিটি পঙ্‌ক্তি হৃদয়ে তীব্রভাবে আঘাত করে। এটাই এই ভিডিওর সবচেয়ে বড় সৌন্দর্য। এক কথায় অনবদ্য। আলোক রেখাকে অনেক ধন্যবাদ।

      ReplyDelete
    6. শিরীন হকJanuary 12, 2026 at 4:04 PM

      আলোকরেখা অনন্য কারন এখানে এমন এমন কিছু উপস্থাপন করা হয় যা হৃদয়গ্রাহী ।এখানে ঈশাত আরা মেরুনার কবিতায় জীবনের ক্লান্তি, একাকীত্ব আর ভালোবাসার অপূর্ণতা একসঙ্গে মিশে আছে। আবৃত্তিকার কণ্ঠে সেই অনুভূতিগুলো এত গভীর হয়ে ওঠে যে, মনে হয়। এই কবিতা আমাদের সবার হয়ে কথা বলছে।এই কবিতা ও আবৃত্তি একসঙ্গে মনে করিয়ে দেয়। মানুষ ভেতরে ভেতরে কতটা ভাঙা, আর সেই ভাঙনকে কত সুন্দরভাবে প্রকাশ করা যায়। ঈশাত আরা মেরুনার গভীর কবিতা এবং আবৃত্তিকার সংবেদনশীল কণ্ঠ এই ভিডিওটিকে সত্যিই স্মরণীয় করে তুলেছে।

      ReplyDelete
    7. ডঃ অজিত রায়January 12, 2026 at 4:12 PM

      আলোকরেখা অনন্য। খুবই ভাল অনবদ্য প্রয়াস।এই কবিতাটি শোনা মানে নিজের ভেতরের সবচেয়ে নীরব জায়গাটিতে হেঁটে যাওয়া। যেখানে শব্দ নেই, অথচ অনুভূতির ভারে বুক ভেঙে আসে। কবির কণ্ঠে উচ্চারিত প্রতিটি পঙ্‌ক্তি যেন আমারই না-বলা কথাগুলোকে ভাষা দিয়েছে। কিছু কবিতা শোনা যায়, আর কিছু কবিতা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এটি নিঃসন্দেহে দ্বিতীয় শ্রেণির। এই কবিতায় কোনো অভিনয় নেই, আছে শুধুই সত্য। সেই সত্য কখনো কাঁদায়,কখনো নিঃশব্দে বসিয়ে রাখে। মনে হয়, কবি নিজের হৃদয় খুলে আমাদের সামনে রেখে দিয়েছেন—যেন আমরা সবাই সেখানে নিজের কষ্টটুকু রেখে যেতে পারি।ভিডিওটি শেষ হওয়ার পরও কবিতাটি মনে বাজতে থাকে। শব্দগুলো থেমে গেলেও অনুভূতিগুলো থামে না। খুব ভাল লাগলো। ধন্যবাদ !!!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ