আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবিতা সম্ভার --আল মাহমুদ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবিতা সম্ভার --আল মাহমুদ











    কবিতা সম্ভার --আল মাহমুদ

    অবুঝের সমীকরণ

    কবিতা বোঝে না এই বাংলার কেউ আর
    দেশের অগণ্য চাষী, চাপরাশী
    ডাক্তার উকিল মোক্তার
    পুলিস দারোগা ছাত্র অধ্যাপক সব
    কাব্যের ব্যাপারে নীরব!
    স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল
    কবিতা বোঝে না কোনো সঙ
    অভিনেত্রী নটী নারী নাটের মহল
    কার মনে কাতোটুকু রঙ?
    পাড়ার সুন্দরী রোজেনা
    সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে
    কবিতা বোঝে না!
    কবিতা বোঝে না আর বাংলার বাঘ
    কুকুর বিড়াল কালো ছাগ,
    খরগোস গিরগিটি চতুর বানর
    চক্রদার যত অজগর!

    কবিতা বোঝে না এই বাঙলার বনের হরিণী
    জঙ্গলের পশু-পাশবিনী।
    শকুনী গৃধিনী কাক শালিক চড়ুই
    ঘরে ঘরে ছুঁচো আর উই;
    বাংলার আকাশের যতেক খেচর
    কবিতা বোঝে না তারা। কবিতা বোঝে না অই
    বঙ্গোপসাগরের কতেক হাঙর!

    হারানো ছেলের গীত

    কথা বলি আমি ঝরে যায় ঝরাপাতা
    হাওয়ায় উড়ছে তোমাদের হালখাতা।
    তোমাদের সাথে ব্যবধান চিরদিন
    হিসেব নিকেশ মেলে না তো কোনো দিন।
    সামনে কেবল খোলা আছে এক পথ
    এই পথে কবে চলে গেছে সেই রথ।
    রথের মেলায় এসেছিল এক ছেলে
    বিস্ময়ভরা চোখের পাপড়ি মেলে।
    ওই সেই ছেলে হারিয়ে গিয়েছে মাঠে
    তাকে খুঁজে ফিরি হাটেবাটে ঘাটেঘাটে।
    তার চোখে জ্বলে আগামী দিনের রোদ
    পোশাকে তো তার ছিল সম্ভ্রম বোধ
    সাহসের কথা বলতো সে আগেভাগে
    এখন সে নেই বলো তো কেমন লাগে।

    রবীন্দ্রনাথ- 

    কেমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত
    নৈশব্দের মন্ত্রে যেন ডালে আর পাখিও বসে না।
    নদীগুলো দুঃখময়, নির্পতগ মাটিতে জন্মায়
    কেবল ব্যাঙের ছাতা, অন্যকোন শ্যামলতা নেই।
    বুঝি না, রবীন্দ্রনাথ কী ভেবে যে বাংলাদেশে ফের
    বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন।
    গাছ নেই নদী নেই অপুষ্পক সময় বইছে
    পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই
    শুনুন, রবীন্দ্রনাথ আপনার সমস্ত কবিতা
    আমি যদি পুঁতে রেখে দিনরাত পানি ঢালতেথাকি
    নিশ্চিত বিশ্বাস এই, একটিও উদ্ভিদ হবেনা
    আপনার বাংলাদেশ রকম নিষ্ফলা, ঠাকুর!
    অবিশ্বস্ত হাওয়া আছে, নেই কোন শব্দের দ্যোতনা,
    দুএকটা পাখি শুধু অশত্থের ডালে বসে আজও
    সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে;
    বৃষ্টিহীন বোশেখের নিঃশব্দ পঁচিশ তারিখে।

    ভর দুপুরে 

    মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে
    মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে!
    মাছের মত দেখতে কোন পাটুনি
    ভর দুপুরে খাটছে সখের খাটুনি।
    ওমা -যে কাজল বিলের বোয়ালে
    পালের দড়ি আটকে আছে চোয়ালে
    আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে,
    ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে।
    কোথায় যাবে কোন উজানে -মাঝি
    আমার কোলে খোকন নামের যে-পাজি
    হাসেছ, তারে নাও না তোমার নায়েতে
    গাঙ-শুশুকের স্বপ্নভরা গাঁয়েতে;
    সেথায় নাকি শালুক পাতার চাদরে
    জলপিপিরা ঘুমায় মহা আদরে,
    শাপলা ফুলের শীতল সবুজ পালিশে
    থাকবে খোকন ঘুমিয়ে ফুলের বালিশে।

     http://www.alokrekha.com

    2 comments:

    1. মাহমুদুর রহমানJuly 23, 2017 at 6:02 PM

      আল মাহমুদ আমাদের অনেক প্রিয় কবি। আলোকরেখাকে আন্তরিক ধন্যবাদ তাঁর কবিতা একসাথে প্রকাশ করার জন্য ।

      ReplyDelete
    2. রেজা রাইসJuly 23, 2017 at 6:19 PM

      আলোকরেখাকে আন্তরিক ধন্যবাদ স্বনাম ধন্য কবি আল মাহমুদের কবিতা একসাথে প্রকাশ করার জন্য । এই উদ্যোগকে সাধুবাদ জানাই ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ