আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু -------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু -------- মেহরাব রহমান













    অনুর ভিতর পরমাণু
    মেহরাব রহমান

    একটু একটু শীত বোধ
    একটু একটু অন্ধকার
    আনন্দ অচিরাৎ
    কি মধ্যিরাত
    কি মধ্যদুপুর
    খরায় পোড়া সুখজমিন
    বিষন্নপাহাড়
    একটু একটু প্রেম
    একটু একটু দ্বিধাচুম্বন
    এইতো যাপিত জীবন
    একটু একটু ভুল শব্দ প্রক্ষেপন
    মানবিক আদালতের
    কাঠগড়ায় নতমুখ-আসামী
    এরপর রুদ্ধদ্বার লৌহকপাট
    একটু একটু অন্তহীন অন্ধকার
    তারপর আবার সেই বিনম্র মুগ্ধ সকাল
    চায়ের টেবিল, বাতিল টোস্টারের
    পোড়খাওয়া রুটি, সদ্য ব্রিউ করা ইটালিয়ান
    বিন থেকে প্রস্তুত রঙিন পিয়ালায়
    কালো কফি
    সঙ্গে প্রাসঙ্গিক
    মানবেন্দ্রের অতুল কণ্ঠের
    নজরুল সঙ্গীত
    তখন খুব অভ্যন্তরে অনুভূত হয়
    ভাসমান নিজস্ব সৌরমণ্ডল
    সেখানে একটু একটু রোদ
    একটু একটু সিঁদুরে মেঘ
    একটু একটু অভিমান
    হঠাৎ বৃষ্টি
    একটু একটু তৃষ্ণা জল
    খরস্রোতা উন্মাদ সমুদ্দুর
    সোঁদা গন্ধময় পলিমাটি ঘর , বাবার কবর
    সেই কবে ফেলে আসা প্রেম
    অন্তর্দাহে দাহ্য অদৃশ্য ফ্রেম
    পূর্ণ চাঁদ থেকে গড়িয়ে নেমে আসে
    একটু একটু আলোর কণা
    একটু একটু জোসনা
    একটু একটু
    জমতে জমতে
    জমতে জমতে
    অফুরান জোসনা প্রপাত
    এভাবেই আলোকবর্তিকার
    অঝর ধারার সাথে
    শেষহীন ছুটে চলা

    ১৬ সেপ্টেম্বর, ২০১৮
    টরন্টো
     http://www.alokrekha.com

    10 comments:

    1. মোহন সিরাজীSeptember 22, 2018 at 6:28 PM

      দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আলোকরেখাকে ও কবি মেহরাব রহমানকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এমন এখানে কবিতা উপহার দেবার জন্য ।

      ReplyDelete
    2. জালাল মহিউদ্দিনSeptember 22, 2018 at 6:48 PM

      মেহরাব রহমানের অনুর ভিতর পরমাণু দারুন জীবন বোধের চমৎকার প্রকাশ।এখানে কবি নিত্যদিনের যাপিত সময়ের দিনমান তুলে ধরেছেন তা অনন্য।"কি মধ্যিরাত কি মধ্যদুপুর
      খরায় পোড়া সুখজমিন বিষন্নপাহাড় একটু একটু প্রেম একটু একটু দ্বিধাচুম্বনএইতো যাপিত জীবন একটু একটু ভুল শব্দ প্রক্ষেপন মানবিক আদালতের কাঠগড়ায় নতমুখ-আসামী এরপর রুদ্ধদ্বার লৌহকপাট একটু একটু অন্তহীন অন্ধকার তারপর আবার সেই বিনম্র মুগ্ধ সকাল" অপূর্ব বিষয় বস্তু ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।

      ReplyDelete
    3. মৃণাল কান্তি দেSeptember 22, 2018 at 6:59 PM

      বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবাজ্ঞান, অভিব্যক্তির ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও উপমার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি ভালো থাকুন আরো লিখুন !

      ReplyDelete
    4. অনিমেষ রায়September 22, 2018 at 7:09 PM

      কবি মেহরাব রহমানের " অনুর ভিতর পরমাণু" কবিতায় "একটু একটু আলোর কণা একটু একটু জোসনা একটু একটু জমতে জমতে জমতে জমতে অফুরান জোসনা প্রপাত এভাবেই আলোকবর্তিকার অঝর ধারার সাথে শেষহীন ছুটে চলা" কি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়ালাম। অনেক ভালোবাসা কবিকে।

      ReplyDelete
    5. আলোকরেখায় কবি মেহরাব এর কবিতা পোস্ট হয়েছে এই খবরটা তড়িৎ গতিতে ছড়িয়ে যায় পাঠকদের মাঝে ! আর সাথে সাথে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় আমার একজন প্রিয় এই কবির কবিতা ! তাঁর কবিতা পড়ে যে ভালোলাগাটা আমাকে নাড়া দেয় সেটা হলো, আমাদের দৈনন্দিন জীবন থেকে নেয়া উপমা দিয়ে আমাদের দৃষ্টিকে উন্মোচিত করে আমাদের চারিপাশে বয়ে যাওয়া আর ঘটে যাওয়া আপাতদৃষ্টিতে সাধারণ বিষয় ও ঘটনাগুলো যে সৃষ্টির মাধুর্য্যের এক একটি building block তা আমাদেরকে জানিয়ে দেয়া! আর উনি যে কথাটা বার বার বলেন তা হলো যে উনি নাকি ওপরওয়ালার করণিক ! যতই উনার নতুন নতুন কবিতা পড়ছি উনার এই কথাটা ক্রমান্বয়ে বিশ্বাস করার মত একটা মানসিক অবস্থার সৃষ্টি হচ্ছে !

      ReplyDelete
    6. ফজলুল কাদের চৌধুরীSeptember 22, 2018 at 11:13 PM

      এসেছে কবিতার বান
      লিখেছেন মেহরাব রহমান
      রেখেছেন ভাষার মান
      আবারো মেহরাব রহমান
      অনুর ভিতর পরমাণু
      পড়ে আমরা নত জানু
      শাবাশ শাবাশ লিখে যান
      আমরা জানাই আহবান
      তাই করো সবাই তার জয়গান
      মেহরাব রহমান ,মেহরাব রহমান

      ReplyDelete
      Replies
      1. সেলিম খানSeptember 23, 2018 at 12:43 AM

        বাহ মন্তব্যে ছড়া ।খুব মজার।তাইত আলক্রেখা পরতে এত ভাল লাগে -এটা হচ্ছে মুক্তাঙ্গন , জয় আলক্রেখার

        Delete
    7. কৃষ্ণা সেনSeptember 23, 2018 at 12:38 AM

      কবি মেহরাব রহমানের " অনুর ভিতর পরমাণু" কবিতায় জীবনের সৃষ্ট কার্যক্রম প্রতিফলিত হয়েছে। কবি মেহরাব রহমানের লেখার মধ্যে একধরণের মাদকতা আছে যা যা পাঠকদের আকৃষ্ট করে। কবির অনেক অনেক সফলতা কামনা করি।

      ReplyDelete
    8. শাকিলা জাফারSeptember 23, 2018 at 9:22 PM

      অনুর ভিতর পরমাণু
      মেহরাব রহমান।
      অদ্ভুত কবিতা, ইচ্ছে হয় বার বার পড়ি
      অনেক অভিনন্দন আর শুবেচ্চছা কবি

      ReplyDelete
    9. মেহরাব রহমানের 'অনুর ভিতর পরমানু' কবিতার পংতিমালা অনবদ্য সব কবিতা সৃষ্টি করে চলেছে। ছন্দের সাবলীল গতি, সহজ সরল শব্দ মালায় চিরায়ত জীবন কাহিনীকে বোধের গভীরতায় অসামান্য এক ব্যাঞ্জনা দান করেছেন এই কবিতায়। একটু একটু একটু শীত বোধ,
      একটু একটু অন্ধকার...
      একটু একটু সিঁদুরে মেঘ
      একটু একটু অভিমান! অতি চেনা কিছু শব্দ , কিছু কথামালা, কথোপকথন জীবন্ত হয়ে অসাধারন আবেদন তৈরী করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ কবিকে-এমন সুখপাঠ্য কবিতা উপহার দেয়ার জন্য। শুভকামনা !

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ