বৃষ্টিভেজা বেলীফুল সকাল।
- সুনিকেত চৌধুরী বৃষ্টিভেজা বেলীফুল সকালটা যেন সদ্য জেগেছে গভীর এক স্বপ্ন ভরা ঘুমের ওপার থেকে। চোখ মেলে সদ্য-স্নাত তোমাকে বুকের মধ্যিখানে নিয়ে আবার ঘুমিয়ে পড়ার বাসনাকে বালখিল্যতা আখ্যা দেয়া যাবে নাতো ! যাবেনাতো বলা, অনেক হয়েছে এবার ক্ষান্ত দাও, হয়েছে যে বেলা। আমার কি দোষ ? মরে যেতে এতো সুখ ভালোবেসে বলে যে দিলে তুমি করে পূরণ সমর্পনের সব ক'টা শর্ত সুনিপুন সখ্যতায়!
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী বৃষ্টিভেজা বেলীফুল সকালটা যেন সদ্য জেগেছে গভীর এক স্বপ্ন ভরা ঘুমের ওপার থেকে। চোখ মেলে সদ্য-স্নাত তোমাকে বুকের মধ্যিখানে নিয়ে আবার ঘুমিয়ে পড়ার বাসনাকে বালখিল্যতা আখ্যা দেয়া যাবে নাতো ! যাবেনাতো বলা, অনেক হয়েছে এবার ক্ষান্ত দাও, হয়েছে যে বেলা। আমার কি দোষ ? মরে যেতে এতো সুখ ভালোবেসে বলে যে দিলে তুমি করে পূরণ সমর্পনের সব ক'টা শর্ত সুনিপুন সখ্যতায়!
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী'র বৃষ্টিভেজা বেলীফুল সকাল। পড়ে সদয় স্নাত বেলিফুলের তরতাজা সুগন্ধ উপলব্ধি করতে পারছি। এমন লেখা কেবল সুনিকেত চৌধুরীই লিখতে পারেন তার কবিতায়। খুব ভালো লেগেছে কবিতাটা। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete- সুনিকেত চৌধুরী'র বৃষ্টিভেজা বেলীফুল সকাল কবিতাটা খুব ভালো লাগলো। প্রেমিকার বুকের মধ্যে যে স্বর্গের সুখ বিরাজমান তা অনন্য। কি যে ভালো কবিতাটা তা বলে বোঝাতে পারবো না। শুভ কামনা কবি।
ReplyDeleteএখন অনেক রাত। ঘুম আসছে না তাই আলোকরেখা খুলে বসলাম। তখনি সুনিকেত চৌধুরী'র বৃষ্টিভেজা বেলীফুল সকাল কবিতাটা প্রকাশিত হলো। ভালো লাগে বলেই বলি ভালো লাগে।খুব ভালো লাগলো কবিতাটা পড়ি। স্বপ্ন ভরা ঘুম থেকে উঠে বৃষ্টিভেজা বেলীফুল যেন জীবন্ত। প্রেমিকার বুকের ভেতর মুখ গুঁজে স্বর্গ সুখ অনুভব করা সকলি জীবন্ত। সত্যিই অনেক ভালো লাগলো কবি। শুভ কামনা।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র বৃষ্টিভেজা বেলীফুল সকাল কবিতাটা চলমান ছবির মত। স্বপ্ন ভরা রাট থেকে জেগে উঠে নিজেকে প্রিয়র বুকের মাঝে পাওয়া -ওখানেই স্বর্গ সুখ। বাস্তবে তাই হয় ভালোবেসে কাছে আসি ভ্যেসে যাই ভালোবাসার স্রোতে। মনে হয় এই স্রোত চলুক আজীবন। ক্ষান্ত না হয় যেন। খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা ভালোবাসার কবি।
ReplyDelete