আশা ছিলো আকাশ ছুঁবো !
- সুনিকেত চৌধুরী
আশা ছিলো অনায়াসে
আকাশটাকে ছুঁবোই ছুঁবো!
আশা ছিলো পাহাড়টাকে
দিনের শেষে ডিঙিয়ে যাবো!
পথের যত ক্লান্তি ফেলে
গুরুর কাছে দীক্ষা নিয়ে
সুখ দিয়ে বোনা চাদর দিয়ে
সারাটা শহর মুড়ে দেবো !
এখান থেকে ওখানে যাবো
অবলীলায় সীমান্ত পেরুবো।
গাছের ছায়ায় গান গাইবো
নদী দিয়ে সাগরে যাবো।
সকাল বেলার সূর্য্য ওঠা
আর রাতের বেলার চাঁদের আলো
ভালোলাগার সকল শেয়ার
সুলভ মূল্যে বিকিয়ে দেবো!
আমার পাশে থাকতে যদি
অনেক অনেক আদর করে
ফিসফিসিয়ে বলতে যদি,
চাইনা আমার সোনার কাঁকন
তুমিই আমার জীবন-মরণ !
http://www.alokrekha.com
প্রতিদিনই প্রায় আলোকরেখা খুলে বসি। অভ্যেস বলতে পারা যায়। হতাশ হই যখন নতুন কিছু পাই না তখন খুঁটে খুঁটে পুরোনো লেখায় পড়ি। ভালো লাগে তবুও। আজ প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখাটা পেয়ে আনন্দিত হলাম। খুব ভালো লাগার একখানি কবিতা। অনেক ভালোবাসা কবিকে।
ReplyDeleteআশা ছিলো আকাশ ছুঁবো ! - সুনিকেত চৌধুরীর অনবদ্য এক প্রেমের কবিতা। খুব ভালো লাগলো বেশ কিছুদিন পর আলোকরেখায় কিছু প্রকাশিত হল তাও কবি সুনিকেতের কবিতা যা আমাদের আনন্দ দান করে। সত্যিই জীবনে মরণে কেউ সাথে থাকলে শোন্ করা সম্ভব। কবিতায় তিনি যেন তুলির আঁচড়ে তাই অংকিত করেছেন। সু কামনা নিরন্তর।
ReplyDeleteআশা ছিলো আকাশ ছুঁবো ! - সুনিকেত চৌধুরীর অনন্য কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরী আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা ব্যবহারে সুদক্ষ ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ঘটে তাঁর কবিতায়।অনেক অনেক শুভ কামনা আর অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "আশা ছিলো আকাশ ছুঁবো ! - অনুপম, অপ্রতিম ভালোবাসার কবিতা। খুব ভালো লাগলো।কবি সুনিকেত চৌধুরীর মত আমরাও অনুভব করি অনায়াসে আকাশটাকে ছুঁতে ,পাহাড় ডিঙ্গাতে ,সুখের চাদরে সারাটা শহর মুড়ে দিতে ,গাছের ছায়ায় গান গাইতে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে। অপরূপ উপমা যা শুধুই প্রশংনীয়। শুভ কামনা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "আশা ছিলো আকাশ ছুঁবো ! খুব ভালো লাগলো। কবির জন্য রইল অনেক ভালোবাসা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "আশা ছিলো আকাশ ছুঁবো ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সাধারণ কথায় শব্দের খেলায় অনন্য কবিতা। অনেক কঠিন শব্দে কবিতা পড়ার সাচ্ছন্দ নষ্ট করে। কবি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা অনন্যসুলভ হয়ে ওঠে। তাই কবি আমাদের এতই প্রিয়। ভালো থাকবেন। সুন্দর থাকবেন।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "আশা ছিলো আকাশ ছুঁবো ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আমি কবি সুনিকেতকে ভালোবাসি ,ভালোবাসি তার কবিতা। আমি বিশেষ ভাবে কবিতা পড়তে ভালোবাসি। কবি সুনিকেতের কবিতা পড়ার পর থেকে আর কারো কবিতা প্রাণেই ধরে না। আমি মাঝে খুব কোরোনা দ্বারা পীড়িত ছিলাম। তাই আলোকরেখায় আস্তে পারিনি।আজ এলাম আর আর আমার প্রিয় কবির কবিতা পেলাম। সারাটা দিন পড়বো। আর কবিকে জানাই আমার সোনার কাকন চাই না তোমার কবিতা যদি সাথে থাকে। অনেক অনেক হৃদয় নিংড়ানো ভালোবাসা।
ReplyDelete