আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সূর্য্যের কাছে মিনতি ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সূর্য্যের কাছে মিনতি !

     
    সূর্য্যের কাছে মিনতি !

    সুনিকেত চৌধুরী

     সূর্য্যটাকে এতো করে বলেও রাজী করতে পারিনি
    আমার জানালা দিয়ে উঁকি না দিতে
    প্রতিদিনের ঘুম ভাঙ্গা সকালে !
    এতো করে বলি, খালি বিছানার
    ওইখান টাতে জড়িয়ে থাকা সবটুকু সুবাস
    তো শুধু আমারি - তুমি কেন ছুঁতে চাও তাকে?
    কেমন আচার তোমার?
    যতদিন আছে এই সুবাস, এই শুভ্রতা, আর এই পুণ্যতা
    তোমার রশ্মি দিয়ে ঘিরে রেখো শুধু -
    ভুলেও ছুঁয়োনা যেন - মিনতি আমার!

    মনের গহীন কোণে আর এই নশ্বর দেহের তাবৎ তন্ত্ৰীতে
    যে সিম্ফনি বেজে উঠে ছুঁয়ে থাকে সে যখন - সে তো একান্তই আমার !
    হিংসে করোনা, সূর্য্য, তুমি !
    তুমি তো জান, ভালো থাকা ভালোলাগা ভালোবাসা হয়ে
    এখানে ওখানে আলো -অন্ধকারে
    আচ্ছন্ন করে রাখে আমার জেগে থাকা ঘুমে থাকা প্রতিটা ক্ষণ
    সেদিনের সেই ছুঁয়ে দেয়া প্রহরের পর !


    http://www.alokrekha.com

    11 comments:

    1. মুগ্ধ কবি সুনিকেত প্রাণটা ভরে গেল। কি শব্দের লেখা কি আকুল মিনতি---- সত্যি ধন্য কবি

      ReplyDelete
    2. প্রিও দুই কবির লেখা একসাথে পরম পাওয়া। দুটি লেখাই অনেক ভাল ।অনেক শুভ কামনা।ভালো থাকবেন আপনারা!

      ReplyDelete
    3. কবির আকুতি আর আমাদের আকুতি মিলেমিশে এক হয়ে গেছে ,এখানেই করির সারথকতা, কবি সুনিকেত আপনি ভাল থাকেন আরও ভাল লেখেন এই কামনা করি

      ReplyDelete
    4. ki je bhalo lageche suniket choudhurir kobita ta.kobike dhonnobad na janiye thakte parlam na .onek onek shuv kamona kobi

      ReplyDelete
    5. সূর্য্যের কাছে মিনতি যেন তার মানুষটাকে না ছোয়ে ।এমন করে কি কেউ ভাল বাসতে পারে শুধু সুবাস্টুকু নিয়ে?

      ReplyDelete
    6. আমার কবি সুনিকেত চৌধুরী তার লেখাই জনপ্রিয়তার উপরে ছিল ।হটাৎ দেখি সানজিদা রুমির লেখাটা জনপ্রিয়তার উপরে উঠে আসলো ।এটা অবশ্য নারী বিদসের ফিভার।এটা সাময়িক নারিবাদিত্তের ঝর। তাই প্রমানিত হল। আমার কবির কবিতা আবার জনপ্রিয়তার উপরের দিকে। জয় কবি ! জয় আমাদের

      ReplyDelete
    7. কারো লেখা ভাল লাগবে কার লেখা ভাল নাও লাগতে পারে ।কিন্রু লেখকদের প্রতি অসম্মান জনক মন্তব্য মটেও বাঞ্ছনিয় না ।আমি সুবর্ণের মন্তব্যের বিরোধিতা করছি

      ReplyDelete
    8. আমি জানতাম সুনিকেত চৌধুরীর লেখাটাই সব থেকে জনপ্রিয়তা পাবে। এত সুন্দর লেখা সূর্য্যের কাছে মিনতি । এমন আত্মিক ভাব এমন আকুতি কার না ভাল লাগবে ? অনেক শুভ কামনা কবি ! খুব তাড়াতাড়ি নতুন কবিতা আশা করছি ।

      ReplyDelete
    9. কবি সুনিকেতের কবিতার যেন প্রান আছে যতবার পড়ি ততবার নতুন কিছু আবিস্কার করি~এই কবিতাটা যে কাল কতবার পড়েছি তবুও আশ যেন মেটে না ~ নতুন কবিতার অপেক্ষায় রইলাম

      ReplyDelete
    10. আমরা যারা কবিতা পড়তে ভালবাসি কবি সুনিকেত এখন ক্রেজ আজিজ মার্কেটের বা চারুকলার আড্ডায় কোন লেখা এতদিন আলোচিত হয়না দয়া করে জানাবেন তাঁর বই কোথায় পাবো ?

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ