আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অতিপ্রকৃতি ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অতিপ্রকৃতি


    অতিপ্রকৃতি /মেহরাব রহমান

    আমি বিজ্ঞানঘড়ির কাঁটায় চলি না।
    হৃদয়ঘড়িতে জীবন গুনি ।
    আমি দিন গুনিনা পঞ্জিকার পাতায়,
    অনুভবের খাতা উলেট দেখি
    পৃথিবী ঘুরছেতো ঘুরছেই।
    কখনও চলে তার সাথে সূর্যের সঙ্গম ।
    যখন দিগন্তে ডুবে যায় রবি,
    দুঃখপ্রজাপতি উড়ে
    রাতের আকাশে ।
    তখন পরকীয়া চলে চাঁদের সাথে ।
    শরমে চাঁদনী লুকায় ;
    অসংখ্য তারকা প্রহরী
    পাহারা দেয় অন্ধকার ।
    আমি মাস গুনি না,
    বছর গুনিনা সংখ্যাতত্তে ;
    রক্তকণিকায় বোধ করি শীত ।
    দারুন গ্রীষ্মে পোড়ায় খুব ;
    দগ্ধ করে বুকের জমিন ।
    বসন্তে  জোছনা হাতছানি দিয়ে ডাকে।
    আবার শরৎ-হেমন্তে জেগে উঠি
    সমুদ্রনীল আকাশের তলে ।
    আমি কারও ঈর্ষায়,বিদ্রুপে , কটু কথায়
    দুঃখ পাই না ; বন্ধুর চোখে পাঠ করি
    আভ্যন্তরীন মেঘ-বৃষ্টি
    যন্ত্রনা -আনন্দ, আবহাওয়া ।
    আমি প্রেম ছিনতাই করি না।
    ভাটার সময় ভাঁটা; জোয়ারের ব্যকুলতা
    শোনার জন্য মৃত্তিকার বুকে
    কান পেতে থাকি ।
    এভাবেই, এভাবেই আমি হয়তো মানুষ
    প্রকৃতির সাথে আমার চির-বন্ধন ;
    অন্তরঙ্গ অতিপ্রাকৃতিক সম্পর্ক ;
    তাই সভ্যতার অবক্ষয়ে আমার ভেতর
    গভীর ক্রন্দন ।
     http://www.alokrekha.com

    3 comments:

    1. বহু প্রতিক্ষিত আমার প্রিয় কবি মেহরাব রহমানের কবিতা! বর‍াবরের মতই দুর্দান্ত বিষয়বস্তু! অত্মপ্রত্যয় সমৃদ্ধ অনবদ্য কবিতা! আলোকরেখার কাছে কৃতজ্ঞ আমাদের প্রিয় কবির কবিতা পড়ার সুযোগ করে 'দেবার জন্যে !

      ReplyDelete
    2. সুপ্রিয় রুমি আমি পরিতৃপ্ত আমি সুখী

      ReplyDelete
    3. আমার প্রিয় কবি মেহরাব রহমানের কবিতা অতিপ্রকৃতি!স্বভাবগত পরম দুর্দান্ত আধেয় ! স্বীয় গুণ উত্কর্ষ সমৃদ্ধ অনিন্দনীয় অনবদ্য কবিতা! আলোকরেখারকে ধন্যবাদ!! প্রিয় কবির কবিতা জন্যে !”

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ