আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও পরিবর্তন ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    পরিবর্তন


    পরিবর্তন
    --জাহানারা বুলা।
     আমার অপেক্ষায় তোমার আস্তানা পুড়ে হৃদয় সমেত,
    এইতো আসছি বলে; বেলা দ্বিপ্রহরেও আসা হয়না যখন!
    একে একে ফুরায় প্রহর, বাজে পূরবীর সুর, গ্রন্থিতে ব্যকুলতা-
    কি জানি কি ভাবো এলোমেলো-
    জানালায় বোসে!
    মেঘ ঝরাও রেশমের আঁচল পেতে!
    সুগন্ধি তেলে টেরি কাটা চুল অবাধ্য হোয়ে
    জীবনের রুক্ষতা নিয়ে করে পরিহাস!
    এটাই জীবন এখন - কথা না রাখার,
    এটাই জীবন এখন আশা জাগিয়ে পিছু পায়ে চলে যাওয়ার!
    ভালোবেসে দেখেছিতো অভেদ্য আঁধারের মত!
    প্লাবিত জোৎস্না যেমন পান করে অন্ধকার আকণ্ঠ; রাতের বেদনাও,
    নীল কন্ঠ হয় চাঁদ -মন্থনে ধুসরের জ্বালা।
    আমিওকি কম কিছু জোছনার চেয়ে?
    সব টুকু শুষ্কতা শুষে নিয়ে দুটি ঠোঁটে করেছি দ্রাক্ষা  তোমায়!
    এখন চার পাশে মোহাবিষ্ট মৌয়াল পান করে তোমার কুম্ভের জল!
    আমার কন্ঠ কাঁপে শব্দ হীন -ভদ্রতার বাকল গায়ে,
    ছেড়ে গেছে মৌতাত!
    তাই,জলহীন জলদ আমি- মরু অঞ্চলেই বসত ওড়াই!
    কি হবে অন্নব্যঞ্জন নিয়ে বসে থেকে অপেক্ষায়?
    ক্ষুধা-তৃষ্ণা আর নেই, নেই আকাঙ্ক্ষা প্রেমের!
    এটাই জীবন এখন কথা না রাখার,
    এটাই জীবন এখন আশাহত বেদনায় ভেঙে পড়া প্রাক্তন দেখার।
    হৃদয় নিরুদ্বেগ - নব ভূমিষ্ঠ আমি,মুঠোয় বন্দী রাখি ঘুম শুধু অষ্ট প্রহর!


    http://www.alokrekha.com

    2 comments:

    1. পরিবর্তন--জাহানারা বুলা। দারুন শব্দসমষ্টি, অন্তরের অপেক্ষা।পুরোনো জীবন ভেঙে পড়া এখন আশাহত বেদনায়- হৃদয় নিরুদ্বেগ তবুও কবিতায় বেঁচে থাকা।মিলিয়ে খুব ভাল একটা কবিতা। আবারো আলোকরেখাকে অনেক ধন্যবাদ নতুন নতুন গুণী করির কবিতার সাথে পরিচিত করাবার জন্যে।

      ReplyDelete
    2. কবি' র মতোই সুন্দর প্রতিবিম্বন তার কবিতা। বাহারি শব্দ সেও কবির মত। ভাবাবেগ যেন কবির চোখ। তাই কবির ভাষায় আমি বলে "তোমার তুলনা তুমি তাই"। অনেক ভালোবাসা। এরপর উদাসী নয়! আপনার ভুবন ভোলান হাসির ছবি চাই।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ