বেঁচে আছি স্বপ্নমানুষ
মহাদেব সাহার
আমি হয়তো কোনোদিন কারো বুকে 
জাগাতে পারিনি ভালোবাসা, 
ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের 
শিকড়ের একটু জল- 
ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল 
আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না, 
বন্ধু ছিলো না, 
ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না, 
আমি ভাসমান শ্যাওলা ছিলাম, 
শুধু স্বপ্ন ছিলাম; 
কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে 
এভাবে প্রেমিকা ভেবে, 
কারো সুখকে এভাবে বুকের মধ্যে 
নিজের অনন্ত সুখ ভেবে, 
আমি আজো বেঁচে আছি স্বপ্নমানুষ।
 
তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের 
সকল প্রেম 
আমি সারি সারি চারাগাছের মতন আমার বুকে 
রোপণ করেছি, 
একাকী সেই প্রেমের শিকড়ে আমি 
ঢেলেছি অজস্র জলধারা। 
সকলের বুকের মধ্যেই একেকজন নারী আছে, 
প্রেম আছে, 
নিসর্গ-সৌন্দর্য আছে, 
অশ্রুবিন্দু আছে 
আমি সেই অশ্রু, প্রেম, নারী ও স্বপ্নের জন্যে 
দীর্ঘ রাত্রি একা জেগে আছি; 
সকলের বুকের মধ্যে যেসব শহরতলী আছে, 
সমুদ্রবন্দর আছে 
সাঁকো ও সুড়ঙ্গ আছে, ঘরবাড়ি 
আছে 
একেকটি প্রেমিকা আছে, প্রিয় বন্ধু আছে, 
ভালোবাসার প্রিয় মুখ আছে 
ভালোবাসার প্রিয় মুখ আছে 
সকলের বুকের মধ্যে স্বপ্নের সমুদ্রপোত আছে, 
অপার্থিব ডালপালা আছে 
আমি সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বপ্ন 
সেই রূপকথার 
জীবন্তমানুষ হয়ে আছি; 
আমি সেই স্বপ্নকথা হয়ে আছি, তোমাদের 
প্রেম হয়ে আছি, 
তোমাদের স্বপ্নের মধ্যে ভালোবাসা হয়ে আছি 
আমি হয়ে আছি সেই রূপকথার স্বপ্নমানুষ। http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







স্বনাম ধন্য কবি মহাদেব সাহার আলকরেখায় প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
ReplyDeleteআলকরেখা প্রধান প্রতিপাদ্য এটা একটি সংগ্রহশালা। কবিতা পেয়ে তাই প্রমানিত। আলকরেখা এই উদ্যগ প্রশংসনীয় ।
ReplyDeleteদাদা অসম্ভব ভাললাগা সহজিয়া একটি কবিতা
ReplyDeleteমন ছুঁয়ে গেলো
খুব ভাল লাগার কবিতা।কবি মহাদেব সাহার! প্রেমের কবি প্রানের কবি। আলকরেখাকে অনেক ধন্যবাদ!
ReplyDeleteআলকরেখার কাছে আবেদন যেন কবি মহাদেব সাহার ও অন্য কবিদের লেখা প্রকাশ করে।যাতে বহু জায়গায় না ঘুরে এক জায়গায় পাই!
ReplyDelete