আমাদের এই ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তে আমাদের যে বর্তমান তা বিলীন হবার মুহূর্ত পর্যন্ত আমরা সবাই একটা আবেগ আর উচ্ছাসকে লালন করি - "মনে রেখো, আমিও ছিলাম !" জানাতে চাই - হৃদয়ের তন্ত্রীতে যে গান বাজে তা অন্য এক জনা জানুক, শুনুক, বুঝুক ! আমাদের সেই সনাতন আবেগটাকে একটুখানি প্রকাশের একটি ছোট্ট মাধ্যম এই "আলোকরেখা"র সাত শত হাজার ক্লিক এর এই যে অনুরণন তা আমাদের সবার মাঝে একটা অনবদ্যতা এনে দেবার মত আবহ সৃষ্টি করেছে !
এই আবহ যদি দিনের ও রাতজাগা পাখীদের বিচরণ ভুম এই আলোকরেখার মাধ্যমে সনাতন সেই তৃষ্ণায় একটু বারি সিঞ্চন করতে পেরে থাকে তাহলে আমরা এটাও আশা করতে পারি যে সাত শত হাজার এর মনোযোগ এর সমষ্টি মহাবিশ্বে যে অনুরণন সৃষ্টি করেছে সেই আবহ একটু হলেও সম্ভবত এই বাণী সঞ্চারিত করেছে সবার হৃদয়ে - এই এখানে, সবার মনের মধ্যিখানে, আলোকরেখার আসন যেখানে - সেই সেখানে তোমায় আমি আদর করে অনেক করে বলে দেব "তুমি আমায় মনে রেখো - এই এখানে আমিও ছিলাম !"
এই আবহ যদি দিনের ও রাতজাগা পাখীদের বিচরণ ভুম এই আলোকরেখার মাধ্যমে সনাতন সেই তৃষ্ণায় একটু বারি সিঞ্চন করতে পেরে থাকে তাহলে আমরা এটাও আশা করতে পারি যে সাত শত হাজার এর মনোযোগ এর সমষ্টি মহাবিশ্বে যে অনুরণন সৃষ্টি করেছে সেই আবহ একটু হলেও সম্ভবত এই বাণী সঞ্চারিত করেছে সবার হৃদয়ে - এই এখানে, সবার মনের মধ্যিখানে, আলোকরেখার আসন যেখানে - সেই সেখানে তোমায় আমি আদর করে অনেক করে বলে দেব "তুমি আমায় মনে রেখো - এই এখানে আমিও ছিলাম !"
আমি আমার নিজের অবস্থান থেকে আমার স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর আলোকে একটি কথা আজ এই সাত লক্ষ্য পাঠকের প্রীতিধন্য হবার আনন্দঘন মুহূর্তে অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে জানাতে চাই যে সত্য, সুন্দর আর সংস্কৃতির সেবায় নিবেদিত প্রাণ আমার "নাচেরে আজিকে, ময়ূরের মত নাচেরে!" এবং আনন্দময় এই পৱিত্ৰ ক্ষণে আমার প্রত্যাশা যে গতকাল আর আজকের মতো করে আলোকরেখার পাঠকরা আগামী দিনগুলোতেও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে থাকবেন !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







আজ এই শুভ দিনে আলোক
ReplyDeleteরেখাকে জানাই আমার আন্তরিক
অভিনন্দন।
আলোকরেখার সামনের পথ
সুগম হোক। অনেক শুভেচ্ছা রইলো।
আলোক রেখার ৭ লক্ষ্য পাঠক হওয়াতে আমরা
ReplyDeleteজানাই অনেক অভিনন্দন আর আন্তরিক শুভেচ্ছা।
এর চলার পথ হোক আরো সুগম আর সুন্দর।
এরই মাঝে আমাদের বহু চমৎকার
কবিতা,উপ্পনাশ, লেখা উপহার দেয়ার
জন্য অনেক অনেক ধন্যবাদ
আলোক রেখার ৭ লক্ষ্য পাঠক হওয়াতে আমরা
ReplyDeleteজানাই অনেক অভিনন্দন আর আন্তরিক শুভেচ্ছা।এর চলার পথ হোক আরো সুগম আর সুন্দর।
আলোকরেখা আমাদের হৃদয়ে আসীন হয়েছে।
ReplyDeleteঅনেক ভালোবাসা ও ভাল লাগা দিয়েছে।
তাই আলোক রেখার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
আলোক রেখার মাঝে এমন কিছু আছে যা পাঠকদের আকৃষ্ট করে।
আলোক রেখা আমাদের অনেক প্রিয় ব্লগ।
আলোক রেখাকে নিয়ে সামনে আরো অনেক সুন্দর দিন আশা করি।
আলোক রেখা আমাদের অনেক প্রিয় ।
ReplyDeleteআলোক রেখাকে নিয়ে সামনে আরো অনেক সুন্দর দিন আশা করি।
আলোক রেখার লেখাগুলোতে কি দারুন গভীরতা ,এর
ReplyDeleteভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে।
যতবার আলোক রেখা পড়ি ,তত বার এটাই মনে হয় । তাইতো আলোক রেখাকে এতো ভালো লাগে।
আলোক রেখার ৭ লক্ষ্য পাঠক হওয়াতে
জানাই অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর শুভ কামনা ।এর পথ হোক আরো সুগম আর উজ্জ্বল।
`এইতো সেদিন যাত্রা শুরু করলো আলোকরেখা দেখতে দেখতে এতটা পথ পাড়ি দিল। আলোকরেখা আমাদের অনেক প্রিয়।এখানে প্রকাশিত সব লেখাই আমরা পড়ি। কখনো ভালো লাগে কখনো লাগে না তবুও আলোকরেখার পড়াটা নেশায় পরিনিত হয়েছে। আলোকরেখার চলার পথ সমৃদ্ধ হোক। অনেক ভালোবাসা।
ReplyDeleteআজ আলোকরেখা ৭০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ
ReplyDelete৭০০,০০০ পাঠক পেরিয়ে আলকরেখার রেখা আজ উদ্ভাসিত। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে !কিন্তু সানজিদা রুমির বার্তা অনবদ্য।
ReplyDeleteআলোকরেখা ৭০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা
ReplyDeleteআজ আলোকরেখা ৭০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো।আগামী চলার পথ সুন্দর সুগম ও মসৃন হোক। আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ!
ReplyDeleteআলকরেখার পাঠক ৭০০০০০ লক্ষে পৌঁছে গেছে এমন খবর মনের নিভৃত কোণায় এক ভাললাগা অনুভূতি তৈরী করে দিল । আলোকরেখার সাফল্য বুঝি আমার নিজেরই সাফল্য! এর ভাল মন্দের দায় দায়িত্ব সব কিছুতেই যেন আমার অলিখিত এক অংশীদারিত্ব রয়েছে। বাঙলা সাহিত্যের সুধারস অঞ্জলি ভরে নেয়ার অফুরান ভাণ্ডার আলকরেখাকে করেছে সমৃদ্ধ । আমি সত্যিই এক বিমুগ্ধ পাঠক! আলকরেখার অমুল্য ঝাঁপি থেকে ঝিনুক সেঁচে মুক্তা খুঁজে বেড়াই - কখনো কবিতায়, কখনো গল্পে বা প্রবন্ধে । আর এই অরন্যে বিচরণ করতে করতে আমার ভিতরের সৃষ্টিসত্তা জেগে উঠে লেখালেখিতে অনিয়মিত আমাকে অদম্য সৃজনশীল উল্লাসে মাতিয়ে তোলে । আমাকে ধন্য করে । আর ভাল রাখে প্রতিনিয়ত! অনেক শুভকামনা সানজিদা রুমি! শুভকামনা আলকরেখা !
ReplyDeleteআলোকরেখার ৭০০০০০ পাঠক প্রাপ্তিতে !
ReplyDelete- আশরাফ আলী
ধরা যাক "আলোকরেখা" একটি নদীর নাম। সেই নদী গিয়ে মিশেছে জীবন নামের এক সাগরে। নদীর গতি বাড়ে-কমে এর অববাহিকা অঞ্চলের শত করুনার কিরণে। একটি একটি করে লিখা হয় কবিতা, লিখা হয় গান। আর সেই কবিতা বা গানের লহরী কিংবা বিষাদের ব্যঞ্জনা সেই নদীতে সৃষ্টি করে এক নৈস্বর্গিক আবহ !
এই "আলোকরেখা" নদীর অববাহিকার একজন অধিবাসী হবার সুযোগ পেয়ে আমার অনেক ভালোলাগা ! সেইসাথে কৃতজ্ঞতা সানজিদা রুমির প্রতি !