আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও "কোথা তুমি " গীতালি চক্রবর্তী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    "কোথা তুমি " গীতালি চক্রবর্তী




















    "কোথা তুমি "
    গীতালি চক্রবর্তী

    আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী
    তোমা তরে করেছি প্রদক্ষিণ আমি
    পাইনি তোমায়!
    কোথা তুমি! কোথা আছো তুমি?
    যদি থেকে থাক সমুদ্রের গভীর জলজ অরন্যে
    এবার বাসুকী নয়,করিব মন্থন আমি  প্রেমের রশিতে।
    অমৃতের পাত্র হাতে উঠিবে আবার,
    আমার বাসনা লক্ষী। 
    সে অমৃত পান করি পরে
    হইবে পুনর্জন্ম মম ভালবাসার তরে।
    অমর করিয়া তব রাখিব যতনে
     বক্ষে বাঁধি মোর।
    চলে এসো,এসো,চলি সেথা ,
    যেথা দাঁড়ায়ে রয়েছি আমি নিঃসঙ্গের ভারে।
    যদি থেকে থাক,হিমাদ্রির শিখর চূড়ায়,
    এক খন্ড হীম শীতল হিমানীর  রূপে
    প্রেমের প্রখর তাপে নির্ঝরণী করিব তোমায়
    বয়ে যাবে মম বক্ষপুরী।
    জুড়াব  সকল জ্বালা তোমার বাহিত স্রোতে।
    যদি থেকে থাক,ভূ-গর্ভের গহীন অন্তরে
    জনক রাজের রূপে ধরিব লাঙল।
    উদ্ধারিব ভূগর্ভ হতে আমার  সীতারে
    তারপর
    বাঁধিব অমর প্রেমে  হৃদয় মন্দিরে।
    কোথা তুমি ! কোথা আছো তুমি ?
    ফিরে এসো,এসো ফিরি
    সাঙ্গ করি লুকোচুরি খেলা
    বহিব অমৃত্যু মোরা -
    প্রেমভারে উপচে পড়া পশরার ডালা।

     http://www.alokrekha.com

    6 comments:

    1. মোহন সিরাজীNovember 19, 2018 at 4:55 PM

      কবি গীতালি চক্রবর্তী'র মনের গভীর অনুভূতি দিয়ে অংকিত এই কবিতা "কোথা তুমি ".আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী তোমা তরে করেছি প্রদক্ষিণ আমি পাইনি তোমায়!
      কোথা তুমি! কোথা আছো তুমি?" এই কোথায় কবির তাকে খুঁজে বেড়ানোর আশনা প্রকাশ পেয়েছে। দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    2. ললিতা দত্তNovember 19, 2018 at 5:02 PM

      কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় খুঁজে বেড়ানোর চেতনার অভিব্যক্তির নিদারুন অনিন্দ্য একটা কবিতা। কবি গীতালি চক্রবর্তী'র হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।
      মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

      ReplyDelete
    3. নাসরিন আহমেদNovember 19, 2018 at 5:06 PM

      জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    4. মৃন্ময়ীNovember 19, 2018 at 5:21 PM

      কি বিষয় বস্তু, কি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে গীতালি চক্রবর্তীর অনবদ্য কবিতা "কোথা তুমি ",কবি খুঁজে ফেরে আসমুদ্র হিমাচল মরুময় ভুখন্ড ব্যাপী প্রদক্ষিণ করেও কোথাও পাইনি তারে। কোথা আছে সে ? যদি থেকে থাকে সমুদ্রের জলজ অরণ্যে বাসুকি নয় নিজেই সমুদ্র মন্থন করে কবি খুঁজে আনবে তাকে। কউকে পাবার অনন্য এক ভাব প্রকাশ করেছেন কবি এই কবিতায়। অনেক ভালো বাসা কবি।

      ReplyDelete
    5. সঞ্জয় গুপ্তNovember 20, 2018 at 4:08 PM

      সঙ্গহীনতাকে রূপ মুগ্ধ করলে শব্দ চয়নে , ভাবনার প্রকাশে...
      পূর্ণতা পাক , অনুভবে জেগে থাক অন্বেষন..
      কৃতজ্ঞতা জমা হোক "আলোক রেখা" র পাতায় পাতায়

      ReplyDelete
    6. অরুন্ধতী দাশগুপ্তাNovember 20, 2018 at 4:13 PM

      অসাধারণ এক কবিতা।আমি হতবাগ।আমি মুগ্ধ।আমি আপ্লুত শব্দ বিন্যাসে।প্রেমের এই দুর্বার আকুতি শব্দ চয়নে, ভাব বিন্যাসে আমার মনকে ছুঁয়ে গেল কাশ ফুলের স্পর্শের মত। ধন্যবাদ কবি এবং আলোকরেখাকে

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ