আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শিশির ভেজা রাতে ----------- সানজিদা রুমি ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শিশির ভেজা রাতে ----------- সানজিদা রুমি














    শিশির ভেজা রাতে 
    সানজিদা রুমি 

    এই শিশির ভেজা রাতে
    সদ্য বেদনা স্নাত আমার স্মৃতি
    ভেজা ভেজা চোখের পাতা
    ব্যাকুল মন অতৃপ্ত আত্মা।
    আমার ললাটে তোমার চোখের জল
    সবুজ ঘাসের মাঠে নীল আকাশের আঙিনায়
    খুঁজছো আমায় --- এক বিস্ময় !
    পৃথিবীতে নেই নেই জলে স্থলে
    নেই সমুদ্রের নোনা  জলে।
    আমায় পাবে  মানুষের অন্তরে
    লুকিয়ে আছি তোমার হৃদয় গহবরে।
    নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
    চির কালের চেনা তোমার গহীন মনে।





    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    5 comments:

    1. জয়দেব সাহাNovember 4, 2019 at 1:53 PM

      অনেক দিন পর আলোকরেখায় কোন কবিতা প্রকাশিত হলো। সানজিদা রুমির শিশির ভেজা রাতে কবিতা পড়ে খুব ভালো লাগলো। আমাদের চলে যাওয়া এক স্মৃতি। কিন্তু মনের মাঝে সেই স্মৃতি ব্যাকুল মন অতৃপ্ত আত্মার এক বিস্ময় ! জাগে মনে। খুঁজে বেড়াই তাকে সবত্র। খুব সুন্দর লেখা। আলোকরেখার পথ সুগম হোক এই কামনা কবি।

      ReplyDelete
    2. মোহন সিরাজীNovember 4, 2019 at 1:59 PM

      অনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হলো।আমরা খুব হতাশ হয়েছিলাম কোন লেখা না দেখে। আলোকরেখা আমাদের অনেক প্রিয় এক ওয়েব সাইট যেখানে আমরা মন ও প্রজ্ঞার উন্মেষ ঘটে। নুতুন কোন লেখা না পেয়ে আমরা বাধ্য হয়ে পুরোনো লেখা পড়ি। তবুও আলোকরেখাকে ছেড়ে থাকতে পারি না। সানজিদা রুমির শিশির ভেজা রাতে কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর লেখা। আলোকরেখার পথ সুগম ও শঙ্কা মুক্ত হোক এই কামনা কবি।

      ReplyDelete
    3. শর্মিষ্ঠাNovember 4, 2019 at 2:11 PM

      অনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হলো দেখে ভুবি ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম কোন লেখা না দেখে।কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    4. মেরুন আখতার জামানNovember 4, 2019 at 2:17 PM

      অনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হল। খুব ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম। কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। দারুন ভালো লাগে যতবার পড়ি। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    5. মেরুন আখতার জামানNovember 4, 2019 at 2:29 PM

      অনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হল। খুব ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম। কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। দারুন ভালো লাগে যতবার পড়ি। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ