আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও বিস্ময় বসন্ত -------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    বিস্ময় বসন্ত -------- মেহরাব রহমান
















    বিস্ময় বসন্ত মেহরাব রহমান লোকালয় অচেনা কাহাদের বসবাস ঐখানে ? হেমন্ত চলে গেছে তবে যাত্রাপালা শেষ সমাপ্ত হোলি খেলা নগর বাসিন্দারা দ্রুতলয়ে মরা পাতা ঝাড় দেয় বিস্ময় বসন্ত ফিরেনা আর কারো কারো জীবনে খরতপ্ত দগ্ধ দুপুর বিষন্ন কোনো শীত সন্ধ্যায় উৎসব সংগীতের মধ্যগগনে প্রার্থনা



    প্রাতরাশ স্নানঘর অচিরাৎ হঠাৎ স্তব্ধ অচঞ্চল হয় কখন সময় প্রহরের কোন ক্ষনে কে জানে ? আচমকা থেমে যাবে প্রিয় গান গ্রামোফোন জীবনের উপাদান প্রিয় রং প্রিয় সং প্রিয় ঢং এইসব উৎসব সারাবেলা পুতুল খেলা স্তম্ভিত নিষ্পলক সময় আমিও হবো লোকমাটি লোকোমোটিভ ; পোড় খাওয়া রেলওয়ে ইঞ্জিন যাত্রাপালা,বিস্ময় বসন্তে রঙের খেলা, উৎসব বিষন্ন শীতসন্ধ্যা, নিমগ্ন প্রার্থনা, বারেবারে অধিআত্মাকে ছুঁয়ে ছুঁয়ে দেখা এইসব অচলায়তন অচেনা প্রহর স্মৃতির আলমারি খুলতেই নড়েচড়ে ওঠে রোদের ঝিলিক বিমূর্ত গ্রন্থাবলী পাতায় পাতায় আঁকা জলরং জলছবি স্বপ্নের করিডোরে রাঙা রাজকন্যারা হাঁটে রাতের নিদ্রা ভেঙে আরশোলা আরামের আড়মোড়া ভাঙে রুপারং মাকড়সা অদৃশ্য রেশমি জালবুনে কারুকাজ জামদিনীর অপরূপ ঠাস বুনন নবজাত নুতন পাখি নীড়ের ওম ছেড়ে উড়ে যায় রেখে যায় জন্মসূচনার পদচিহ্ন ভাঙা ডিমের খোলা, নীড়ভাঙা খড়কুটো অকালে মৃত মরা পাখির গলিত শরীর আমারও সেই পাখির জীবন আমিও রেখে যাবো এক প্রাণহীন খড়কুটো স্তম্ভিত পাথর এই শরীর শিরোনাম: খোলস ইথারে জলছাপ অলীক পদচিহ্ন অসমাপ্ত খসড়া কবিতার খাতা ছেঁড়াকাগজের মতো উড়বে হাওয়ায় বিস্ময় বসন্তে ভাসবো রংধনু মেঘের ভেলায় উড়ে যাব নিজ গ্রাম নিজ শহর চিরস্থায়ী বন্দোবস্ত অবিনাশী নিজ বাসভূম সানাইয়ে বাজবে গান রাগ আনন্দ ভৈরবী জানি আমি আমারই মতন কোনও এক গোধূলিলগ্নে আরো কেউ কেউ রেখে যায় রেখে যাবে দূর ইতিহাস


     http://www.alokrekha.com

    8 comments:

    1. প্রদীপ সাহাNovember 7, 2019 at 4:46 PM

      মেহরাব রহমান " বিস্ময় বসন্ত " একটি উচ্চ মানের কবিতা।কবিতার মাঝে খুঁজে পাই আমাদের জীবন যাত্রা। সঙ্গে হলে পালা আচমকা থেকে যাবে সব। অপরূপ ভাবে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। অনেক শুভকামনা কবি।

      ReplyDelete
    2. আসিফ আরেফিনNovember 7, 2019 at 4:49 PM

      মেহরাব রহমান " বিস্ময় বসন্ত " জীবনের বাস্তবতা। আমি ভাষা জানি না তাই প্রকাশ করতে পারছি না।কিন্তু বারবার পড়েছি খুব ভালো লাগলো । ভালো থাকবেন। অনেক শুভ কামনা। ����

      ReplyDelete
    3. মেধা বন্দোপাধ্যায়November 7, 2019 at 5:01 PM

      বিস্ময় বসন্ত কবিতায় কবি মেহরাব রহমান জীবনকে চিত্রায়িত করেছেন এই বহমান জীবন আচমকা থেমে যাবে একদিন মিলিয়ে যাবে সব কিছু কালের গর্ভে। সব কিছু হয়ে রবে দূর ইতিহাস। খুব চমৎকার একখানি কবিতা। খুই ভালো লাগলো। অনেক শুভেচ্ছা কবি। দীর্ঘজীবি হন।

      ReplyDelete
    4. শফিক রায়হানNovember 7, 2019 at 5:04 PM

      মেহরাব রহমান " বিস্ময় বসন্ত " আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা জীবনযাত্রার।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।"আমিও হবো লোকমাটি লোকোমোটিভ ; পোড় খাওয়া রেলওয়ে ইঞ্জিন " খুব ভালো লাগলো । ভালো থাকবেন।

      ReplyDelete
    5. শিখা ব্যানার্জিNovember 7, 2019 at 5:06 PM

      মেহরাব রহমান " বিস্ময় বসন্ত " দারুন জীবন বোধের কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য।মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

      ReplyDelete
    6. প্রদীপ কুমার সাহা।November 7, 2019 at 5:21 PM

      বিস্ময় বসন্ত কবিতায় কবি মেহরাব রহমান জীবনকে অংকিত করেছেন।"বিস্ময় বসন্ত ফিরেনা আর কারো কারো জীবনে--" আমার ভাষা নেই এর সত্যতা বিচার করার। আমি কবি ও নোই. নোই লেখক।তাই বলবো এই কবিতা আমার ভালোলাগার কবিতা। এ যেন আমার জীবনের উপর লেখা। শুভ কামনা কবি।

      ReplyDelete
    7. হাফিজ খানNovember 7, 2019 at 6:38 PM

      আলোকরেখায় যত কবিতা প্রকাশিত হয় আমি বারংবার পড়ি। নিজের ভালো লাগার জন্য। কবিতা পড়া আমার ভালো বাসা। আমি কবিতা পড়তে ভালোবাসি। বিশেষ করে মেহরাব রহমানের কবিতা। মেহরাব রহমানের কবিতা জীবনের কথা বলে। মানুষের কথা বলে। আমাদের দৈনন্দিন যাত্রা অংকিত করে। আমার খুব ভালো লাগে।

      ReplyDelete
    8. মেসবাহ শরীফNovember 7, 2019 at 7:10 PM

      কবি মেহরাব রহমান " বিস্ময় বসন্ত "দারুন কবিতা। জীবনের মূল প্রতিপাদ্য বিষয় উঠে এসেছে এই কবিতায়। সময়ের কাছে সব থেকে যাবে শুধু থমকে যাবে আমাদের জীবন। উপমা দিয়ে দারুন ভাবে উপস্থাপিত হয়েছে। আলোকরেখার কাছে আবেদন হঠাৎ করে লেখা প্রকাশ বন্ধ করে দেবেন না। এতে আমরা মন ক্ষুন্ন হই। আশা করি ব্যাপারটা কর্তৃপক্ষ গোচরে আনবেন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ