আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শ্যামের পিরিত ------পার্বতী দাস বাউল ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শ্যামের পিরিত ------পার্বতী দাস বাউল



     শ্যামের পিরিত 

    কিছুদিন মনে মনে ঘরের কোণে
    শ্যামের পিরিত রাখ গোপনে
    ইশারায় কইবি কথা গোঠে মাঠে
    দেখিস যেন কেউ না জানে
    কেউ না বোঝে কেউ না শোনে
    (বলি) শ্যামকে যখন পড়বে মনে
    চাইবি কালো মেঘের পানে
    আর রান্নাশালে কাঁদবি বসে
    ভিজে কাঠ দিয়ে উনুনে
    (বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
    জলকে পরশ করবি কেনে
    সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
    বলি গায়ের বসন ভিজবে কেনে
    (বলি) উতর যাবি সতর হবি
    বলবি আমি যাই দক্ষিণে
    আর মনের কথা মনে থাকে
    অরসিকে জানবে কেনে*
    কিছুদিন মনে মনে ঘরের কোণে
    শ্যামের পিরিত রাখ গোপনে
    ইশারায় কইবি কথা গোঠে মাঠে
    দেখিস যেন কেউ না জানে
    কেউ না বোঝে কেউ না শোনে
    (বলি) শ্যামকে যখন পড়বে মনে
    চাইবি কালো মেঘের পানে
    আর রান্নাশালে কাঁদবি বসে
    ভিজে কাঠ দিয়ে উনুনে

    (বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
    জলকে পরশ করবি কেনে
    সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
    বলি গায়ের বসন ভিজবে কেনে
    (বলি) উতর যাবি সতর হবি
    বলবি আমি যাই দক্ষিণে
    আর মনের কথা মনে থাকে
    অরসিকে জানবে কেনে*
    ———————-
    পার্বতী দাস বাউল

     http://www.alokrekha.com

    1 comments:

    1. বেণুকা তরফদারJanuary 16, 2020 at 4:37 PM

      "শ্যামের পিরিত "প্রেমের জগতে অনন্য। খুব ভালো লেখা। শ্রী রাধিকা শ্যামের প্রেমে পাগল পারা। আমার প্রিয় আখ্যান রাধা কৃষ্ণের ভালোবাসা। আলোকরেখাকে অনেক ধন্যবাদ এই লেখা প্রকাশের জন্য।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ