আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কোথায় যাবো বল ! - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কোথায় যাবো বল ! - সুনিকেত চৌধুরী

    কোথায় যাবো বল ! - সুনিকেত চৌধুরী

     কোথায় যাবো বল
    এই নদীটার শুকিয়ে যাওয়া ক্ষীণ তটি ছেড়ে ?
    কোথায় যাবো বল
    তোমাদের ছেড়ে, এই আঙিনা ছেড়ে
    এই বকুল তলা, এই তুলসী তলা ছেড়ে ?
    শাপলা আর শালুকের ম্রিয়মান রং বিছানো
    এই কান্নাভরা পুকুরের পাড় ছেড়ে
    পড়ন্ত বেলার ঘরে ফেরা মানুষের
    এই অনন্ত মিছিল ছেড়ে
    কোথায় যাবো আমি!
    একটুকু মান, একটুকু ভালোলাগা, একটুকু তুমি
    একেক টুকরো হীরের মত
    জমা হতো যদি আমার সঞ্চয়ী খাতে
    তড়িঘড়ি বাঁধা যেত বাক্স-পেটারা যত
    ধরা যেত পরবর্তী রাজধানী এক্সপ্রেস। 
    বেনু ব্যানার্জী আর রহমতুল্লাহ স্যারের স্মৃতিমাখা
    সেদিনের সেই সকালগুলো
    আর চড়ুইভাতির নির্মল একত্বতার
    স্বর্গীয় অনুপ্রেরণা ছেড়ে
    আমি কোথায় যাবো বল!

    এইবারে হেরে যদি যাই
    এইবারে তোমাকে যদি না পাই
    আরবার বারবার জন্ম নেব
    এই আঙিনায়, এই পুকুর পাড়ে
    এই শাপলা আর শালুকের রংয়ে
    রঞ্জিত হয়ে, এই তুলসীতলায় !

     http://www.alokrekha.com

    4 comments:

    1. শর্মিষ্ঠা ব্যানার্জিJanuary 26, 2020 at 3:47 PM

      বরাবরের মতই কবি সুনিকেত চৌধুরীর কোথায় যাবো বল !অনন্য কবিতা। পড়ে খুব ভালো লাগলো।আসলেও শুকিয়ে যাওয়া ক্ষীণ তটি ছেড়ে কোথায় যাবো বল এই আঙিনা ছেড়ে তোমাদের ছেড়ে, কথাগুলো সত্যি আমাদের জীবনে। পুরো কবিতাটা খুব সুন্দর। ভালো থাকবেন আমাদের প্রিয় কবি।

      ReplyDelete
    2. মোহন সিরাজীJanuary 26, 2020 at 3:55 PM

      প্রতিটি কবিতায় কবি সুনিকেত চৌধুরীর এক এক রূপ দেখতে পাই কোথায় যাবো বল !কবিতাটা তার থেকে ব্যতিক্রম না। অনন্য কবিতা। পড়ে খুব ভালো লাগলো।কবি সুনিকেত জীবনের কথা বলে প্রেমের কথা বলে। এই কবিতা জীবনধর্মী সাথে সাথে প্রেমের কথা বলে। অনেক শুভেচ্ছা কবি.

      ReplyDelete
    3. মিতা রহমানJanuary 26, 2020 at 4:02 PM

      কোথায় যাবো বল ! কবিতায় আমরা সুনিকেত চৌধুরী'র অন্য এক রূপ দেখতে পেলাম। জীবনের শব্দ মালায় গ্রথিত কবিতা। জীবন ধারার যে চিত্র তিনি এঁকেছেন তা অনবদ্য। খুব ভালো লাগলো।

      ReplyDelete
    4. 'কোথায় যাবো বল'- সুনিকেত চৌধুরীর কবিতা হৃদয় স্পর্শ করা অভিব্যাক্তির এক অনন্য প্রকাশ। স্হজ সরল শব্দ শৈলী, ছন্দের মিশ্রণে জীবনের অপ্রাপ্তির বেদনার বিষয়টা অনবদ্য ভাবে ফুটে উঠেছে-'পড়ন্ত বেলার ঘরে ফেরা মানুষের এই অনন্ত মিছিল ছেড়ে
      কোথায় যাবো আমি! প্রণয়ের ব্যর্থতা, পাওয়া, না পাওয়ার কষ্ট এক অসাধারণ আকুতিতে মন ছুঁয়ে গেছে । শুভকামনা নিরন্তর!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ