একটা জিজ্ঞাসা, একটা চাওয়া তাড়িত করে আমাদের প্রত্যেককে ! কোথা থেকে এলাম, কোথায় চলেছি এইক্ষণে, কোথায় শেষ এই পথের?
চির পুরান এই প্রশ্ন, এই অন্বেষণ আমাদের উজ্জীবিত করে, আমাদের ম্লান করে,
আমাদের আকাশ মেঘলা করে প্রিয়জনের অন্তর্ধানে ! আবার ওই বিষাদাক্রান্ত মনই ওই প্রমিত মুহূর্তে সচকিত হয়, ধ্যানমগ্ন হয় - আর জেনে যায়
: আমরা এখানেই আছি, থাকবোও চিরটাকাল এই এখানেই! এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাত্রা নয়,
বরং আদ্যিকাল থেকে আমরা বিরাজিত শুধুই বর্তমানে ! আর
অন্য কিছুতো নেই! নেই উনিশ লক্ষ কিংবা অন্য কোন সংখ্যা !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা তোমাকে শুভেচ্ছা আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই উনিশ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন! ”
ReplyDeleteআলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন! সানজিদা তোমাকে অনেক শুভেচ্ছা ! আলোকরেখার সেদিন যাত্রা উনিশ লক্ষ পাঠক সংখ্যায় পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন !সানজিদা রুমি ও আলোকরেখার চলার পথ সুন্দর সুগম ও উন্নত হোক এই কামনা করি -
ReplyDeleteআলোকরেখার পাঠক সংখ্যা উনিশ লক্ষ। দারুন ব্যাপার সানজিদা রুমি ও আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!”
ReplyDeleteসানজিদা তোমাকে অনেক শুভেচ্ছা ! আলোকরেখার সেদিন যাত্রা উনিশ লক্ষ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন !আর তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে। ভাল থেকো
ReplyDelete১৯ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। সানজিদা রুমি ও আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!
ReplyDelete