আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এক দশ আট আঠেরো লক্ষ পাঠকধন্য "আলোকরেখা" ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এক দশ আট আঠেরো লক্ষ পাঠকধন্য "আলোকরেখা" !



    এক দশ আট আঠেরো লক্ষ পাঠকধন্য "আলোকরেখা" !

     যেদিন থেকে নিজের কথা ভাবতে শিখেছি, যখন থেকে চোখ মেলে চারদিক তাকিয়ে প্রশ্নের উত্তর খুঁজেছি, যেদিন থেকে  অবাক বিস্ময়ে মানুষের মাঝে দেবতার উপস্থিতি অনুভব করতে পেরে আশ্বস্ত হয়েছি যে আমি একা নই সেদিন থেকে, সেইক্ষণ থেকে মানুষের ওপর আমার বিশ্বাস ন্যস্ত করতে শিখেছি !  তবে মিথ্যে বলবোনা, এই বিশ্বাসের কারণে কখনো কখনো কষ্ট যে পাইনি তা নয়! কিন্তু জীবনের খাতায় দেনা-পাওনার হিসেবটা খতিয়ে দেখার সময় "ফলাফল" এর কলামে এসে যখন পৌঁছাই তখন দেখি পাওয়ার সংখ্যা সমীকরণ সারা কলাম জুড়ে! পথচলা শুরুর ক্ষণে আমার ম্রিয়মান সাহস, দুরু দুরু বক্ষ, লোকবল কারিগরী দক্ষতার অপ্রতুলতা এবং পরবর্তী সময়ে আমার নাজুক স্বাস্থ্য প্রগতির পরিপন্থী মানুষের সাইবার  আক্রমণ - এই সবকিছুকে তুলনা করতে পারি বিয়োগ হিসেবে।  যোগ হিসেবে বলতে পারি -নে- জনের কথা আর অনেক অর্জনের কথা! বলতে পারি আরো অনেক কিছুর কথা ! কিন্তু আমার মনে হয় আমার এটা বলার সময় হয়েছে যে, আমার যত পাওয়া, যত অর্জন তার সবটুকু নিয়ে আমি তোমাদেরি একজন! আমার নিত্য যে কৃতিত্ব অর্জন তার সবটুকু তোমাদের দান! তোমাদের ভালোবাসায় আমার নিবাস। তোমরা বিনে সানজিদা আর 'আলোকরেখা' অস্তিত্বহীন



    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    7 comments:

    1. মেহতাব রহমানJanuary 12, 2020 at 5:26 PM

      আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।

      ReplyDelete
    2. "আলোকরেখা"র সাথে পথ চলার আনন্দে আমরাও আনন্দিত ! অনেক অনেক ভালোলাগা অভিনন্দন !

      ReplyDelete
    3. অন্তহীন অভিনন্দন
      আত্মিক শুভেচ্ছা

      ReplyDelete
    4. ১৮ লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।

      ReplyDelete
    5. রেহানা পারভিনJanuary 12, 2020 at 9:22 PM

      আজ আলোকরেখা আঠারো লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।

      ReplyDelete
    6. মমতা শঙ্করJanuary 12, 2020 at 9:27 PM

      আলোকরেখা ১৮ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।

      ReplyDelete
    7. শর্মিষ্ঠা সেনJanuary 12, 2020 at 9:38 PM

      অন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ