আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আমার জনম দিন ! -- - সানজিদা রুমী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আমার জনম দিন ! -- - সানজিদা রুমী


    আমার জনম দিন !
    - সানজিদা রুমী

    আমার জনম দিনের এই সকালে
    জানালার ফোঁকর গড়িয়ে এক টুকরো আলো
    কানে কানে বলে গেল
    ভালোবাসা তুই কি?
    একা একা থাকে নাকি ভালোবাসা 
    জন্মক্ষণেই তো যমজ ওরা
    একা একা বাঁচেনা তো ভালোবাসা
    কোনদিন !

    জন্ম থেকে জন্মান্তরে
    বাঁচে ওরা একসাথে
    মরেও দুজনা যুগলবন্দী !
    ভালোবাসা এক কুলুকুলু নদী
    নয়তো নৌকো বেঁধে রাখা ঝিল
    তীরহীন সাগরও তো নয়।  
    থেমে থাকে বয়ে চলে যেন নদী
    উৎস থেকে অববাহিকায়।

    ভালোবাসা যেন জল
    সূর্য্যের আদরে মেঘ হয় দিগন্তে 
    আবার কখন স্পন্দিত হৃদয়ের ওমে
    কেঁপে ওঠে, ঝরে পড়ে ঢিপ টিপ্
    ফোঁটায় ফোঁটায় বৃষ্টির উৎসবে।
    দেহের আধারে তন্ত্রীতে তন্ত্রীতে বাজে রাগ
    ধ্বনিত হয় পূজোর ঘন্টা
    ভালোবাসা মন্দিরে
    আরতির থালা হাতে ভালোবাসা ঋষি
    নাকি লালা ঝরা লোভী ?
    লাভ নেই কোন ভালোবেসে
    নাকি লাভ হাজার গুণ ?
    যুদ্ধ জয়ের নাম তো ভালোবাসা নয় 
    ভালোবাসা না হার  না কোন যুদ্ধের জয় 
    প্রতিদান পাবে বলে বসে থাকেনাতো ভালোবাসা।
    ভালোবাসা তো নয় কোন মাধুকরীনয় কোন দান
    ভালোবাসা চেনা চেনা তবু অচেনা এক সুগন্ধ যেন। 

    হৃদয়ের জরায়ুতে আবির্ভুত
    বেড়ে ওঠা ওখানেই 
    প্রসবান্তেও যায় না কোথাও।  
    ভালোবাসা দুজনার গ্রন্থিহীন বন্ধন
    ভালোবাসা দুটি  নামের চেনা-জানা

    বার্ধক্য আসে না কোনদিন ভালোবাসায় !

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    2 comments:

    1. সানজিদা রুমী তার কবিতা "আমার জনম দিন ! " মাথার উপর দিয়ে গেল। উনি কি বলতে চেয়েছেন তা নিজেই জানেন।" একা একা থাকে নাকি ভালোবাসা জন্মক্ষণেই তো যমজ ওরা " কার সাথে যমজ।এছাড়া আরো অনেক জায়গায় খাপছাড়া খাপছাড়া লেগেছে।

      ReplyDelete
    2. মিতা রহমানMarch 14, 2020 at 6:51 PM

      সানজিদা রুমী তার কবিতা "আমার জনম দিন ! " সুন্দর একখানা কবিতা ।পড়ে খুব ভাল লাগলো ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ