আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও রাত্রির নিস্তব্ধ জানালায় -------------------- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    রাত্রির নিস্তব্ধ জানালায় -------------------- মেহরাব রহমান


    রাত্রির  নিস্তব্ধ জানালায়
    মেহরাব রহমান

    উৎসর্গঃ সুপ্রিয় ইমামুল হক এর বড় ভাই পিলখানা ট্র্যাজেডিতে শহীদ
    কর্নেল মুজিবুল হককে

    মৌমিতার মুগ্ধ বিকেল
    মধু রূপে পাখি ডাকে
    রঙিলা পাখিরা
    আকাশ কিছুটা ঝুঁকে
    নিমগ্ন সন্ধ্যায়
    স্বপ্নের বেসাতি আজ
    পিছে ফিরে ফিরে চাওয়া
    সেদিনের রোমাঞ্চ  বাসর
    কতটা কেমন ছিল
    রাখি বন্ধন
    রাখি মুক্তি
    আকাশের স্বাধীনতা
    আনত লজ্জার আঁখিতে
    ছিল কতটা কৌশল
    কতটা দুষ্টু ছলনা
    কে জানে কে জানে
    কত প্রেম দুলেছিল নিভৃতে নীরবে
    টুকটাক দিগম্বর রাত্রিতে
    ধরা যাক এরকম চিত্রকল্প
    দুরুদুরু কুমারী বুক কাঁপে
    কাহার আদর ঝাঁপে
    কপালে চঞ্চল নড়েচড়ে হীরকখচিত টায়রা
    হয়তো এখনই জামার বোতাম কেটে
    উড়াল দেবে দুটো পায়রা
    ঝাঁকে ঝাঁকে সাদা বক উড়ে চলে অন্তিম আকাশে

    হঠাৎ হিংস্র শিকারীর দোনলা বন্দুক
    ঝাঁজরা করে ইহাদের বুক
    পাখিদের মৃতদেহ পড়ে থাকে এখানে সেখানে
    হায় ! হায়হায় ! হায় !
    ভাঙে ভুল মৌমিতার ভুল ভাঙ্গে
    দোনলা বন্দুক নয়
    গগনবিদারী রিকোয়েললেস রাইফেলের গুলির শব্দ
    রক্তনদীর বিডিআর ক্যাম্প
    অসভ্য জংলী খেলা
    বীভৎস পিলখানা ট্র্যাজেডি
    যুদ্ধের দামামা বাজে
    লেফট রাইট লেফট
    লেফট রাইট লেফট
    লেফট রাইট লেফট
    ডুগডুগ ডুগডুগ ভাঙাভাঙি ড্রামবিট
    বিউগলে দরবারী কানাড়া বাজে
    ঝুঁক পড়ে  বিকেলের শেষ মার্চপাস্ট


    বাতাসে খবর ভাসে
    সুতাকাটা লাল, নীল ঘুড়ি
    মৌমিতার মহব্বত ফিরবেনা কোনদিন
    স্তব্ধ সময়, অচল স্তম্ভিত চায়ের টেবিল
    পিঠা-পুলি গরম পিঁয়াজু হীম হয়ে জমে গেছে
    টিকুজির নিচে টিপটে রাখা যায়  চায়ের শরীর


    মৃত্যুর মতো ভয়াবহ শীতল
    মহব্বতের সৌখিন  টাইয়ের মিছিল
    বাহারি জামার বোতাম আদরের টার্নটেবিল
    হোমথিয়েটার, বুকশেল্ফের
    সারিসারি বই
    অগণন স্বপ্নরাশি
    সব থেমে গেছে রাতের নিস্তব্ধ জানালায়
    মৌমিতা করোটির ভেতরে হুহু কান্নার জল
    কাঁদে ক্ষুব্দ স্বদেশ
    কাঁদে লাল-সবুজের প্রতিবাদী পতাকা
    কাঁদে গোলকের সুবর্ণ মানচিত্র
    মৌমিতার দীপ্ত উচ্চারণ :
    আমি বিচার রাখি পদ্মামেঘনাযমুনা ,
    গঙ্গার কাছেবঙ্গোপসাগরের কাছে ;
    বিচার রাখি আসমুদ্রহিমাচল এর কাছে


    নিজ বাসভূমে দাঁড়িয়ে
    নতজানু হয়ে বিনম্রচিত্তে
    আমার শেষ প্রার্থনা :
     এইসব অপভ্রংশ ঘাতকদের
    কঠিন কঠিন বিচার করো স্বদেশ আমার
    স্বদেশ... স্বদেশ... স্বদেশ...

     http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ