আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আগামীকাল ! ----- সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আগামীকাল ! ----- সুনিকেত চৌধুরী

    আগামীকাল !
    - সুনিকেত চৌধুরী


    স্বপ্ন আর সম্ভাবনার
    সমস্ত দুয়ার
    বন্ধ হয়ে যায় যদি কাল সকাল নাগাদ
    বিরান হয়ে যায় যদি সকল প্রাসাদ
    সকল অট্টালিকা আর সকল দপ্তর
    সেইসাথে জনশূন্য এই নাট্যশালা, এই নগর।
    নগরপতি, সেনাপতি আর করণিক
    নগরের নামকরা সকল বণিক
    উদ্যান রক্ষী, দেহরক্ষী নগরপিতার
    সুযোগ রহিত আলাপচারিতার। 
    দূরে দূরে থেকে কাছে থাকার চেষ্টা
    আকাশ পানে চেয়ে থাকা চাতকের তেষ্টা
    না যদি মেটে কোনোমতেই অতঃপর আগামীকাল
    মানবতা কি মরে যাবে, দেখবোনা আর কোনো
    নতুন সকাল?

     http://www.alokrekha.com

    2 comments:

    1. মোহন সিরাজীApril 11, 2020 at 7:15 PM

      সুনিকেত চৌধুরী আজকের দিনটাকে সুন্দর করে বর্ণনা করেছেন তার আগামীকাল !- কবিতায়। আজ সকল সম্ভবনার দ্বার বন্ধ হয়ে গেছে । শুধু আশা নিযে বেঁচে আছি। আগামীকাল সোনালী সকাল আসবে। ভালোমাথাকবেন কবি। সুস্থ থাকবেন।

      ReplyDelete
    2. শর্মিষ্ঠাApril 11, 2020 at 7:38 PM

      সুনিকেত চৌধুরীর আগামীকাল কবিতা পড়ে খুব ভালো লাগলো। এখনকার সময়কে অপরূপ ভাবে লিখেছেন। আজ সব স্থবির হয়ে গেছে। ঊর্ধ্মুখে তাকিয়ে আছি আগামী কালের আশায় যখন আবার কোলাহলে মুখুর হয়ে যায় সকল প্রাসাদ। জনবহুল হয়ে উঠবে এই নাট্যশালা, এই নগর। অনেক অনেক ভালোবাসা কবি। সাবধান থাকবেন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ