আগামীকাল !
- সুনিকেত চৌধুরী
স্বপ্ন আর সম্ভাবনার
সমস্ত দুয়ার
বন্ধ হয়ে যায় যদি কাল সকাল নাগাদ
বিরান হয়ে যায় যদি সকল প্রাসাদ
সকল অট্টালিকা আর সকল দপ্তর
সেইসাথে জনশূন্য এই নাট্যশালা, এই নগর।
নগরপতি, সেনাপতি আর করণিক
নগরের নামকরা সকল বণিক
উদ্যান রক্ষী, দেহরক্ষী নগরপিতার
সুযোগ রহিত আলাপচারিতার।
দূরে দূরে থেকে কাছে থাকার চেষ্টা
আকাশ পানে চেয়ে থাকা চাতকের তেষ্টা
না যদি মেটে কোনোমতেই অতঃপর আগামীকাল
মানবতা কি মরে যাবে, দেখবোনা আর কোনো
নতুন সকাল?http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরী আজকের দিনটাকে সুন্দর করে বর্ণনা করেছেন তার আগামীকাল !- কবিতায়। আজ সকল সম্ভবনার দ্বার বন্ধ হয়ে গেছে । শুধু আশা নিযে বেঁচে আছি। আগামীকাল সোনালী সকাল আসবে। ভালোমাথাকবেন কবি। সুস্থ থাকবেন।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর আগামীকাল কবিতা পড়ে খুব ভালো লাগলো। এখনকার সময়কে অপরূপ ভাবে লিখেছেন। আজ সব স্থবির হয়ে গেছে। ঊর্ধ্মুখে তাকিয়ে আছি আগামী কালের আশায় যখন আবার কোলাহলে মুখুর হয়ে যায় সকল প্রাসাদ। জনবহুল হয়ে উঠবে এই নাট্যশালা, এই নগর। অনেক অনেক ভালোবাসা কবি। সাবধান থাকবেন।
ReplyDelete