বলা হোলোনা আমার কথা!
- সানজিদা রুমী
সংসার ঘন্টার অবিরাম নিনাদে
না
আমার বলা হোলো,
না
তোমার শোনা হোলো
আমার
হৃদয়ের অনুচ্চারিত কথা ---
তোমার
অবহেলায় বুকের ভেতরে
এক
আকাশ ব্যাথা নিয়ে
আমি
হাঁটি তোমার শহরে
যেন এক দিশাহীন পথভ্রান্ত পথিক!
তোমার
শোনা হোলোনা আমার কথা!
যে
স্বপ্নগুলো লালিত ছিলো বুকের ভেতর
এক
মাহেন্দ্রক্ষণে সংসার মদিরা ভরা পাত্র
সাবাড়
শেষ চুমুকে
মনের
আয়নায় প্রতিভাত
অবয়বহীন
উপস্থিতি আমার!
আমিময়
আমি ডানে ও বামে,
ওপরে
ও নীচে;
আগলহীন
ওই ওখানে
বিস্তৃতি
আমার সীমাহীন।
নেই
তাড়া কোথাও যাবার,
যেমন মায়ের জঠর!
আমি
যখন কেবল আমিময় ---
পেঁজা
তুলোর মত কোমল নিস্তব্ধতায়
তুমি
এসে দাঁড়ালে মুখোমুখি!
ততক্ষনে
উবে গেছে প্রয়োজন কথা বলার -
শুধু
হাত বাড়াই ছুঁতে তোমায়!
পাইনা
নাগাল, পারিনা ছুঁতে
দেখি,
তুমি আমাতে বিলীন!
যে
স্বপ্নের জাল বুনেছি এতদিন
শয়নে-জাগরণে নিশিদিন,
ঈশ্বর
সকালে মুহূর্তে অদৃশ্য/বিলীন
আমার
স্বপ্নসৌধ!
বলা
হলোনা আমার কথা!
এত
সুর ছিলো, এত গান ছিলো
মনে
মৃয়মান
হয়ে যায় সবকিছু
ফুরফুরে
দখিনা হওয়ায়,
বিফল
যেন শত চেষ্টা
অবশেষে
নিঃশর্ত সমর্পণ!
না
বলা হোলো আমার কথা,
না
তোমার শোনা হোলো!
বলা হোলোনা আমার কথা! আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো সানজিদা রুমি অনেকদিন পর আপনার কবিতা পড়ে । ভালো থাকবেন। সুস্থ থাকবেন
ReplyDeleteসানজিদা রুমির "বলা হোলোনা আমার কথা!" পড়ে খুব ভালো লাগলো। জাগতিক কাজের ঘনঘটায় অনুচ্চারিত থেকে যায় কথা। বলা হয়ে ওঠে না। অপরূপভাবে এই কথাটাই অংকিত এই কবিতায়। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিরন্তর।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ
Deleteসানজিদা রুমির "বলা হোলোনা আমার কথা!" পড়ে খুব ভালো লাগলো। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ "--সাধারণ ক'টা কথা বলার জন্য কি আকুতি তা কবি তার কবিতায় অংকিত করেছেন। দারুন একটা কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDeleteসানজিদা রুমির "বলা হোলোনা আমার কথা!" পড়ে খুব ভালো লাগলো। জীবন যাত্রার অংকিত প্রতিচ্ছবি এই কবিতা। হৃদয়ের অনুচ্চারিত কথা - অবহেলায় বুকের ভেতরে এক আকাশ ব্যাথা নিয়ে --দিশাহীন পথভ্রান্ত পথিক সব কিছু মিলিয়ে আমাদের কথা বলা হয়ে ওঠে না। খুব সুন্দর কবিতা প্রাণ ছুঁয়ে যায়। ভালো থাকবেন। আপনার সুস্থতা আমার কাম্য।
ReplyDelete"বলা হোলোনা আমার কথা " কবিতায় কবি সানজিদা রুমী উপলব্ধির গভীরতম প্রদেশে অনুভূত আবেগের স্ফটিক-স্বচ্ছ ফল্গুধারার যে প্রবাহে আমাদের সবাইকে সিক্ত করলেন, এবং সাথে নিলেন আমিময় সেই অস্তিত্বে বিলীন হবার প্রাক্কালে, আমরা নিশ্চিতভাবে সেই উপলব্ধি প্রসূত পুত-পবিত্র আলোর ছোঁয়া অনুভব করলাম আমাদের হৃদয়ে! কবিতায় ব্যবহৃত শব্দাবলীর সুচিন্তিত চয়ন ও ছন্দায়িত বিন্যাস মূল ভাব প্রকাশের সাথে একটা মোহনীয় দ্যোতনার সৃষ্টি করেছে যা ভীষণভাবে নান্দনিক এবং উঁচু মার্গের! কবি নিয়মিত আমাদের তাঁর এই যাত্রার অনুভূতি ও অভিজ্ঞতা এমনি করে উপলব্ধি করার সুযোগ করে দেবেন এটা
ReplyDelete"আলোকরেখা"র বিশাল পরিবারের একজন সদস্য হিসেবে আমার আশা!
This comment has been removed by the author.
ReplyDeleteকবি সানজিদা রুমির বলা হলোনা আমার কথা শিরোনামের কবিতায় কবি খুব কায়দা করে মুন্সিয়ানার সাথে নিজের গোপন দেরাজে রাখা গোপন কথা নন্দিনতত্ত্বের উপর ভর করে বলেছেন
ReplyDeleteপ্রকাশ করেছেন ইশারায়
আমার খুব খুব ভালো লেগেছে
এর চেয়ে বেশি কিছু বলবার ভাষা আমার জানা নেই
শুধু বলতে পারি এই কবিতার পংক্তি মালা কোথায় যেন ব্যাথার করুন বাঁশি বাজিয়েছে
যৌবনের সেই হৃদকম্পন প্রবলভাবে অনুভব করেছি
মনের কোথায় যেন মুচড়ে উঠেছে
অভিনন্দন কবি এমন একটি চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য