আলোকরেখার তিরিশ লক্ষ আশার প্রদীপ ! আমার চারপাশে কেমন যেন একটা বিষন্নতা! চিবুক উঁচু করে সামনের দিকে বা গন্তব্যের দিকে "আর কত দূর?"
দৃষ্টিতে তাকানোর যে সহজাত প্রবৃত্তি, আজকের মেঘলা আকাশ কেটে গিয়ে একটা রোদ্রজ্জল নীলাকাশ আগামীকালের অপেক্ষার উত্তেজনায় চোখের কোণে ঝিলিক দেয়া আশার আলো কেমন যেন স্তিমিত ! আমি পৃথিবীর যে প্রান্তে বসবাস করি সেখানে কোরোনা মহামারীর উপস্থিতির কথা জানান দিয়ে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ জারীর এক বছর পূর্ণ হচ্ছে এই মার্চ্চ মাসে !আমি ইতিহাসের ছাত্র না হয়েও জানি এত দীর্ঘ সময়ের গৃহ অবস্থান আমাদের জানা ইতিহাসে এই পৃথিবীতে আর কোথাও কোন সময়ে মানুষ করেছে ! আমাদের এই অভূতপূর্ব পরিস্থিতিতে এই অশ্রুতপূর্ব বিপদ সামলাতে হিমশিম খাওয়ার প্রথম দিকে চিকিৎসা বিজ্ঞান ও আনুষঙ্গিক বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞরা সাবধান করেছিলেন যে কোরোনা পরবর্তী সময়ে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর সাথে যুদ্ধ করে জয়ী হবেন তারা দীর্ঘমেয়াদী কোন ধরণের শারীরিক জটিলতার সম্মুক্ষীন হবেন সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও সবাই একটা বিষয়ে একমত ছিলেন যে মনের ওপরে সৃষ্ট একটা চাপ এবং ফলশ্রুতিতে একটা বিষন্নতা দীর্ঘ মেয়াদী ভাবে আসন গেড়ে বসতে পারে ! কিন্তু কেউই এই কথাটা বলেছিলেন বলে শুনিনি যে এই মহামারীর সাথে যুদ্ধকালীন সময়েই এই বিষন্নতা একটা সর্বগ্রাসী রূপ নিয়ে আক্রান্ত-অনাক্রান্ত সবাইকে আচ্ছন্ন করবে ! আমরা সবাই আমাদের চার পাশে যেটার উপস্থিতি ও প্রভাব লক্ষ্য করছি !
অভিনন্দন আলকরেখা তিরিশ লক্ষ-এ পদার্পণ করায় !সারা বিশ্বের ও বাঙলা সাহিত্য সংস্কৃতির ক্রান্তি লগ্নে আলকরেখার এই আলোকিত ভুমি, এই স্থানটুকু জ্ঞান পিপাসু বোদ্ধা সাহিত্য প্রেমী পাঠকের কাছে ভীষণভাবে মূল্যবান, আদরণীয়। পাঠকের তৃপ্তিতেই আলকরেখার যত সফলতা, সার্থকতা ! নিরন্তর শুভকামনা! ধন্যবাদ সানজিদা রুমি!
ReplyDeleteঅনেক অনেক অভিনন্দন । আলোকরেখা এই সাফল্য আমাদের পাঠকদের সাফল্য। এখানে আমরা দীপ্ত প্রজ্ঞার অন্বেষণ পাই।
ReplyDeleteঅনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে !
ReplyDeleteআলকরেখা তিরিশ লক্ষ পাঠকে পদার্পণ করায় অভিনন্দন! আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি আলোকরেখায় নতুন কোন লেখা পাবার আশায়। আজ অনেকদিন পর এত অপূর্ব লেখা পাওয়ায় আমরা আপ্লুত। আগামী চলার পথ সুন্দর সুগম ও মসৃন হোক। আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ!
ReplyDeleteআলোকরেখায় তিরিশ লক্ষ পাঠক হওয়া আমাকে করেছে অনেক আনন্দিত। অনেক সাধুবাদ। এতো সুন্দর বার্তা দিয়েছেন তা উপমাহীন আপন মহিমায় উত্তীর্ন।
ReplyDeleteআলোকরেখায় তিরিশ লক্ষ পাঠক এ পদার্পন করলো। এইতো সেদিন আলোকরেখার পথ চলা শুরু হল। আমি অত্যন্ত আনন্দিত। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteতিরিশ লক্ষ পাঠক এ ভারী আনন্দের । এইতো সেদিন আলোকরেখার পথ চলা শুরু। সর্বদাই আলোকরেখার সাথে ছিলাম ও থাকবো। যখন নতুন লেখা পাই না তখন পুরোনো লেখা খুঁজে খুঁজে পড়েছি। সচল থেকেছে আলোকরেখা। সানজিদা রুমি যে বার্তা লিখেছেন তা অনবদ্য। তাঁর সুস্বাস্থ কামনা করি।
ReplyDeleteঅন্তরের অভ্যন্তর থেকে অশেষ অভিনন্দন
ReplyDeleteআলোকরেখার জন্য
আজ আলোকরেখা তিরিশ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ ।
ReplyDeleteআজ আলোকরেখা তিরিশ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো আনন্দিত আমি। এখানে কোন নতুন কোন লেখা পেলে সকল পাঠক হুমড়ি খেয়ে পড়ে। লেখাটা যে অনন্য তা বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বের ক্রান্তি কাল তুলে ধরেছেন অপর্ব সৃজনশীলতায়। আলোকরেখার পথ চলা এমনি সুন্দর হোক এই কামনা করি। সানজিদা রুমির সম্পূর্ণ আরোগ্য লাভের কামনা রইল।
ReplyDeleteআমরা খুব সচেতনভাবেই জানি যে সনজিদা রুমী নিজের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ব্যক্তি জীবনে নিয়ত সংগ্রামে ব্যস্ত থাকেন। কিন্তু এর পরেও উনি শুরু করেছিলেন এক তীর্থ যাত্রা, সঙ্গে ছিল ব্যাগপ্যাক ভরা বাংলা ভাষা ও সংস্কৃতির জন্যে ভালোবাসা! অন্তরে ছিলো অদম্য সাহস আর মানুষের জন্যে সতত প্রবাহিত ভালোবাসার ফল্গুধারা! তিনি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে "মাভৈঃ" বলে শক্ত করে হাতের মুঠোয় ধরেছিলেন রংধনু রং ডিঙার বৈঠা! ডিঙা ভাসিয়েছিলেন দূর দিগন্তে দৃশ্যমান 'আলোকরেখা" বরাবরে! যাত্রা শুরুর প্রথম ক্ষণগুলোতে একটা তাড়া ছিল লক্ষ্যে পৌঁছানোর! কিন্তু যাত্রা পথে অগুনতি সোনা হৃদয়ের সংস্পর্শে এসে, তাঁদের অকৃপণ ভালোবাসায় আপ্লুত হয়ে এক সুন্দর সকালে সম্ভবত উপলব্ধি করলেন, লক্ষ্যে পৌঁছানোর তাড়াটা আর নেই! সেখানে স্থান করে নিয়েছে যাত্রা সুখের মহানন্দ!
ReplyDeleteআর আমরা যারা পাঠক হয়ে সানজিদা রুমীর যাত্রা-সঙ্গী হয়েছি আমরাও বৈঠা ধরা কান্ডারীর মত গলা ছেড়ে গান ধরেছি, "বাইয়া যাও রে ....... , ও মাঝি, অকুল দরিয়ার মাঝে, বাইয়া যাও!"
একান্নবর্তী পরিবারের মত ভালোবাসা ও সহমর্মিতার শক্ত ভিত্তির ওপর রচিত সানজিদা রুমী ও "আলোকরেখা"র পাঠক-লেখক এর এই পরিবারের সবাইকে তিরিশ লক্ষ হৃদয়ের কম্পনে সৃষ্ট পুত-পবিত্র শুভ্র অভিনন্দন!