চুপ
করো, শব্দহীন হও
– শঙ্খ ঘোষ
এত বেশি কথা বলো কেন? চুপ করো
শব্দহীন হও
শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর
লেখো আয়ু লেখো আয়ু
ভেঙে পড়ে ঝাউ, বালির উত্থান, ওড়ে ঝড়
তোমার চোখের নিচে আমার চোখের চরাচর
ওঠে জেগে
স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু
লেখো আয়ু লেখো আয়ু
চুপ করো, শব্দহীন হও ।
এতো কথা বলাবলির মাঝে কথা না বলে বরং শব্দহীন হয়ে আয়ু লেখার কথাটা স্মরণ করিয়ে দেয়ার জন্যে অনেক প্রণাম! আর তাই কথা না বলে শব্দহীন হলাম ! চুপ করলাম !
ReplyDelete