নদীর বাঁকে চাঁদের ভেলায়
মেহরাব রহমান
কাব্যগ্রন্থ : ‘আমি ক্রীতদাস’
টরন্টো
১০/১৩/২০২৩ইং 
চুম্বনে কি ঝাঁঝ ছিল না? 
খরস্রোতা উজান নদীর বাঁক ছিল না? 
গভীর বনের হরিণ--ক্ষুধার 
ব্যাঘ্র ব্যাকুল বাঘ ছিল না? 
শ্রাবণ মেঘের গুড়ুম গুড়ুম হাঁক ! 
শিশিরস্নাত ভোরের পাখির ডাক! চুম্বনে কি লালচে লালচে গভীর ক্ষত
গোলাপ কাঁটার দাগ ছিল না? 
লজ্জা রাঙা ঢং মেশানো রং ছিল না? 
শৈশবের 
যৌবনের 
মৌবনের 
ঘুমপাড়ানি গান ছিল না? 
হয়তো ছিল 
নয়তো সবই ভুল ছিল। 
কিংবা তখন প্রাণের ভেতর প্রাণ ছিল না। 
ঝড়ের রাতে আঁধার ছিল সাথে 
ক্লান্ত হাতে পাথর ঘষেও 
তারার আগুন জ্বললো না। 
তাই কি তুমি মোমের মতো গললে না 
আমার সাথে বসন্ত গান গাইলে না? 
অন্ধকারে 
বন্ধ ঘরে 
শব্দ করে হাসলে না? 
চাঁদের আলোয় 
ফুলের ভেলায় 
আমার সাথে ভাসলে না?
তাই কি তুমি হিমের রাতে
আমার বুকে ওম ছড়াতে 
দেহের আগুন ঢাললে না? 
জানি সেদিন চুম্বনে 
খরস্রোতা ঝাঁঝ ছিল না 
জোয়ার-ভাটার টান ছিল না 
লজ্জা রাঙা দাগ ছিল না 
গোলাপ কাঁটার ঘা ছিল না। 
আসলে আবার বসন্ত দিন 
জ্বালব আগুন 
বন্য বনে 
মুগ্ধ ক্ষণে 
ফেলে আসা নদীর বাঁকে 
চাঁদের ভেলায় 
সন্ধ্যে বেলায় 
ব্যাকুল ঠোঁটে 
দেব চুমু
অন্তরালে তপ্ত চুমু 
কঠিন চুমু 
কুসুম কোমল রুমুঝুমু 
তুমি তখন মোমের মতো গলতে গলতে 
পুবের হাওয়ায় ভাসতে ভাসতে 
আমার সাথে 
হারিয়ে যাবে 
যোজন যোজন আলোর মালায়।
http://www.alokrekha.com

 





 লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে
লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 







 
 
 
 
 
 
বহুদিন পর কবি মেহরাব রহমানের কবিতা পেলাম। সুন্দর ছন্দোবদ্ধ প্রেমের কবিতা। পড়তে খুব ভালো লাগলো। কবিতার নামকরণও কবিতার সাথে সামঞ্জস্যপূর্ন। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নতুন কবিতা প্রকাশ করার জন্য। কবিকে অন্তরীণ অভিনন্দন।
ReplyDeleteকবি মেহরাব রহমানের "নদীর বাঁকে চাঁদের ভেলায়" খুবই অনন্য কবিতা। আমি বহুবার পড়লাম। পড়তে খুব ভালো লাগলো। ছন্দে ছন্দে প্রেমের আকুতি বর্ণিত হয়েছে। কবি এখানে সার্থক। বহুদিন পর কবি মেহরাব রহমানের কবিতা পেলাম। অনেক অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteকবি মেহরাব রহমানের "নদীর বাঁকে চাঁদের ভেলায়" কবিতা বুকের ভেতর অনুররণ ঘটায়। খুব ভালো লাগলো পড়ে। প্রেমের এক অনবদ্য রূপ তুলে ধরেছেন কবি এখানে। খুবই অনন্য একখানি কবিতা।শুভেচ্ছা কবি। ধন্যবাদ আলোকরেখা।
ReplyDeleteকবি মেহরাব রহমানের "নদীর বাঁকে চাঁদের ভেলায়" সাহসী প্রেমের কবিতা। প্রেমের নিবিড় ভেলায় ভেসে যাওয়া। শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে ভালোবাসা খোঁজা। অনবদ্য প্রকাশ। খুব ভালো লাগলো এতদিন পর এমন একখানি কবিতা পাওয়ায়। শুভকামনা নিরন্তর কবি।
ReplyDeleteকবি মেহরাব রহমানের "নদীর বাঁকে চাঁদের ভেলায়" কবিতা যেন রিনিঝিনি ছন্দে বেজে উঠেছে। ছন্দে ছন্দে মহানন্দে পড়ালাম খুব ভালো লাগলো। ধন্যবাদ কবি এমন একখানি কবিতা উপহার দেবার জন্য।
ReplyDeleteকবি মেহরাব রহমানের "নদীর বাঁকে চাঁদের ভেলায়" অনন্য এক কবিতা। আমি লেখক বা কবি সাহিত্যিক নই। জানি না কিভাবে ভালোলাগা বর্ণনা করবো। শুধু বলবো খুব ভালো লেগেছে পড়ে। ভালোবাসা কবি।
ReplyDeleteআলোকরেখার কাছে বিশেষ আবেদন আমার প্রিয় লেখক কবি সুনিকেত চৌধুরীর প্রকাশ করার জন্য। বহুদিন তাঁর কোন কবিতা পাইনা। তাই পুরোনো কবিতাই পড়ি। আশা করি আলোকরেখার কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন।
ReplyDelete