আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কি করি হায় আসে না সজনী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কি করি হায় আসে না সজনী।

    কি করি হায় আসে না  সজনী।
    পরিশ্রান্ত দৃষ্টি উচাটন    ---
    কারো পদ পরশনে চকিত প্রান মন।
    পাগল আমি ছুটে যাই দশদিকে 
    বরষন মন্দির বাজে রিনিঝিনি 
    মনের কোণে বাজে তার পদ ধ্বনি ।
    কি করি হ্যায় আসে না  সজনী----
    দিন গড়িয়ে সন্ধ্যা পেরোয়
    নিশি পহায়ে  হয় ভোর --
    নিদ্রাহীন আঁখি মোর ।
    আসে না কালা বিরহ বিধুর রাধিকা
    সজল নয়নে বিফল সাজনে --
    রাই বিনোদিনী কাঁদে একা শায়নে।
    কি করি হায় আসে না  সজনী----




    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    4 comments:

    1. মোহন সিরাজীJanuary 9, 2025 at 7:25 PM

      কি অপূর্ব। শ্রুতি মধুর। অনবদ্য অনুবাদ। খুব ভালো লাগছে। এতো দিন পর একটা পোষ্ট পেলাম তাও এতো সুন্দর। এই জন্যই আলোকরেখাকে এত ভালো লাগে আমাদের। অনেক অনেক সু স্বাগতম আমাদের ভুবনে।

      ReplyDelete
    2. মিতালী মুখার্জীJanuary 9, 2025 at 7:36 PM

      অনবদ্য অনুবাদ। খুব ভালো লাগলো। ওস্তাদ রাশিদ খান আমার খুব প্রিয় শিল্পী। ওঁনার অকাল প্রয়ানে খুব মন ভেঙে গেছিলো। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে দেবার জন্য। শুভ কামনা।

      ReplyDelete
    3. সমীরণ ভট্টাচার্যSeptember 3, 2025 at 4:41 PM

      "কি করি হায় আসে না সজনী" ওস্তাদ রাশিদ খানের গলায় গাওয়া গান-" ক্যায়া কারু হায় আয়ে না সাজানি " আমার প্রিয় । অনেককেই এই গানটি গেয়েছেন কিন্তু রাশিদ খানের গলায় তা হয়ে উঠেছে অনন্য । আর সানজিদা রুমি এর যে অনুবাদ করেছেন তা অনবদ্য প্রশংসার দাবীদার । কতবার যে শুনলাম তার ইয়াত্তা নেই। আলকরেখা আমাদের প্রিয় কারন এখানে সবকিছু পাওয়া যায় যা আমাদের মমন ও প্রজ্ঞাকে সমৃদ্ধ করে । অনেক শুভেচ্ছা আলকরেখাকে ।

      ReplyDelete
      Replies
      1. মুনা চৌধুরীর ‘শুভাশীষকে চিঠি’ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও পছন্দের কারণে বারবার জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। আপনাদের অনুরোধ ও প্রত্যাশা আমরা গভীরভাবে উপলব্ধি করি। অনেকেই জানতে চেয়েছেন—কবে প্রকাশিত হবে পরবর্তী পর্ব?

        আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, খুব শিগগিরই নতুন পর্বগুলো প্রকাশিত হতে যাচ্ছে। আলকরেখার প্রতি আপনাদের এই অটুট ভালোবাসা ও অবিচল সঙ্গের জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আপনারা আছেন বলেই এই যাত্রা এত সুন্দর।

        Delete

    অনেক অনেক ধন্যবাদ