আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এসে দেখে যেও, শুনে যেও! ---------- সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এসে দেখে যেও, শুনে যেও! ---------- সুনিকেত চৌধুরী

    এসে দেখে যেও, শুনে যেও!
    - সুনিকেত চৌধুরী

    অসামান্য আন্তরিকতায় উন্মোচিত হয়েছিলো একদা 
    আমাদের যত  ভ্রম আর ভাবনার অলিগলি 
    ঠিক-বেঠিকের নিরিখে তো প্রতিভাত হয়নি 
    একটিও  কথা কিংবা গুনগুনিয়ে গাওয়া গান ! 
    দেবশিশুর মতো তোমার হাসি আর খুনসুটি 
    ঝর্ণা ধারার সাথে প্রতিযোগিতায় নেমেছিলো যেন 
    প্রতিটা দিনের সকাল, সন্ধ্যা আর রাত্তিরে !
    সেদিনের সেই বর্তমান আজো বহমান 
    অনুভবের পরতে জেগে থাকা প্রতিটা অণুক্ষণে 
    অন্তর্বাস অন্তর্হিত অবয়বে এসে দেখে যেও 
    শুনে যেও সেই কথা সেই গান বেড়িয়ে যাবার ছলে!

     http://www.alokrekha.com

    8 comments:

    1. - সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি দুর্বোধ্য কবিতা । আলোক রেখায় তিনি খুব প্রিয় একজন কবি ।ওনার পাঠক অনেক ।কিন্তু আমি বুঝতে পারিনা কেন তিনি এত জনপ্রিয় হতে পারলেন ? অনেক ভাল ভাল মন্তব্য আসে তা একপেশে। আমি সুনিকেত চৌধুরী ও তার পাঠকদের উদেশ্যে বলতে চাই। কতগুলো কঠিন শব্দাবলী দিয়ে ছন্দোবদ্ধ বিহীন কবিতার ব্যকারন বহির্ভূত লেখা কবিতার মুন্সিয়ানা দেখানো হয় না ।আশা করব সুনিকেত চৌধুরী এই ব্যাপারে সচেতন হবেন । আর পাঠকরাও ভেবে দেখবেন।

      ReplyDelete
      Replies
      1. মোহন সিরাজীAugust 3, 2025 at 3:15 PM

        - সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি একেবারে ভিন্নধর্মী কবিতা । আলোক রেখায় কবি সুনিকেত খুব প্রিয় একজন কবি ।ওনার পাঠক অনেক ।কিন্তু আমি বুঝতে পারছি না ওনার কবিতা আপনার কাছে এত দুরবদ্ধ কেন মনে হচ্ছে ? আর আপনি Anonymous হয়ে মন্তব্য না করে নাম নিয়ে সামনে আসেন। আপনি বুঝতে পারেন না সেটা আপনার সমস্যা ।কিন্তু আমরা যারা তাঁর ভক্ত তাদেরতো বুঝতে অসুবিধা হয় না ।তিনিতো প্রানের কথা বলেন । সমসাময়িক বা জীবনবোধের কথা বলেন ।এই কবিতায় কবির আবেগময় আহ্বান—প্রিয়জন যেন ফিরে এসে দেখে যায় সেই স্মৃতিময় স্থান, সেই অনুভব যা এখনো হৃদয়ে জীবন্ত। এটি কেবল একটি প্রত্যাশা নয়, বরং স্মৃতির প্রতি এক গভীর নিবেদন। ভাল থাকবেন আমাদের প্রিয় কবি ।আরও ভাল ভাল কবিতা উপহার দেবেন ।ধন্যবাদ আলকরেখা ।

        Delete
    2. মিতালী মুখার্জিAugust 3, 2025 at 3:34 PM

      সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি একেবারে ভিন্নধর্মী জীবন বোধের কবিতা । আলোক রেখায় কবি সুনিকেত খুব প্রিয় একজন কবি ।ওনার পাঠক অনেক । আমিও তার একজন একনিষ্ঠ পাঠক ।আমি অপেক্ষায় থাকি কবে আলক রেখায় কবি সুনিকেতের কবিতা প্রকাশিত হবে। কারন আমি অনেক চেষ্টায়ও অন্য কোথাও তার লেখা খুজে পাই নাই ।যারা তার কবিতা দুর্বোধ্য মনে করেন ।আমি বলবো একটু পড়াশোনা করেন তাহলেই কেবল তার কবিতা বোধগম্য হবে । আমরা তার ভক্তরা তারি লেখার ভক্ত থাকব । জনপ্রিয়তার তালিকায় তার কবিতা থাকে। তিনিই আমাদের প্রানের কবি। অনেক অনেক শুভেচ্ছে ও ভালবাসা কবি।

      ReplyDelete
    3. সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি খুব সুন্দর কবিতা। কবি সুনিকেত সবার খুব প্রিয় একজন কবি ।ওনার পাঠক অনেক । আমিও তার একজন একনিষ্ঠ ভক্ত । এই কবিতায় কবি মানুষের মানসিক জটিলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দিয়েছেন। ‘ভ্রম’ শব্দটি মায়া ও বিভ্রান্তির বহিঃপ্রকাশ।সত্য-মিথ্যার সীমা অনির্ধারিত — ঠিক-বেঠিক নির্ধারিত হয়নি বলার মাধ্যমে কবি জীবনের আপেক্ষিকতাকে তুলে ধরেছেন।

      ReplyDelete
    4. সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি খুব সুন্দর কবিতা। এখানে গান ও কথার বিশুদ্ধতা — গাওয়া গান ও বলা কথা কোনো নিয়ম বা পরিমাপে বাঁধা ছিল না; ছিলো মুক্ত ও অনাবিল। ও দেবশিশুর হাসি ও খুনসুটি — প্রেম বা বন্ধুত্বের অনাবিল, নিষ্পাপ রূপকে ‘দেবশিশু’ শব্দ দিয়ে বিশ্লেষণ করেছেন। অতান্ত্য বলিষ্ঠ উপমায় কবিতাটি অনন্য হয়ে উঠেছে। অনেক ভালবাসার কবি আপনাকে অন্তরের শুভেচ্ছা ।

      ReplyDelete
    5. ডঃ অজিত গুহAugust 3, 2025 at 5:20 PM

      সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি খুব সুন্দর কবিতা। এই কবিতার প্রতিটি বাক্য উপমায় উত্তিরন। আমি সেগুল তুলে ধরার চেষ্টা করছি কেবল। ভুল মার্জনীয় ।যেমন ঝর্ণাধারার প্রতিযোগিতা এই উপমা দিয়ে জীবনের প্রাণবন্ততা ও উচ্ছ্বাস বোঝানো হয়েছে। প্রিয়জনের হাসির সাথে প্রকৃতির সৌন্দর্যের তুলনা করেছেন দিন, সন্ধ্যা, রাত্তির – সময়চক্র — সময়ের প্রতিটি মুহূর্তেই সেই অনুভূতির উপস্থিতি ছিল; অতীত হয়ে গেলেও অনুভবে তা বর্তমান। ‘আজো বহমান’ অনুভব — স্মৃতি ও অনুভূতি কখনো ফুরায় না; তারা অনুভবের স্তরে চিরন্তনভাবে বেঁচে থাকে। ‘অন্তর্বাস অন্তর্হিত অবয়ব’ গভীর আত্মিক সংযোগ বোঝানো হয়েছে, যা বাহ্যিক নয়, আভ্যন্তরীণ ও চেতনাগত।‘এসে দেখে যেও’ – আহ্বান — এটি প্রিয়জনের প্রতি অনুরোধ; যেন স্মৃতিময় সেই স্থান বা সম্পর্ক পুনরায় একবার দেখে যায় ।‘শুনে যেও সেই গান’ – স্মৃতির পুনরাবৃত্তি — পুরোনো কথার ও সুরের প্রতিধ্বনি শুনে যাবার জন্য একটি আবেগময় আকুতি।
      ‘বেড়িয়ে যাবার ছলে’ – বিদায়ের পরত — প্রিয়জন চলে গিয়েছে, অথবা চলে যাবে; সেই বিদায়ও যেন স্মৃতির অংশ হয়ে থাকে।কবিতায় আবেগের গূঢ় স্তর — পুরো কবিতায় ব্যক্তিগত, প্রগাঢ় আবেগ প্রবাহিত যা প্রিয়জনের অনুপস্থিতিতেও চেতনায় জেগে থাকে। দারুন কবি !

      ReplyDelete
    6. অসীম গোস্বামীAugust 3, 2025 at 5:23 PM

      সুনিকেত চৌধুরীর কবিতাটি এক গভীর স্মৃতি, আবেগ এবং সম্পর্কের প্রতিচ্ছবি। এখানে প্রেম বা আত্মিক বন্ধনের এক নিবিড় অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যা সময়ের সঙ্গে হারিয়ে যায়নি। প্রিয়জনের হাসি, আনন্দ এবং উপস্থিতি এখনো অনুভবের স্তরে বিদ্যমান। কবি তাকে পুনরায় আহ্বান জানাচ্ছেন—যেন সে ফিরে এসে সেই কথা, সেই গান একবার শুনে যায়। বিদায় ও বেদনার পটভূমিতে লেখা এই কবিতা চিরন্তন ভালোবাসা ও স্মৃতির সঙ্গীত।

      ReplyDelete
    7. মৃন্ময়ীAugust 3, 2025 at 6:15 PM

      আমার অনেক অনেক প্রিয় কবি সুনিকেত চৌধুরীর "এসে দেখে যেও, শুনে যেও!" কবিতাটি খুব সুন্দর কবিতা। আমার ধারণা ও বুদ্ধিতে আমি যতটুকু বুঝি এই কবিতায় কবি অতীতের এক নির্মল সম্পর্কের স্মৃতিচারণ করেছেন—যেখানে ভুল, ঠিক কিংবা পরিমিতি কিছুই ছিল না- ছিল কেবল অকপট আন্তরিকতা। প্রিয়জনের হাসি, খুনসুটি প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছিল, যা এখনো কবির ভাবনায় পেয়েছি । প্রিয়জন এখন অনুপস্থিত, কিন্তু সেই স্মৃতি, গান, হাসি ও কথোপকথনের মুগ্ধতা কবিকে তাড়িয়ে বেড়ায়। কবি তাকে পুনরায় আহ্বান জানাচ্ছেন—এসে যেন দেখে যায়, শুনে যায় সেই অতীতের মধুময় মুহূর্তগুলোর ধ্বনি ও প্রতিধ্বনি। এই কবিতা স্মৃতি, বেদনা এবং অনন্ত চেতনার একটি সংবেদনশীল প্রকাশ। কি যে ভাল লাগছে আমার। অনেক অনেক ভালোবাসা কবি। ভালো থাকুন এই প্রার্থনা করি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ