বন্ধন
সানজিদা রুমি
আমি যেন এক ফলভরা কানন,
সহস্র শ্রমে গড়ে তোলা জীবন-বাগান।
শাখা-প্রশাখায় ছড়িয়ে দিয়েছি স্নেহ ও প্রেম—
দিনরাত ভরে উঠি নিঃশব্দ নিবেদনে।
পাখিরা আসে, গান গায়, বাসা বাঁধে,
শুক-সারির মৃদু ছোঁয়ায় কাঁপে পত্র-পল্লব।
ক্লান্ত পথিক আমার ছায়ায় খুঁজে পায় প্রশান্তি,
নির্ভার হয়ে আমার কোলে হারায় ঘুমের দেশে।