আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও হলুদ দুঃখের মতো জোনাকিরা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    হলুদ দুঃখের মতো জোনাকিরা






    হলুদ দুঃখের মতো জোনাকিরা

     আনিনা তাহিন নেভিলা

    হলুদ দুঃখের মতো জোনাকিরা
    পাখা মেলে স্থির - এতিম কবর নিঃশব্দ মাঠে।
    দুকাঁধের পাশে ছুটে চলা-
    সমানুপাত জেব্রাক্রসিং, সসীম হিসেবের পথে।
    বিয়োগের কাটাকাটি দাগে, চোখের মতো দাঁড়ায়-
    দ্বিধাহীন গ্লানিদায়ক সর্পিল বহতা নদী -ভালবেসে।
    সেই একই দিকে হাত বাড়িয়ে বসে-
    যতসব গতকাল। অধিক কিছু ফাঁপা হয়ে,
    দুলে উঠে জলজ আর্তির ভারে, ঠিক কিনারে।
    কোন্ আদি গর্ভ দেবে- ক্ষুধাতুর হাঁড়ে রক্তকমল!
    কি করে বলি! ভয়ার্ত এইসব দিনে-
    আধখানা রাতের মতো পঙ্কিল ঘন সময়ের খাঁজে
    আমাদের নিদ্রাহীন চোখ লেখা হয়ে বাজে।
    জলের ছাঁটের স্বাদে- আকাশের নোনা নদে-
    বিকেলের মুখে ছাই ঘঁষে যায়-আদতে জানায়-
    বেঁচে থাকার আনন্দও রাত রঙ হয়!
    আমাদের বিয়োগের ভয়-
    নিয়মের অধিকার ভালোবেসে, পারাবত আকাঙ্ক্ষায়-
    জননীর মতো- ঘুম ডাকে এসে।

     http://www.alokrekha.com

    1 comments:

    1. আজ বেশ কিছুদিন বাদে কবিতা পেলাম। কবির লেখা এত অপূর্ব অনবদ্য।হৃদয়য়ের প্রতিটি অলিন্দে স্পর্শ করে । যেমন কথা তেমনি তার ভাব অমনি শব্দ চয়ন।সব কবিতার বিশয়বস্তু ভিন্ন। হলুদ দুঃখের মতো জোনাকিরা-আনিনা তাহিন নেভিলা আরেকটি অনন্য কবিতা! ভালোবাসা কবি ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ