আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও জনতা। - আশরাফ আলী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    জনতা। - আশরাফ আলী


    জনতা।
    - আশরাফ আলী

    সুদৃশ্য তোরণ কিংবা সমবেত জনতার সংখ্যা দিয়ে নয়
    জনপ্রিয়তা তোমার বিচার কোরো কত কাছে জনতার
    এসেছিলে তুমি, রেখেছিলে কত প্রতিশ্রুতি তোমার!
    না যদি পারো দিও না কথা এসোনা দ্বারে দ্বারে,
    সমবেত কণ্ঠে গেয়ো না মুক্তির গান জনতার সাথে !

    সংখ্যা তো নয় মানুষের জীবন নতুন করে অংক শেখ
    হিসেবের সব শেষে  শূন্য যদি মেলে অংক হয়নি ঠিক
    এই কথাটা জেনে নিও তুমি পাহাড় ধ্বসা মৃত মানুষের
    মায়েদের কাছে গিয়ে! আরো যেতে পারো ওই আঙিনায়
    পুড়ে ছারখার যেই বাড়ি-ঘর অনেক দূরের দেশে। 
    অযোগ্য আয়ার কাছে সন্তান যেমন রাখবেনা কেউ কোনোদিন
    জনতাও একদিন রেগে মেগে গিয়ে বলে দেবে তোমাদের
    আজকেই তোমার কাজের শেষদিন!

     http://www.alokrekha.com

    7 comments:

    1. মাহবুব সালেহীনJune 17, 2017 at 11:27 PM

      আজ এক মন্ত্রি মহাদয়্কে তাদের জনপ্রিয়তার কথা বেশ ফলাও করে বলতে শুনলাম।অথচ দেশে এত বড় এক বিপর্যয় ঘটেছে সেটা মুখ্য বিষয় নয়।জানি না কবি আশরাফ আলীর এই কবিতা খানি তারই উপর ভিত্তি করে লেখা কি না ? তবে আমাদের জনতার কথা ও ভাষা এই কবিতায় ব্যক্ত হয়েছে । খুবি আনন্দিত হলাম কবিতাটা পড়ে ।ধন্যবাদ কবি!

      ReplyDelete
    2. লালন অনাদিJune 18, 2017 at 1:19 AM

      শুধু ছন্দবদ্ধ শব্দ ও কঠিন বাক্য প্রয়োগে ভাল কবিতা হয় না ।দৃঢ় বিষয় বস্তু আর সুনির্দিষ্ট জোরাল বার্তা থাকা প্রয়োজন যা কবি আশরাফ আলীর জনতা কবিতায় বিদ্যমান। সত্যি কবি প্রশংসার যোগ্য ।
      -

      ReplyDelete
    3. মহতী মন্ডলJune 18, 2017 at 1:28 AM

      এই কথাটা জেনে নিও তুমি পাহাড় ধ্বসা মৃত মানুষের
      মায়েদের কাছে গিয়ে! আরো যেতে পারো ওই আঙিনায়
      পুড়ে ছারখার যেই বাড়ি-ঘর অনেক দূরের দেশে।এই কথাগুলো কি ভীষণ প্রযোজ্য আজকের দিনে।কবি আশরাফ আলীর জনতা কবিতাটা "জনপ্রিয়তার" ভাষা বদলিয়ে দিয়েছে ।

      ReplyDelete
    4. নাদিম আহমেদJune 18, 2017 at 11:14 AM

      সমসাময়িক বিষয় দারুন শব্দ চয়ন ওঃ কবিতার অনবদ্য রচনা শৈলী ।অনেক ভাল লাগলো পড়তে কবি আশরাফ আলীর জনতা কবিতা ।অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    5. কবি আশরাফ আলীর "জনতা" কবিতাটি পড়লাম , ছোট কবিতা , চলে, তবে মানের দিক দিয়ে কবি শুনিকেত ,কিংবা মেহরাব রহমানের চেয়ে নিম্নো মানের

      ReplyDelete
    6. আশরাফ আলীর জনতা কবিতার ব্যাপারে আমি পাঠক কাজলের সাথে একমত , তবে আশরাফ
      আলীর ই বা কি দশ , উনি তো নিজেকে কবি বলে তেমন দাবি করেন না

      ReplyDelete
    7. পাঠক ভাইসব , আশফার আলী , এত আলোচনা , একটু বলবেন উনি কে, উনার কোনো বই পড়েছি বলে তো মানি হয় না

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ