কোথায় যাবে তুমি?
আশরাফ আলী
ছেড়ে দিয়ে ভেলা তোমার হৃদয়ের নিস্তরঙ্গ অসীমতায়
নিরুদ্দেশের যাত্রী হয়েছি সেদিন যেদিন ছুঁয়েছি তোমায়!
জানিনা যে ডুবে আমি মরে যাবো
নাকি পৌঁছে যাবো নৈস্বর্গের নৈর্ব্যক্তিক নির্ভানা ভুমে!
যদি বলতে বল "কভি আলবিদা না কহনা" ভুল হবে তোমার,
তুমি তো যাও নি কোথাও! আছো তো আমারি সাথে সারাটাক্ষণ!
এখন যদি বল, “এখন তবে যাই”, তবে আমি যাব সাথে তোমারhttp://www.alokrekha.com
ভাল লাগলো -সুন্দর কবিতা।
ReplyDeleteদারুন ভাব বোধ মনমুগধকর চাওয়া। ভালোবাসার আবেদন কবিতাটিকে অভিনব রূপ দান করেছে। প্রেমের হাত ধরে নিরুদ্দেশের যাত্রী হয়ে যাওয়া যায়- তাকে ছুঁয়ে ডুবে যাওয়া যায় অথৈ সায়রে আবার পৌঁছে যাওয়া যায় নৈস্বর্গের নৈর্ব্যক্তিক নির্ভানা ভুমে! সেই প্রেমের এই বার্তা অপরূপ চমত্কারভাবে রূপায়িত হয়েছে এই কবিতায়।
ReplyDeleteভালো লাগলো কবিতাটা।লেখক প্রশংসার দাবিদার।
ReplyDelete