আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কোথায় যাবে তুমি? ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কোথায় যাবে তুমি?










    কোথায় যাবে তুমি?
    আশরাফ আলী

    ছেড়ে দিয়ে ভেলা তোমার হৃদয়ের নিস্তরঙ্গ অসীমতায়
    নিরুদ্দেশের যাত্রী হয়েছি সেদিন  যেদিন ছুঁয়েছি তোমায়!
    জানিনা যে ডুবে আমি মরে যাবো
    নাকি পৌঁছে যাবো নৈস্বর্গের নৈর্ব্যক্তিক নির্ভানা ভুমে!

    যদি বলতে বল "কভি আলবিদা না কহনা" ভুল হবে তোমার,
    তুমি তো যাও নি কোথাও! আছো তো আমারি সাথে সারাটাক্ষণ!
    এখন যদি বল, “এখন তবে যাই”, তবে আমি যাব সাথে তোমার


     http://www.alokrekha.com

    3 comments:

    1. মোহন সিরাজীFebruary 8, 2018 at 8:10 PM

      ভাল লাগলো -সুন্দর কবিতা।

      ReplyDelete
    2. দারুন ভাব বোধ মনমুগধকর চাওয়া। ভালোবাসার আবেদন কবিতাটিকে অভিনব রূপ দান করেছে। প্রেমের হাত ধরে নিরুদ্দেশের যাত্রী হয়ে যাওয়া যায়- তাকে ছুঁয়ে ডুবে যাওয়া যায় অথৈ সায়রে আবার পৌঁছে যাওয়া যায় নৈস্বর্গের নৈর্ব্যক্তিক নির্ভানা ভুমে! সেই প্রেমের এই বার্তা অপরূপ চমত্কারভাবে রূপায়িত হয়েছে এই কবিতায়।

      ReplyDelete
    3. সোহরাব হোসেনFebruary 9, 2018 at 1:16 AM

      ভালো লাগলো কবিতাটা।লেখক প্রশংসার দাবিদার।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ