আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নববর্ষের বন্দনা! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নববর্ষের বন্দনা!



     নববর্ষের বন্দনা!
    - সুনিকেত চৌধুরী 

    সেদিনের সেই সন্ধাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে তুলসীতলায়
    মঙ্গল বার্তা পৌঁছে তুমি দিয়েছিলে সবার অজান্তে।
    মঙ্গল সূত্র গলায় আর মঙ্গল শোভাযাত্রা শেষে
    কপোলের ঘাম মুছে তাকিয়েছিলে দূরের ওই ভবিষ্যতের পানে
    তারপর গানে গানে সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন হলো
    উলুধ্বনি দিয়ে তখন হলো বরণ সম্পাদিত সকল কর্ম !
    যদি বলি, আজ তবে আসি, ওম ভরা হৃদয়ের সবটুকু উষ্ণতা
    রেখে যাবো তোমার কাছে!
    বিনীত, সুনিকেত !



    http://www.alokrekha.com

    7 comments:

    1. আলকরেখার সকল লেখক ও কর্তৃপক্ষকে নববর্ষের শুভেচ্ছা।আর বিশেষ করে আমাদের প্রানপ্রিয় কবি কবি সুনিকেতকে অন্তরের অন্তস্থল থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা।

      ReplyDelete
    2. নববর্ষের বন্দনা! চমত্কার লেখা , খুব ভালো লাগলো, কবিকে অভিনন্দন

      ReplyDelete
    3. বরুন রোজারিওApril 18, 2018 at 1:25 AM

      নববর্ষের বন্দনা , এতো ছোট কবিতা তবুও মন কেড়ে নেয়, কবিকে অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    4. শর্মিষ্ঠা সেনApril 18, 2018 at 1:38 AM

      যদি বলি, আজ তবে আসি, ওম ভরা হৃদয়ের সবটুকু উষ্ণতা
      রেখে যাবো তোমার কাছে! এমন করে এমন কথা বলতে পারেন শুধু কবি শুনিকেত , কবিকে অনেক ভালোবাসা

      ReplyDelete
    5. অরুন্ধুতী কর্মকারApril 18, 2018 at 1:45 AM

      নববর্ষের বন্দনা! ছোট্ট কবিতা কিন্তু মনে আঁচড় কাটলো বিরাট। কবিকে এক রাশ ভালোবাসা

      ReplyDelete
    6. নীলিমা পুরোকায়স্তApril 18, 2018 at 1:59 AM

      সেদিনের সেই সন্ধাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে তুলসীতলায়
      মঙ্গল বার্তা পৌঁছে তুমি দিয়েছিলে সবার অজান্তে। কবিতাটি এতো ভালো লাগলো যে ভাবছি কবিকে মঙ্গল বার্তা কখন কি ভাবে পৌঁছাবো

      ReplyDelete
    7. মওলানা আবু সুফিয়ানী আল হায়দারীApril 20, 2018 at 7:30 PM

      "তুমি বেরিয়ে পড়ো " এটি পুরুষ ও ইসলাম বিরোধী কবিতা। এতে মানুষের মনে বিদ্দেষ পয়দা হবে আর তার থেকে হবে দাঙ্গা হাঙ্গামা। তাই এমন কবিতা লেখা হারাম।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ