প্রিয় পাঠক,
এক বন্ধু সেদিন কথায় কথায় বলছিলেন আমাদের সৃষ্টিকর্তার যদি কোন ভাষা থাকে তবে সেটা ইংরেজী-উর্দু-আরবী-বাংলা-সংস্কৃ
যদি বলি, অনিবার্য্য একটা কারণে আলোকরেখাও গত কয়েক সপ্তাহ নীরব ছিল, পাঠক হয়তো বলবেন, তা আর বলতে ! তাই কোন কারণ দেখতে চাইনা এই বিশ্বাসে যে নীরবতায় নীরবতায় যে সুস্পষ্ট যোগাযোগ হয়েছে পাঠকে পাঠকে আলোকরেখায় তাদের অন্তরীণকালের বিচরণে, যে সমস্ত লেখা তাঁরা খুঁটিয়ে দেখেছেন , নতুন করে পড়েছেন, তাতে আলোকরেখার নীরবতা আর তাঁদের নীরবতা মিলে সৃষ্টি হয়েছে এক অখন্ড উপলব্ধি ! আমরা জয়ী হবো ! ভালো থাকবে আমাদের সন্তানেরা!
আমি আশা করছি এখন থেকে নিয়মিত নতুন কিছু পোস্ট করতে পারবো পাঠকদের জন্যে।
বিনীত,
সানজিদা রুমি।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমীর অখন্ড নিরবতার কারণ তার শারিরীক অসুস্থতা নয় এই প্রার্থনা করছি! তবে দুশ্চিন্তা এড়াতে পারছি না! ভাবতে খুব কষ্ট হচ্ছে "আলোকরেখা" তাহলে মিইয়ে যেতে যেতে একসময় এই সাইট ভিজিট করার আর কোনো কারণ থাকবে না পাঠকদের শুধুমাত্র আর্কাইভ থেকে পুরোনো কিছুর খোঁজ করতে আসা ছাড়া!
ReplyDeleteপাঠকদের মধ্যে কারো সাথে যদি সানজিদা রুমীর ব্যক্তিগত যোগাযোগের সুযোগ থাকে তাদের কেউ যদি দয়া করে উনার খবর নিয়ে "আপনাদের কথা"য় পোস্ট করেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম উনি কেমন আছেন।
আমি নিজে আলোকরেখার ইমেইলে আমার দু'একটা লেখা পাঠিয়ে রেখেছি সেই কবে, কিন্তু সানজিদা রুমীর কাছ থেকে কোন সাড়া-শব্দ পাইনি এ যাবৎ! এ অবস্থায় দুশ্চিন্তা হওয়াটা নিতান্ত স্বাভাবিক!
জ্বি ভাই রুমি কিছুটা অসুস্থ ছিলেন
Deleteকিছুটা সুস্থ হলেন
আবার বিপত্তি
ওনার আদরের ছোট ভাইটা বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন
রুমি বেদনায় নীল হলো
এখন অনেকটা ভালো
আমার সাথে গতকালই কথা হয়েছে
সপ্তাহ খানিকের মধ্যে আলোকরেখা আবার আলোর দেখা পাবে
ও কাজ করছে
Ami o likhtay chai.amar onek likha asey.
ReplyDeleteঅনেক অনেক ভালোবাসা আপু।
ReplyDelete