শুভ ৮ই মার্চ !
- সুনিকেত চৌধুরী।
আচম্বিতে তোমাকে যদি বলে ফেলি আমি
"শুভ ৮ই মার্চ!"
দুঃখ পেয়োনা তুমি,
ভালোবাসি তোমাকে অন্য তিনশত চৌষট্টি দিনেও !
আজকের এই শুভ কামনা শুধুই আনুষ্ঠানিকতা
জন্মদিনের "ফেসবুক হ্যাপী বার্থডে" যেমন!
http://www.alokrekha.com




লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে 






আজ বহুদিন পর প্রিয় কবি সুনিকেতের কবিতা পেলাম। খুব ভালো লাগলো। সারা বছর সারাটাক্ষন মনের আধারে কোনকিছু স্মরণ থাকলেও বিশেষ দিনের প্রয়োজন আছে। বিশেরভাবে সেই দিনটিকে উজ্জাপন করা। খুব ভালো কবিতা। অনেক দিন পর কবিকে শুভ কামনা দিতে পেরে ভালো লাগছে।
ReplyDelete'শুভ ৮ই মার্চ' সুনিকেত চৌধুরীর ছোট্ট এই কবিতার শক্তিশালী ভাব, বার্তা আমাকে আবেগে উদ্বেলিত করেছে। নারী দিবস পালন আনুষ্ঠানিকই থেকে যাবে যতদিন নারীর প্রতি সহিংসতা, নির্যাতন বন্ধ না হবে। বিশেষ দিন পালনের চমকে উদ্ভাসিত না হওয়া- আমি সেই নারী! নারীত্ব আমার অহংকার! ধন্যবাদ আলকরেখা! নিরন্তর শুভকামনা কবি!
ReplyDeleteA bit different approach with a style of its own. Loved it! God bless Kobi!!
ReplyDeleteকবি তার প্রকাশে অসাধারণ।
ReplyDeleteSoul touching
ReplyDelete