লালন (জন্ম: ১৭৭২ - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০)ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।লালন ছিলেন একজন মানবতাবাদী। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেওয়া হয়েছিল
সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও শ্রেষ্ঠ পরিচালক.১৯৯২ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কারটি (অস্কার), যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন.
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি প্রিয়জনের জন্য গভীর আকাঙ্ক্ষা ও আবেগের প্রকাশ, যেখানে বৃষ্টি, গন্ধ, সঙ্গীত ও আধ্যাত্মিকতার উপমায় প্রেমিকার আগমনকে রোমান্টিক ও মায়াময় করে তোলা হয়েছে। খুব সুন্দর ! শুভ কামনা ।
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি এক কথায় অনবদ্য ।প্রতিটি শব্দ এক একটি কবিতা । প্রানের কবিতা হয়ে উঠেছে । বহুদিন পর এমন একটা কবিতা পড়লাম । ভাষার সুর শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়।
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি কালগত দৃষ্টিভঙ্গিতে অনন্য হয়ে উঠেছে । প্রিয়জনের আগমন বর্তমানকে একান্ত করে তুলবে, অতীত হয়ে যাবে সব অন্য কিছু। আবেগের তীব্রতা কবিতায় প্রজ্জ্বলিত কামনা ও গভীর আকাঙ্ক্ষা মিশে গেছে। খুব ভাল লাগলো । কবি আশরাফ আলীর কবিতা সব সময় আপন মহিমায় উদ্ভাসিত । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা ।এখানে বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের ইন্দ্রিয়কে স্পর্শ করছে। রবীশঙ্করের সেতার ও রুমীর রোমাঞ্চের উল্লেখ কাব্যিকতাকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। খুব সুন্দর ! ভাল লাগলো ।
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর । এখানে কবির ব্যক্তিগত আকুলতা তার প্রেমিকার আগমনে কবির সমগ্র জীবন পূর্ণ হবে—এই ভাবনা স্পষ্ট। রোমান্টিক আবেদন, বৈভব বা বৈরাগ্য নয়, শুধু আন্তরিক উপস্থিতি—এখানে রোমান্টিকতার এক নির্মল রূপ ফুটে উঠেছে। শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়। অপূর্ব !!! ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় পাঠকের মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো ।
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর ও অনবদ্য । কবিতার প্রতিটি পংক্তিতে এক ধরনের প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষা রয়েছে, যা শুধু শারীরিক নয়, বরং গভীর মানসিক সংযোগের প্রতিফলন। এখানে প্রেম শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানবিক অভিজ্ঞতার জন্য—যেখানে প্রেমিকা এসে কবির জীবনকে সম্পূর্ণতা দান করবে। এই তীব্রতা পাঠকের মনকে আন্দোলিত করে। ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে আমার হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো । আমার নামের সাথে কবির নামের কারনে তিনি আমার মিতা ।ভাল থাকবেন মিতা !
কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগময় রচনা ।“কাঙ্ক্ষিত” কেবল এক প্রিয়জনকে পাওয়া নিয়ে লেখা প্রেমের কবিতা নয়; বরং এটি একটি সমস্ত অস্তিত্বকে আবিষ্ট করে নেওয়া উপস্থিতির আরাধনা—যেখানে প্রেম মানে সমস্ত সত্তার কেন্দ্রে সেই এক মানুষটির আবির্ভাব, এবং বাকী সব শুধুই ইতিহাস।
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি প্রিয়জনের জন্য গভীর আকাঙ্ক্ষা ও আবেগের প্রকাশ, যেখানে বৃষ্টি, গন্ধ, সঙ্গীত ও আধ্যাত্মিকতার উপমায় প্রেমিকার আগমনকে রোমান্টিক ও মায়াময় করে তোলা হয়েছে। খুব সুন্দর ! শুভ কামনা ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি এক কথায় অনবদ্য ।প্রতিটি শব্দ এক একটি কবিতা । প্রানের কবিতা হয়ে উঠেছে । বহুদিন পর এমন একটা কবিতা পড়লাম । ভাষার সুর শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি কালগত দৃষ্টিভঙ্গিতে অনন্য হয়ে উঠেছে । প্রিয়জনের আগমন বর্তমানকে একান্ত করে তুলবে, অতীত হয়ে যাবে সব অন্য কিছু। আবেগের তীব্রতা কবিতায় প্রজ্জ্বলিত কামনা ও গভীর আকাঙ্ক্ষা মিশে গেছে। খুব ভাল লাগলো । কবি আশরাফ আলীর কবিতা সব সময় আপন মহিমায় উদ্ভাসিত । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা ।এখানে বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের ইন্দ্রিয়কে স্পর্শ করছে। রবীশঙ্করের সেতার ও রুমীর রোমাঞ্চের উল্লেখ কাব্যিকতাকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। খুব সুন্দর ! ভাল লাগলো ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর । এখানে কবির ব্যক্তিগত আকুলতা তার প্রেমিকার আগমনে কবির সমগ্র জীবন পূর্ণ হবে—এই ভাবনা স্পষ্ট। রোমান্টিক আবেদন, বৈভব বা বৈরাগ্য নয়, শুধু আন্তরিক উপস্থিতি—এখানে রোমান্টিকতার এক নির্মল রূপ ফুটে উঠেছে। শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়। অপূর্ব !!! ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় পাঠকের মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর ও অনবদ্য । কবিতার প্রতিটি পংক্তিতে এক ধরনের প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষা রয়েছে, যা শুধু শারীরিক নয়, বরং গভীর মানসিক সংযোগের প্রতিফলন। এখানে প্রেম শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানবিক অভিজ্ঞতার জন্য—যেখানে প্রেমিকা এসে কবির জীবনকে সম্পূর্ণতা দান করবে। এই তীব্রতা পাঠকের মনকে আন্দোলিত করে। ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে আমার হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো । আমার নামের সাথে কবির নামের কারনে তিনি আমার মিতা ।ভাল থাকবেন মিতা !
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগময় রচনা ।“কাঙ্ক্ষিত” কেবল এক প্রিয়জনকে পাওয়া নিয়ে লেখা প্রেমের কবিতা নয়; বরং এটি একটি সমস্ত অস্তিত্বকে আবিষ্ট করে নেওয়া উপস্থিতির আরাধনা—যেখানে প্রেম মানে সমস্ত সত্তার কেন্দ্রে সেই এক মানুষটির আবির্ভাব, এবং বাকী সব শুধুই ইতিহাস।
ReplyDeleteএই কবিতা আমার খুব মনে ধরেছে। বহুমাতৃক ভাবনা এক মোহনায় এসে মিশেছে। কবি এই অনুকবিতার জন্যে আমার বিনম্র অভিবাদন গ্রহণ করুন।
ReplyDeleteএই কবিতা আমার খুব মনে ধরেছে। বহুমাতৃক ভাবনা এক মোহনায় এসে মিশেছে। কবি এই অনুকবিতার জন্যে আমার বিনম্র অভিবাদন গ্রহণ করুন।
ReplyDeleteReply