আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কাঙ্ক্ষিত ! - আশরাফ আলী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কাঙ্ক্ষিত ! - আশরাফ আলী






    কাঙ্ক্ষিত !
    - আশরাফ আলী
    প্রজ্জ্বলিত কামনার কাছে বাসনা ছিলো
    একজন বাঙময় বাসবদত্তার।
    বৈরাগ্য নয়, বৈভব নয়
    শুধু এক পশলা বৃষ্টির মত
    বাতাবি নেবুর পাতার গন্ধের মত
    সমস্ত তন্ত্রী আবেশ করার মত
    রবিশঙ্করের সেতারের মত
    রুমীর রোমাঞ্চের মত
    আবির্ভুত হবে তুমি
    আমার সমগ্র স্বত্বা জুড়ে
    আমার একান্ত বর্তমান হয়ে
    আর বাকী সব হবে ইতিহাস !

     http://www.alokrekha.com

    9 comments:

    1. আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি প্রিয়জনের জন্য গভীর আকাঙ্ক্ষা ও আবেগের প্রকাশ, যেখানে বৃষ্টি, গন্ধ, সঙ্গীত ও আধ্যাত্মিকতার উপমায় প্রেমিকার আগমনকে রোমান্টিক ও মায়াময় করে তোলা হয়েছে। খুব সুন্দর ! শুভ কামনা ।

      ReplyDelete
    2. মিতালী মুখার্জিAugust 16, 2025 at 6:17 PM

      আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি এক কথায় অনবদ্য ।প্রতিটি শব্দ এক একটি কবিতা । প্রানের কবিতা হয়ে উঠেছে । বহুদিন পর এমন একটা কবিতা পড়লাম । ভাষার সুর শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়।

      ReplyDelete
    3. মোহন সিরাজীAugust 16, 2025 at 6:25 PM

      আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি কালগত দৃষ্টিভঙ্গিতে অনন্য হয়ে উঠেছে । প্রিয়জনের আগমন বর্তমানকে একান্ত করে তুলবে, অতীত হয়ে যাবে সব অন্য কিছু। আবেগের তীব্রতা কবিতায় প্রজ্জ্বলিত কামনা ও গভীর আকাঙ্ক্ষা মিশে গেছে। খুব ভাল লাগলো । কবি আশরাফ আলীর কবিতা সব সময় আপন মহিমায় উদ্ভাসিত । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।

      ReplyDelete
    4. অসীম সাহাAugust 16, 2025 at 6:39 PM

      কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা ।এখানে বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের ইন্দ্রিয়কে স্পর্শ করছে। রবীশঙ্করের সেতার ও রুমীর রোমাঞ্চের উল্লেখ কাব্যিকতাকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। খুব সুন্দর ! ভাল লাগলো ।

      ReplyDelete
    5. পারম্ব্রাতা সেনAugust 16, 2025 at 6:45 PM

      আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।

      ReplyDelete
    6. মিতা কাদেরAugust 16, 2025 at 6:48 PM

      আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর । এখানে কবির ব্যক্তিগত আকুলতা তার প্রেমিকার আগমনে কবির সমগ্র জীবন পূর্ণ হবে—এই ভাবনা স্পষ্ট। রোমান্টিক আবেদন, বৈভব বা বৈরাগ্য নয়, শুধু আন্তরিক উপস্থিতি—এখানে রোমান্টিকতার এক নির্মল রূপ ফুটে উঠেছে। শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়। অপূর্ব !!! ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।

      ReplyDelete
    7. দেবব্রত গোস্বামীAugust 16, 2025 at 6:54 PM

      কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় পাঠকের মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো ।

      ReplyDelete
    8. আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর ও অনবদ্য । কবিতার প্রতিটি পংক্তিতে এক ধরনের প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষা রয়েছে, যা শুধু শারীরিক নয়, বরং গভীর মানসিক সংযোগের প্রতিফলন। এখানে প্রেম শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানবিক অভিজ্ঞতার জন্য—যেখানে প্রেমিকা এসে কবির জীবনকে সম্পূর্ণতা দান করবে। এই তীব্রতা পাঠকের মনকে আন্দোলিত করে। ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।

      ReplyDelete
    9. আশরাফ আহমেদAugust 16, 2025 at 7:02 PM

      কাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে আমার হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো । আমার নামের সাথে কবির নামের কারনে তিনি আমার মিতা ।ভাল থাকবেন মিতা !

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ