প্রজ্জ্বলিত কামনার কাছে বাসনা ছিলো
একজন বাঙময় বাসবদত্তার।
শুধু এক পশলা বৃষ্টির মত
বাতাবি নেবুর পাতার গন্ধের মত
সমস্ত তন্ত্রী আবেশ করার মত
রবিশঙ্করের সেতারের মত
রুমীর রোমাঞ্চের মত
আবির্ভুত হবে তুমি
আমার সমগ্র স্বত্বা জুড়ে
আমার একান্ত বর্তমান হয়ে
আর বাকী সব হবে ইতিহাস !
http://www.alokrekha.com
আশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি প্রিয়জনের জন্য গভীর আকাঙ্ক্ষা ও আবেগের প্রকাশ, যেখানে বৃষ্টি, গন্ধ, সঙ্গীত ও আধ্যাত্মিকতার উপমায় প্রেমিকার আগমনকে রোমান্টিক ও মায়াময় করে তোলা হয়েছে। খুব সুন্দর ! শুভ কামনা ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি এক কথায় অনবদ্য ।প্রতিটি শব্দ এক একটি কবিতা । প্রানের কবিতা হয়ে উঠেছে । বহুদিন পর এমন একটা কবিতা পড়লাম । ভাষার সুর শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি কালগত দৃষ্টিভঙ্গিতে অনন্য হয়ে উঠেছে । প্রিয়জনের আগমন বর্তমানকে একান্ত করে তুলবে, অতীত হয়ে যাবে সব অন্য কিছু। আবেগের তীব্রতা কবিতায় প্রজ্জ্বলিত কামনা ও গভীর আকাঙ্ক্ষা মিশে গেছে। খুব ভাল লাগলো । কবি আশরাফ আলীর কবিতা সব সময় আপন মহিমায় উদ্ভাসিত । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা ।এখানে বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের ইন্দ্রিয়কে স্পর্শ করছে। রবীশঙ্করের সেতার ও রুমীর রোমাঞ্চের উল্লেখ কাব্যিকতাকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। খুব সুন্দর ! ভাল লাগলো ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য । ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর । এখানে কবির ব্যক্তিগত আকুলতা তার প্রেমিকার আগমনে কবির সমগ্র জীবন পূর্ণ হবে—এই ভাবনা স্পষ্ট। রোমান্টিক আবেদন, বৈভব বা বৈরাগ্য নয়, শুধু আন্তরিক উপস্থিতি—এখানে রোমান্টিকতার এক নির্মল রূপ ফুটে উঠেছে। শব্দচয়ন কাব্যিক, নরম অথচ তীব্র আবেগময়। অপূর্ব !!! ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের উপস্থিত রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে পাঠকের হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় পাঠকের মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো ।
ReplyDeleteআশরাফ আলীর “কাঙ্ক্ষিত” কবিতাটি অনন্য সুন্দর ও অনবদ্য । কবিতার প্রতিটি পংক্তিতে এক ধরনের প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষা রয়েছে, যা শুধু শারীরিক নয়, বরং গভীর মানসিক সংযোগের প্রতিফলন। এখানে প্রেম শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানবিক অভিজ্ঞতার জন্য—যেখানে প্রেমিকা এসে কবির জীবনকে সম্পূর্ণতা দান করবে। এই তীব্রতা পাঠকের মনকে আন্দোলিত করে। ভাল থাকবেন কবি । অনেক অনেক শুভ কামনা ।
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগের রচনা । বাতাবি নেবুর পাতার গন্ধ, বৃষ্টির অনুভূতি—সব মিলিয়ে আমার হৃদয় স্পর্শ করছে। প্রকাশভঙ্গি ও উপমার সমন্বয় মনে দৃশ্য ও গন্ধের অভিজ্ঞতা জাগায়। খুব সুন্দর ! ভাল লাগলো । আমার নামের সাথে কবির নামের কারনে তিনি আমার মিতা ।ভাল থাকবেন মিতা !
ReplyDeleteকাঙ্ক্ষিত কবিতা কবি আশরাফ আলীর এক অপূর্ব আবেগময় রচনা ।“কাঙ্ক্ষিত” কেবল এক প্রিয়জনকে পাওয়া নিয়ে লেখা প্রেমের কবিতা নয়; বরং এটি একটি সমস্ত অস্তিত্বকে আবিষ্ট করে নেওয়া উপস্থিতির আরাধনা—যেখানে প্রেম মানে সমস্ত সত্তার কেন্দ্রে সেই এক মানুষটির আবির্ভাব, এবং বাকী সব শুধুই ইতিহাস।
ReplyDeleteএই কবিতা আমার খুব মনে ধরেছে। বহুমাতৃক ভাবনা এক মোহনায় এসে মিশেছে। কবি এই অনুকবিতার জন্যে আমার বিনম্র অভিবাদন গ্রহণ করুন।
ReplyDeleteএই কবিতা আমার খুব মনে ধরেছে। বহুমাতৃক ভাবনা এক মোহনায় এসে মিশেছে। কবি এই অনুকবিতার জন্যে আমার বিনম্র অভিবাদন গ্রহণ করুন।
ReplyDeleteReply